প্রবঞ্চক নারী

পারভীন সুলতানা ৬ জুলাই ২০১৫, সোমবার, ১০:২৭:৫৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

তুমি এখন অনেক, অনেক বড়
ইচ্ছে হলেই যখন তখন আকাশ ছুঁতে পার,
কাঞ্চনজঙ্ঘায় তোমার বিজয় পতাকা উড়ে অনুক্ষণ।
অথচ আমার এখন নিরন্ন উপবাস
লক্ষন রেখায় শৃঙ্খলিত আমার চরণ
উন্মুক্ত দ্বার সবার, আমি শুধু অশুচি এখন।
আমার সারাদিন উপবাস
নিরান্ন পাত, ফুল পাতা জল আর প্রভুর নাম
ঘরের পুরুষ পরের যখন, শুন্য আমার আবাস।
এবং আশ্চর্য কথা,
তোমার পদতলে প্রকম্পিত গৃহীর আবাস।
পূজারীর দাবী , শরীর ছোঁয়া মস্ত অভিশাপ
আমি নই , আমার বিধাতার অনুচ্চ আলাপ ।
বিধির বিধাতা অনুপস্থিত এখন কিংবা তখন ,
বাস্তব বর্জিত অভিশাপ নারীর ললাট লিখন।
তুমি এখন অনেক বড়, মস্ত একজন
আত্ম প্রবঞ্চক নারী,
মঙ্গল কামনায় উপবাস,তোমাতে তুষ্ট সামান্য জীবন।

৫৪৭জন ৫৪৭জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ