ভালোবাসা!!
তোমার জন্মভূমি কোথায়?
কোথায় প্রথম চোখ মেলেছিলে?
বকুলের ঘ্রাণ নিয়েছিলে?
বটের ঝুড়ির নিমগ্নতা দেখেছিলে?
মাটির সংযত উচ্ছ্বাস?
সরব নিঝুম পরী?
রঙিন পাতার স্বপ্ন?
পাতার সাথে পাতার আত্মীয়তা?
প্রেমিকার আনমনে তাকিয়ে থাকা?
নির্মীলতা,দুঃখ,অশ্রুভেজা চোখ?
বৃষ্টি থেমে যাওয়া আলো?
একাকী বসে থাকা প্রেমিককে?
তোমার উত্তরের অপেক্ষায়!
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কোথায় হয়েছিল চোখাচোখি
হারিয়েছিলাম নয়নের অতলে তাকাতাকি
মুরঝা গিয়েছিলে হ্রিদয়ের রক্ত বানভাসাভাসি
তবুও জোটেনি দুই হ্রিদয়ের একত্রে থাকাথাকি?
আরজু মুক্তা
বাহবা! ভালো বললেন।
ভালো লাগলো।
জাহিদ হাসান শিশির
ভালোবাসা প্রথম স্বর্গে চোখ মিলেছিলো।
আদম তখন হাওয়াকে দেখেছিল।
আমি আর তুমি নই প্রেমের প্রথম শিকার কেউ।
আদি পিতা-মাতার ভালোবাসা ছিল আমাদের চে ও ।
আরজু মুক্তা
তাই তো। এমন করে ভাবিনি। না হলে আমরা এভাবে ভালো বাসবে কেনো?
শুভকামনা!
শামীম চৌধুরী
ভালোবাসার জন্মভূমি স্বর্গে আপু। কারন ভালোবাসা স্বর্গীয়।
আরজু মুক্তা
ভালো বললেন।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
এত এত প্রশ্নের পর ভালবাসা পালিয়েও
বাঁচতে পারবে না!
আরজু মুক্তা
কথাটা পছন্দ হয়েছে।
এখন থাই গ্লাস পালাবে কেমনে?
শুভকামনা
মনির হোসেন মমি
শোকাবত আগষ্ট।
আরজু মুক্তা
ভালোবাসাও শোকাহত।
তৌহিদ
ভালোবাসা কই পাবো এর উত্তর খুঁজে পেলে আমারে জানাবেন কিন্তু।
লেখা ভালো লেগেছে আপু।
আরজু মুক্তা
লিখা ভালো লেগেছে জেনে ধন্য হলাম।
নাজমুল হুদা
ভালোবাসা অনুভবে ।
বিকৃত রুচির হাতে ভালোবাসা অপমানিত।
আরজু মুক্তা
ঠিক বলেছেন। ভালোবাসা অনুভবে, হৃদস্পন্দনে।
শুভেচ্ছা জানবেন।
রেহানা বীথি
প্রশ্নবাণে অতিষ্ট হয়ে উত্তর দিয়ে দেবে।
ভালো লাগলো লেখা।
আরজু মুক্তা
অপেক্ষা করছি।
শুভকামনা
শিরিন হক
ভালোবাসা বুকের গহীনে লুকিয়ে থাকা এক সর্গীয় অনুভুতি। আপন মনে যার বসবাস।
আরজু মুক্তা
ঠিক বলোছেন।
ভালোবাসা সে তো ভালোবাসাই।
ইঞ্জা
বাহ চমৎকার লিখেছেন আপু, মুগ্ধ হলাম।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম।
ইঞ্জা
ধন্যবাদ অনিঃশেষ আপু। 😊
সাবিনা ইয়াসমিন
প্রশ্নবাণ ভালোই মেরেছেন। আশা করি ভালোবাসা বেঁচে-বর্তে আছে। কি উত্তর দিলো আমাদেরও একটু জানাবেন।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
কি আর উত্তর দিবে? ভালোবাসা সবসময় অন্ধ।
শুভেচ্ছা অবিরাম।
দালান জাহান
মাটির সংযত উচ্ছ্বাসেে ভালোবাসা চোখ মেলেছিল। চমৎকার কবি।