নিষিদ্ধ পংক্তিমালা কিংবা প্রেম

মোকসেদুল ইসলাম ২৫ আগস্ট ২০১৪, সোমবার, ১১:১৫:৪৬পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

কি খোঁজো ধূর্ত প্রেমিক নিষিদ্ধ পংক্তিমালায়
এখানে প্রেম নেই শুধুই কামের ছড়াছড়ি
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ এখন আর কবিতা হয়ে ওঠে না
জাগরণের গান এখানে এসে মুখ থুবড়ে পড়ে রয় অন্ধকারের প্রকোষ্ঠে
অমাবস্যার নিবিড় অন্ধকার গ্রাস করে কামার্ত দেহের ঘাম।

প্রলম্বিত ছন্দ নৈঃশব্দের আড়ালে পড়ে অবসন্নতার গান গায়
এখানে প্রেম নেই ধূর্ত প্রেমিক, ষাটোর্ধ্ব বুড়োটিও এখানে এসে
সবল, সাবালক কামুক অসভ্য পুরুষ হয়ে ওঠে
চোখের তারায় দেখে সোনালী রোদ্দুরের স্বপ্ন
ঘোর অমানিশার স্বপ্নের ফর্দে লিখে রাখে ইচ্ছের বিলাস।

সময়ের সিঁড়ি ভেঙ্গে যাওয়া যুবক এখানে এসে কাঁথায় মুড়ে জবুথবু হয়ে পড়ে থাকে
প্রিয়তমার রূপ দেখে ইঁদুর-বিড়াল খেলার মতই উন্মাদনায় ছটফট করে
এখানে প্রেম নেই ধূর্ত প্রেমিক, শুধুই বেহুদা রাত্রির ভৎর্সনা শোনা যাবে
ঐন্দ্রজালিকের মতই কালো নিষিদ্ধ ভালোবাসার মোহে তোমার মত ধূর্তরা এখানে প্রণয়ান্ধ হয়ে
সান্ত্বনার বীজ খোঁজে নিষিদ্ধ অন্ধকারে।

৪৩২জন ৪৩২জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ