নানা,
কেমন আছো তুমি? কেমন আছে তোমার চোখ? বহুবার জিজ্ঞাসা করেছি চ্যাটে কিংবা ম্যাসেজে। কিন্তু আজকের দিনে ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি, সেটাই জানার ইচ্ছে। কতো বছর পর তোমাকে চিঠি লিখছি বলো তো! এবারকার চিঠিটা কোনো উপমা, কাব্যিকতা ছাড়া কিন্তু। সহজিয়া অনুভূতির মূল্য হয়না। আর আমি তোমাকে কখনোই অমূল্য হতে দিতে চাইনা। বহুবার, বিভিন্নভাবে আমাদের মধ্যে বহুরকমের মতবিরোধ হয়েছে। তুমি যেমন আমাকে পথ দেখিয়েছো আমার ভুলে, তেমনি আমিও সবসময় চেষ্টা করি যেনো তুমি কখনো পথভ্রষ্ট না হও। সততার মধ্যে অনেক বাধা আসে, কিন্তু শেষ পর্যন্ত সততারই জয় হয়।
তাইতো আজও আমাদের এই বন্ধুত্ত্বপূর্ণ ঝগড়ামাখা বন্ধন টিকে আছে। নইলে কবেই…! 😀 শোনো বুইড়া তোমার এই নাত্নীরে চিনলা না। তয় একদিন চিনবা মনু। যেদিন তোমার মাথার চুল টাইনা ছিঁড়মু। লগে অবশ্য আলগা পরচুলাও লইয়া আইমু। যা দাম এইখানে, তাই আগেই ডলার পাঠাইয়া দিও। এত্তো কষ্ট কইর্যা আইজ চিঠি লিখতাছি, বুঝবা ক্যামনে!
অকন অন্য মাতোত যাইরাম। খিতার লাগি চিটি লেখরাম বুজছনি? আইজকু নু তুমার জন্মদিন! ইতার লাগি গানও গাইছি। হুনবায়নি? আইচ্ছা যাও ইউটিউবের এই লিঙ্ক উপেন করিয়া দেখি লও। তুমার লাগি উপহার আছে। অখন যাইরাম গি। ইবারকুর মতো আইজকুর চিটি শেষ কররাম। বালা থাকিও।
শুভ জনমদিন বা নানা। :p 😀
সিলেটি ভাষা দিয়ে চিঠি শেষ করলাম। আমি গর্বিত আমি সিলেটি। বুঝেছো বরিশাইল্যা বুইড়া? অফুরান ভালোবাসা তোমার জন্যে। ঈশ্বর সবসময় তোমার মঙ্গল করুক।
শুভ জন্মদিন নানা। -{@ (3
ইতি, তোমার নাত্নী
হ্যামিল্টন, কানাডা
২৫ ডিসেম্বর, ২০১৬ ইং।
৩৯টি মন্তব্য
মিষ্টি জিন
নানার প্রতি নাতনীর খোলা চিঠি পডে তো হেসেই মরেগেলাম।
উরে ভালুবাসা 😀
তোমাদের এই নানা নাতনীর প্যাঁচাল ইত্যাদির নানা নাতীরেও হারমানাইছে।
কুনু সময় বরিশাল তো কুনু সময় সিলেটি। 😀
বেশ ভাললিখেছো আপু। বিশেষ করে কাটুন টা দারুন ।
:
শুভজন্মদিন জিশান ভাই। -{@
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু আমাদের নানা-নাত্নীর মুখোমুখি কথোপকথন আরোও মজার।
মাঝে-মধ্যে আবার শাসনসহ উপদেশও বর্ষিত হয়। 😀
মোঃ মজিবর রহমান
নানাকে নাত্বনীর জন্মদিনের শুভেচ্ছায় আমরাও হলাম শরিক।
জিশান ভাই ভাল থাকুন আমরা হগগলে ভাল থাকি।
জিশান ভাই আপনাকে আবার নিজভুম ব্লগ থেকে শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই আমরা সকলেই ভালো থাকি। 🙂
ইঞ্জা
আহারে এতু বালুবাসা কই আর দেখবাম শুধু দেহা যায় নানা আর নাতনীর মাঝে, এত সুন্দর মাত মাতিয়ানি নানে নানারে তো কাইত কইরালাইলারে বইন আর তা দেহিয়ানানে মন টুইটুম্বর হইল, বালু থাহুক আফনের নানা, শরীরডা মনডা, চোখডা বালা থাহুক এই দোয়া হইররাম লগে আফনের লাগিও ব্যাফক দোয়া।
শুভ জম্মদিন জিসান ভাইজান। -{@
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাই আমি নু সিলোটি। ইতার লাগি আমার পিতৃভাষাতও(মামাবাড়ী বরিশাল, আর বাবার বাড়ী সিলেট) শুভেচ্ছা জানাইছি। বুজছইননি? বালা করিয়া দেখি লইন শুদ্দ ভাষাতও উইশ করছি।
বালা থাকিয়ইন ভাই। হ্যাপি নিউ ইয়ার ২০১৭ ইং। 🙂
ইঞ্জা
আমি কিতা মাত মাতিলাম আর বইনে কিতা কয়, আফনে সিলোটি জানিয়ানে আমিও মাত মাতিছি। :p
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাই আপনার এই মন্তব্য আমার মহাকাশের এন্টিনার অনেক উপর দিয়ে গেছে। :D)
জিসান শা ইকরাম
বুইড়া মাইনসের জন্মদিন কি আবার?!! বুড়ারা অন্যের জন্মদিন এর আয়োজন করবে, নিজেদেরটা করবেনা।
বুইড়া নানার কপালে দুস্ক আছে খুব বুজতে পারছি। চুল টাইন্যা ছিড়বা আবার পরচুলারও দাম দেওন লাগবে!! ওরে বালুবাসা 🙂
ল্যাপিতে বইস্যা লই, কমেন্ট দিমু পরে।
নীলাঞ্জনা নীলা
বালুবাসার দেখছো কি নানা?
ল্যাপুতে আর কতোদিন পর বসবা? ২০১৭ সালের ২৫ ডিসেম্বরে?
সাধে কি আর বুইড়া কই? এক্কেবারে ভালো লাগেনা নানা, তোমরা সবাই কই? ;(
জিসান শা ইকরাম
চোখের সমস্যা সম্পুর্ন দূর হয়নি এখনো, তবে নিয়মিত হবো এখন থেকে,
সবার কথা জানিনা, আমি চোখের কারনে আসতে পারিনা এটুকু বলতে পারি।
অন্য সবাই হয়ত বিভিন্ন কারনে ব্যাস্ত,
কারো জন্য কোন কিছু থেমে থাকেনা নাতনী,
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা, সেটা জানি। কিন্তু থমকে যায় গো নানা।
ভালো থেকো।
মৌনতা রিতু
আমি আশায় ছিলাম এমন একটি পোষ্ট তুমি না হয় শুন্য দিবে। গতকাল থেকে ব্লগে লিখতেই পারছি না। নিরিবিলি পরিবেশ পাচ্ছি না। সকালেই পোষ্টটি দেখেছি।
আমি ভাইয়া সম্পর্কে কি বলব আসলে। আমার নিজের কোনো ভাই নেই। তবে বড় ভাই হলে হয়ত এমনি হতো। বড় ভাই বাবখর মতো।
অন্যদের মতো আমারও কিছু চরিত্রগত বৈশিষ্ট আছে। আমি যাকে শ্রদ্ধা করি , যাকে যে আসনে বসাই সেই আসনটা কেউ ভাঙতে পারে না। আমি খুবই ছোট একজন মানুষ। জীবনে পূণ্য হয়ত কিছু করেছি। সেই বদৌলতে উপর আল্লাহর কাছে চাওয়ক এই হাতগুলো আমার মাথায় অনন্তকাল ধরে থাক।
শুভ জন্মদিন ভাইয়া।
আমরা আপনাকে খুউউউউব ভালবাসি।
নীলাঞ্জনা নীলা
শান্ত-সুন্দরী আমার এই বুইড়াকে শুভেচ্ছা জানাতে জানাতে আমি নিজেই বুড়ী হয়ে যাচ্ছি। 😀
ঘুম থেকে উঠে দেখি আমাদের বিকেল হয়ে গেছে। এর মধ্যে আগের রাতে বাসায় বড়ো পার্টি দিয়েছিলাম। আর বোঝোই তো ব্যথার ঔষধ খেয়ে খেয়ে অনেক কষ্ট হয় বসতে। কিন্তু এই বুড়াকে শুভেচ্ছা না জানালে নিশ্চিত কান্নাকাটি করতো। তারপর বলতো নাত্নী তুই আমারে আর ভালোবাসোস না। :D)
মৌনতা রিতু
বড়রা ছোট মানুষের মতো এমন আল্লাদ করলে আমার মজা লাগে।
ব্যাথার ওষুধ! তবুও এতো প্রান তোমার!
এমনি থেকো। ভালবাসা নিও।
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু ব্যথা আসবে-যাবে। জীবন তো এটাই। নিজেকে নিজেরই সুস্থ রাখতে হয়, তার জন্য শক্তিশালী হাসির প্রয়োজন। আমার ঈশ্বরকে বলি হেসে হেসে মরতে চাই। ভুগে ভুগে নয়। 😀
আর ঈশ্বরও আমাকে এই হাসির সাথে বেঁধে দিয়েছে, যে কোনো পরিস্থিতিতে হাসতে পারি। 😀
ভালো রেখো। সুস্থ থাকো। -{@
মৌনতা রিতু
নীলা আপু! তোমার কন্ঠে গেয়েছো। ওয়াও!
মুই তোমারে হিংসাইতাছি কইলাম। ক্যমনে এতো সুন্দর করে ভাব তুমি!
হ্যাব্বি হ্যাব্বি হ্যাব্বি হ্যাব্বি হইছে।
লাভ ইউ।
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু ভালো হয়নি গাওয়া। অনেক ব্যথা হচ্ছিলো ওটা নিয়েই গেয়েছিলাম।
আমি আমার এই বুড়া নানাকে সবসময় চেষ্টা করি চমক দিতে।
সেটাই দেয়ার চেষ্টা থেকে গানটা গেয়েছিলাম। 🙂
তোমার জন্মদিন কবে? তারিখ জানিয়ে দিও। চমক পেতে যেমন ভালোবাসি, দিতে তার দ্বিগুণ আনন্দ পাই। -{@ (3
মৌনতা রিতু
মার্চের ২১ তারিখ। গান কিন্তু অনেক ভাল লেগেছে আমার।
নীলাঞ্জনা নীলা
এই রে তুমি মার্চ!!!
আমার ছেলের ১৫ মার্চ।
আমার সবচেয়ে প্রিয় ভাইটার ১ মার্চ।
মার্চ আমার খুব প্রিয় একটা মাস। মনে থাকবে।
ছাইরাছ হেলাল
চিডি ল্যাহায় খুবই দক্ষ সে তো বুঝতেই পারছি।
ছুডু বেলার ট্রেনিং সহজে ভোলা যায় না, ঠিক ও না,
তবে এবারে সঠিক সময়ে কাজে লাগছে দেখা আনন্দিত,
তয় বুইড়াদের এসব মুনে করিয়ে দেয়া ঠিক না,
অবশ্য অগণন শুভেচ্ছা তাঁকে,
নীলাঞ্জনা নীলা
আপনে জানলেন ক্যাম্নে চিডি ভালো লেখি! আপনারে কি কোনোদিন চিডি দিছিলাম? ;?
বুইড়াগো-ই মনে কইরা দেওয়ানো উচিৎ বেশী কইরা, যাতে বেশী না লাফায়। এই বয়সে ঠ্যাং-কোমড় ভাঙ্গলে আর ঠিক হইবো না। 😀
ছাইরাছ হেলাল
আমারে তো কত্ত কিছুই দিয়েছে, অবশ্য বলতে মানা।
যতই মনে করাকরি করান, লাফ চালু আছে, থাকবেও,
কোমড়ের ঠ্যাং থাকুক বা না থাকুক ফালাফালি চলিবেক,।
নীলাঞ্জনা নীলা
বলতে মানা কেন? মন চাইলে বলে ফেলুন। কোনো ব্যাপার না। আমরা তো আমরাই। 😀
ঈশ্বর না করুন ঠ্যাং-কোমড় না ভাঙ্গুক। ভাঙ্গা যে কি জিনিস এই অভিজ্ঞতা যেনো কারো না হয়, বুঝছেননি কুবিরাজ ভাই? 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফেবুকে শিপু ভাইয়ার একটি পোষ্ট দেখেই বুঝেছি আমাদের প্রিয় ভাইয়ার জন্ম দিনটি।অনেক অনেক শুভ কামনা ভাইটির জন্য।সহমত আপনার সাথে “বুইড়া কখনো বুইড়া হইওনা…।সিলেটি ভাষার তরজমা লাগবে নতুবা বুঝেনি কিছুই।সিলেটি ভাষা কেনো লিখলেন আপনি কি সিলেটি পুরি। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই এমন একটি ছবি গুগলে পেয়ে রেখে দিয়েছিলাম নানাকে দেবো বলে।
আমি সিলেটি পুরি। নানাকে কেন নানা ডাকি জানেন? আমার মামাবাড়ী বরিশাল। 😀
ধন্যবাদ মনির ভাই সুন্দর মন্তব্যের জন্য। -{@
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা হা
দিদি, আপনার চিঠি পড়ে হাসতে হাসতে কাহিল অবস্থা। হাহাহাহা
বরিশাইল্লা বুইড়া :D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহা!
আমি সিলেটি কন্যা আর নানা বরিশাইল্যা। 😀
অপার্থিব
বুড়ো মানুষদের আরো বেশি করে জন্মদিন উদযাপন করা দরকার। রোগ, শোক ও নানা রকম দুর্যোগে আক্রান্ত আমাদের এই পৃথিবীতে উনারা যে এত বছর বেঁচেছেন এটাই তো উদযাপনের বিষয় হওয়া উচিত। যাই হোক জন্মদিনের শুভেচ্ছা। -{@
নীলাঞ্জনা নীলা
বাহ বেশ বলেছেন!
আপনার সাথে আমি একমত।
ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
আমি চিঠি লিখতে পারি না, শুভেচ্ছাও জানাতে জানিনা, তবে শিক্ষা নিতে পারি, নিজের অনুসরীয় মানুষ হিসাবে গ্রহণ করতে পারি। অনেক অজানার মাঝেও যা জেনেছি তাতে আমার কাছে উনি হচ্ছেন আমার আইডল।
অনেক অনেক শুভ কামনা ভাইয়ার জন্য।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া নানা আমার কাছে আবার আইডল না। আমার কাছে এমন একজন মানুষ যার এমনকিছু গুণ আছে, যে গুণগুলো জীবনে চলার পথে আলো দেখায়। আবার এমন কিছু দোষ আছে যা ধরিয়ে দিলে সানন্দে সেসব গ্রহণ করে নিজেও শেখে এবং আমাকেও শেখায়।
ধন্যবাদ আপনাকে।
নাসির সারওয়ার
এ জমানায় মানুষজন আবেগিও চিঠি লেখা ভুলে গেছে। তার মাঝে এই চর্চা বেঁচে থাকুক।
আপনার নানার জন্য জন্মদিনের সুভেচ্ছা (একটু দেরি হলেও কিন্তু এটা সুভেচ্ছাই থাকলো) !!
নাসির সারওয়ার
দুঃখিত, শুভেচ্ছা …।।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য।
হুম নানাকে আমি কি চোখে দেখি সেটা নানা জানে। আর এও জানে যে কোনো বাধা-বিপত্তি আসুক না কেন নানার পাশে থাকবো সবসময়ই।
জিসান শা ইকরাম
এখানে মন্তব্যের মাঝে আমাকে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি -{@
নীলাঞ্জনা নীলা
সকলে আমার নানার শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন।
জিসান শা ইকরাম
কারণটা জানিনা, তবে কেন জানি মনে হচ্ছে আমার জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট তুই দিবি
গানটা দারুন হইছে, নিজের গলায় গান, আন্তরিকতায় অনেক অনেক ভালবাসা নাতনী (3
ভাল থাকিস সারাক্ষণ।
নীলাঞ্জনা নীলা
ইস কত্তো তৈলং কথা! আর দিমু না বুইড়া, মনে রাইখো কথাটা। এইবারে জন্মদিনে মুখ ভার কইরা থাকবা, তাই দিলাম।
আরেকটা কারণেও অবশ্য দিয়েছি, তোমার চুল ছিঁড়বো তো! :p 😀
গতবছর এক্সিডেন্টের পর কেন ফিরে আসলাম জানো? নির্ঘাত এই পোষ্টের জন্য। 😀
সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। নানা-নাত্নী নাচবো না নতূন বছরে? \|/