প্রিয় ব্লগ সঞ্চালক,

এবারের একুশে বইমেলায় কি সোনেলার পক্ষ থেকে কোন সংকলন বের করা হবে? যদি হয় বা না হয় তবে আমি কিছু পরামর্শ শেয়ার করতে পারি। হয়ত আপনার/আপনাদের অভিজ্ঞতা আমার চেয়েও অনেক বেশিই হবে। কারণ এই ব্যাপারে আমার ধারণা যতসামান্য।

আমি যতদূর জানি ব্লগ থেকে আলাদা আয়ের উৎস না থাকায় একটি প্রকাশনা বের করা দূরুহ হয়ে ওঠে। তাছাড়া প্রকাশক পাওয়াটাও অনেক কষ্টের। এ ক্ষেত্রে আমরা ব্লগের সকলে মিলে কি একটি সংকলন বের করতে পারি না? অর্থাৎ সকলের আন্তরিক সহযোগিতায় বের করতে পারি একটি একুশে সংকলন।

সঞ্চালকসহ সকলের সহযোগিতাপূর্ণ মতামত আশা করছি।

শুভেচ্ছা রইলো।

 

(পূর্বের শিরোনাম পরিবর্তন করা হয়েছে আলোচনার সুবিধার্থে।)

৫১৮জন ৫১৮জন
0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ