হাহাকার করা তীব্র যন্ত্রণার সাথে মিশিয়ে টুকরো টুকরো আবেগ
তোমাকে দেবো।
সঙ্গে দক্ষিণা বাতাসের প্রশান্তিমাখা আদর,
আর জড়িয়ে নেবো কোমলতর আহ্লাদী মায়ায়।
উষ্ণতা, আদর, মায়া-ভালোবাসা সবই তো পেয়েছো
কোথাও না কোথাও
আজ সেসব তোমাকে আমি দেবো,
কেন জানো?
ধ্যৎ বোকা বলতে হবে?
তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।
হ্যামিল্টন, কানাডা
১৯ এপ্রিল, ২০১৫ ইং।
এটি বংলা বছরের আমার লেখা প্রথম কবিতা।বাসের মধ্যে বসেই লিখে ফেললাম আজ।
কবিতার সাথে মোবাইলে তোলা নীল ঘাস ফুলের ছবি ফ্রি…………
৩০টি মন্তব্য
খেয়ালী মেয়ে
সুন্দর ছবি..
প্রেম মাঝে মাঝে হঠাৎ করেই মনের মাঝে ঝড়বিহীন তোলপাড় শুরু করে দেয়..আপনার বাংলা বছরের প্রথম কবিতা দারুন হয়েছে..কবিতার মাঝে নিরব তোলপাড়ের আভাস পেলাম 🙂
নীলাঞ্জনা নীলা
নিরব তোলপাড়! বাব্বাহ্ সুন্দর দুটি শব্দে বুঝিয়ে দিলেন সব 🙂
খেয়ালী মেয়ে
🙂
নীলাঞ্জনা নীলা
🙂
কৃন্তনিকা
“তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—”
বেশ ভালো লেগেছে…
নীল ঘাসফুল আগে কখনো দেখি নি, দেখাও হয়ে গেল… আচ্ছা, আর কি কি রঙের ঘাসফুল আছে?
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ কৃন্তনিকা।আর আছে সাদা,হলুদ,হালকা গোলাপী। আরো কিছু থাকতে পারে।কতটুকুই আর দেখেছি জীবনে।
স্বপ্ন নীলা
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।’’——— ইস কি সুন্দর লেখাগো আপু, কত আত্নবিশ্বাস লুকিয়ে আছে লেখার ভাঁজে ভাঁজে
নীলাঞ্জনা নীলা
হ্যা, পূর্ন অধিকার আছে 🙂 ধন্যবাদ নীলা
নুসরাত মৌরিন
আহ্ আপু,মন ভাল হয়ে গেল।
ভালবাসার এমন নিখাঁদ প্রকাশ মনকে ভিজিয়ে দিল।
নীলাঞ্জনা নীলা
মন ভালো করতে পেরে ধন্য হলাম মৌরিন……
জিসান শা ইকরাম
যিনি এসব পাবেন, তিনি তো জগতের সেরা ভাগ্যবান। অএক সুন্দর।
নীল গাসফুলের দিকে তাকিয়েই আছি।
নীলাঞ্জনা নীলা
কিন্তু পাবেন কে,তাইতো জানিনা 🙂 সাদা ঘাসফুলের ফটো তুলেছি দুদিন আগে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নব বর্ষের শুভেচ্ছা দিদি।ভাল লেগেছে কবিতাটি।
নীলাঞ্জনা নীলা
শুভেচ্ছা আপনাকেও।ধন্যবাদ মনির……
ব্লগার সজীব
আমাকে নিয়ে এমন করে ভাবার মত কেহ কি আসবেনা আমার জীবনে? 🙁 কোথায় পাবো তাকে? 🙁 কবিতা পড়ে আমার মন খারাপ হয়ে গিয়েছে হতাশায় 🙁
নীলাঞ্জনা নীলা
আসবে অবশ্যই আসবে ছোট ভাই।অপেক্ষা করো 🙂 মন খারাপ ভালো হয়ে যাক।
ব্লগার সজীব
দোয়া করবেন আপু।
নীলাঞ্জনা নীলা
আচ্ছা দোয়া করে দিলাম 🙂
সীমান্ত সৈকত
ভালোবাসা কথা গুলো এত সুন্দর করে কেউ বলতে পারে…………?? আপনি পারছেন……… সুন্দর আপনার লেখার ধরন……… সত্যি বলতে কি………… এমন করে কাউকে ভালোবাসার কথা বলার লোভ হচ্ছে………… শুভ কামনা
নীলাঞ্জনা নীলা
বলে ফেলুন কাউকে…… ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
কবিতা এখন দেখছি নৈমিত্তিক সহযাত্রী বাসারোহির।
চালু থাকুক।
নীলাঞ্জনা নীলা
বাসে বসে একা কাজ হীন সময় অসহ্য।তাই কবিতা লেখার অপচেষ্টা 🙂 চালু থাকবে।
শুন্য শুন্যালয়
তুমি টা দেখছি বেশ ভাগ্যবান, বাসের মধ্যেই জুড়ে বসেছে। 🙂
আদর, মায়া-মমতা, আবেগ আর তীব্র হাহাকারে মেশানো কবিতা দারুন আপু। আমাদের সারা বছর যাক এমন এমন কবিতা পড়ে।
নীলাঞ্জনা নীলা
কিন্তু সেই ভাগ্যবানকে দেখতে পেলাম না আজো।তবে সারাক্ষণ জুড়ে থাকে 🙂 ধন্যবাদ ……শুন্য
আগুন রঙের শিমুল
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
আহা প্রেম
নীলাঞ্জনা নীলা
🙂 ধন্যবাদ শিমুল
সীমান্ত উন্মাদ
বাংলা বছরের প্রথম কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম আপু।
নীলাঞ্জনা নীলা
শুভেচ্ছা সীমান্ত
ইমন
🙂
নীলাঞ্জনা নীলা
🙂