পৃথিবীর দেয়ালের ওপারে
***************************
পৃথিবীর দেয়ালে একটা গোপন জানালায়
আমি চোখ পেতে বসে রয়েছি সুদীর্ঘকাল।
এই সুদীর্ঘকাল ধরে দেখে চলেছি
ঠিক যেন মেঘ নয়, তবু্ও মেঘ
কুয়াশা নয়, তবু যেন কুয়াশার মতো
শিশিরের মতোও মনে হলো খানিকটা।
সম্মিলিতভাবে এগুলো ভালোবাসা নয় তো?
সাহসে ভর করে একদিন,
জানালার বাইরের দৃশ্যে আমি হাত ডুবালাম।
আমার হাতটা হারিয়ে গেলো অপার্থিব স্পর্শে।
আমি অনুভব করলাম, আমার সেই হাতটা
কেউ যেন ধরে আছে, তবু ধরে নেই!
ভালোবাসায় হাতটা ভাসছে আমার।
আমি শিহরিত হলাম ভীষণভাবে।
ইচ্ছে হলো সবাইকে ডেকে বলি,
দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।
হঠাৎই জানালাটা উধাও।
খুঁজলাম হন্যে হয়ে এদিক ওদিক।
তারপর হতাশায় ডুবে গেলাম আমি।
তবে কি দাগে ভরপুর ভালোবাসা নিয়েই
বাঁচবে আগামীর পৃথিবী?
২২টি মন্তব্য
তৌহিদ
দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।
কি দারুন কথাগুলি! ভালো লেখক আমার আর হওয়া হবেনা। এইভাবে আমি লিখতেও পারবোনা। ভালোলাগা রেখে গেলাম আপু।
রেহানা বীথি
কী যে বলেন ভাই! ব্লগের সবাই অনেক সুন্দর লেখেন।
ভালোলেগেছে জেনে ভালো লাগলো খুব।
শাহরিন
আপু কোথাও তো ভালোবাসার অস্তিত্ব খুজে পেয়েছেন অনেকেই এর মানে বুঝে না। অনেক সুন্দর উপস্থাপন।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ আর শুভকামনা
মাসুদ চয়ন
দেখো,ভালোবাসা উড়ে বেরাচ্ছে পৃথিবীর বাহিরে।গভীর জীবন বোধ।স্পর্শ প্রয়াস।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
ভালোবাসা বলে কিচ্ছু নেই,
ইলিউশন হিশেবে মন্দ না।
আপনার কবিতা মনে হয় এই প্রথম পড়লাম।
লিখুন, লিখুন।
রেহানা বীথি
কবিতার নিয়ম নীতি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। মাঝে মাঝে যা লিখি, ভাবনার প্রকাশ বলতে পারেন। সেগুলো কবিতা হয় কিনা জানি না। পড়েছে, ভালো লাগলো খুব। ভালো থাকবেন সবসময়।
শামীম চৌধুরী
তবে কি দাগে ভরপুর ভালোবাসা নিয়েই
বাঁচবে আগামীর পৃথিবী?
ভালোবাসা কলঙ্কময় ও দাগহীন। জ্বী আপনার দাগহীন ভালোবাসা নিয়েই বাঁচবে পৃথিবী। সাথে আমরাও।
রেহানা বীথি
অনেক খুশি হলাম।
ভালো থাকবেন, ধন্যবাদ
আরজু মুক্তা
পৃথিবী বাঁচেই ভালোবাসায়।।
রেহানা বীথি
একদম।
শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
নির্যাস স্বপ্ন ছোঁয়া আর নির্যাস ভালোবাসা।
বেশ দারুণ উপস্থাপন দিদি।
রেহানা বীথি
অসংখ্য ধন্যবাদ
শিরিন হক
দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।
হৃদয়ের আর্তনাদ নিয়ে ভালোবাসা স্পর্শ করার আহভান সত্যি ভালো লাগলো।
কথার প্রতিটি শব্দ মালা হাত বাড়িয়ে ছুতে ইচ্ছা করে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য।
হাফেজ আহমেদ রাশেদ
গভীর জীবন বোধে আপুনি ভালোবাসা খুঁজে পাওয়ার গল্পটা কি মধুময় শব্দের গাঁথুনিতে কবিতায় সাজালেন
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
এভাবেই হঠাৎ ভালোবাসা এসে ছুঁয়ে যায়। কখনো ধরা দেয়, কখনো অপার্থিব হয়ে রয়। ভালোবাসা ফিরে ফিরে আসে / আসবে.. আশায় থাকা, আশাতেই বেঁচে থাকার নাম জীবন।
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালোবাসা জানালাম।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর একটি কবিতা,
‘ দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে। ‘ – অসাধারন হয়েছে।
সবাই ভালোবাসার মাঝে থাকুক।
জানালা উধাও হলেও আমাদের সবার মাঝে তা থাকুক বহমান।
রেহানা বীথি
থাকুক সবার মাঝে ভালোবাসার জানালা।
অনেক ধন্যবাদ।