প্রক্সি কাহাকে বলে ? উপরের চিত্র দেখুন । আলেয়া বেগম বেগুন ভর্তায় লবন কেনো বেশী দিল এজন্য তাঁর স্বামী বদি দিল বকা । তিনদিন তাদের কথা বার্তা বন্ধ । তাঁদের মাঝে এখন কথা হয় মেয়ে লাল বানুর মাধ্যমে । এই লাল বানু হচ্ছে প্রক্সি ।

আমাদের প্রিয় ব্লগার এই মেঘ এই রোদ্দুর আপু চাকুরী করেন । উনি একটা ফেইসবুক পোকা। আপুর অফিসের অনেকেই আছেন এই ফেইসবুক পোকা , কেউ ছোট পোকা কেউ বড় পোকা । অফিসের কাজে সবাই ফাকি দেন । অফিসের বস , কয়েকদিন মুখে সতর্ক করেছেন , কাজ হয়নি । এত্ত মজাদার ফেইসবুকে না গিয়ে থাকা যায় নাকি ? এরপর বস করলেন কি , একজন এক্সপার্ট এনে ফেইসবুক সাইট ব্লক করে দিলেন । আপুদের তো অনেক মন খারাপ , আহারে ফেইসবুকের স্ট্যাটাস , ওয়াল , ইনবক্স , ফটো আপলোড সব এখন স্মৃতি  🙁 আপুকে একটা পিপড়া কামরে দিলো , তাও জানাতে পারছে না স্ট্যাটাস দিয়ে ;(   অন্যদিকে বসের মুখে হাসি ।

ভেবোনা আপু , আমি আছিনা :p ? এই নাও এত্তগুলা প্রক্সি সার্ভার । যত খুশী ব্রাউজ করো ফেইসবুক , আর মনে মনে ফুর্তি করো \|/

প্রক্সি সাইট http://www.freeproxy.net সমুহের মাঝে আমার অভিজ্ঞতায় সবচেয়ে ভালো হচ্ছে এই সাইটটি ।  ব্রাউজারের এড্রেস বারে  http://www.freeproxy.net লিখে এন্টার করার পর ঠিক মাঝামাঝি স্থানে একটি সার্চ করার জায়গা দেখা যাবে , সেখানে ব্লগ করা ওয়েবসাইটটির ঠিকানা লিখে সার্চ দিলেই সাইটটি দেখা যাবে।
এমন আরো কিছু প্রক্সি সাইট:
http://www.boomproxy.com
http://www.zend2.com
http://www.hidemyass.com
http://www.proxybrowsing.com
http://www.proxsafe.net
http://www.zendproxy.com
http://www.pagewash.com
http://www.zfreez.com
http://www.proxy-server.at
http://www.newipnow.com
http://www.hidemehere.com

শুধু ফেইসবুক নয় , যে কোন নিষিদ্ধ বা ব্লক করা সাইট এ সব প্রক্সি সাইট দিয়ে দেখা যাবে ।
আশাকরি আমার এই পোষ্ট ভালো লাগবে সবার । নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষন আদম হাওয়া থেকেই শুরু । সুতরাং মজাই মজা :D)

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ