পৃথিবীর দেয়ালের ওপারে
***************************

পৃথিবীর দেয়ালে একটা গোপন জানালায়
আমি চোখ পেতে বসে রয়েছি সুদীর্ঘকাল।
এই সুদীর্ঘকাল ধরে দেখে চলেছি
ঠিক যেন মেঘ নয়, তবু্ও মেঘ
কুয়াশা নয়, তবু যেন কুয়াশার মতো
শিশিরের মতোও মনে হলো খানিকটা।
সম্মিলিতভাবে এগুলো ভালোবাসা নয় তো?
সাহসে ভর করে একদিন,
জানালার বাইরের দৃশ্যে আমি হাত ডুবালাম।
আমার হাতটা হারিয়ে গেলো অপার্থিব স্পর্শে।
আমি অনুভব করলাম, আমার সেই হাতটা
কেউ যেন ধরে আছে, তবু ধরে নেই!
ভালোবাসায় হাতটা ভাসছে আমার।
আমি শিহরিত হলাম ভীষণভাবে।
ইচ্ছে হলো সবাইকে ডেকে বলি,
দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।
হঠাৎই জানালাটা উধাও।
খুঁজলাম হন্যে হয়ে এদিক ওদিক।
তারপর হতাশায় ডুবে গেলাম আমি।
তবে কি দাগে ভরপুর ভালোবাসা নিয়েই
বাঁচবে আগামীর পৃথিবী?

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ