খোলা আকাশের নিচে,
ছেড়া চটের বিছানায়,
শুয়ে আছে একটি মানব সন্তান!
চরম নিরুপায়।
বাইরে তখন শীতের দাবানল।
একটু উষ্ণতার খোঁজে,
দুটো কুকুর শুয়ে আছে তাকে চেপে ধরে।
অসহায়ত্ব যে তাদের এক জায়গাতে সাদৃশ্য।
রাত জেগে হিমকুয়াশা ও শীত।
গভীর ফিসফিসানিতে
করে প্রেমালাপ। মাখামাখি।
উষ্ণতা যাদের একটুকুও পছন্দ নয়।
কষ্টের তীব্রতায় এপাশ ওপাশ করার শেষে,
প্রতীক্ষিত ভোর আসে।
খাদ্য হজমের জন্য কেউ কেউ
ছুটছে দিকবিদিক।
যদিও রাস্তার নিয়ন আলো তখনো জ্বলছে।
এমন সময়,
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হতে নির্গত দুজন মানব মানবী
এই দৃশ্য দেখে আঁতকে ওঠে!
ঈশ্বর তাদের অনেক সুখে
রেখেছে বলে, শুকরিয়া আদায় করে।
তারপর ব্যস্ত হয়ে পড়ে রোজকার দিনযাপনে।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
জীবন যুদ্ধে এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। কারো কষ্ট দেখেও পাশে দাঁড়ানোর সময় নেই কারো। যার যার গন্তব্যে পৌঁছাতে ব্যাকুল। শুভ সকাল
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
অনন্য অর্ণব
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকেও কষ্টের তীব্রতা আঁচ করতে পারে যারা তারাই তো প্রকৃত মানুষ। শুভ কামনা রইলো দাদাভাই 😍
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা।
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
রোজকার দিন যাপনে সময় কোথায় এত সব দেখার!
তবুও কেউ কেউ তা্ দেখে, দেখায়।
ইসিয়াক
শুভকামনা জানবেন ভাইয়া ।
শুভসকাল।
ফয়জুল মহী
খুব ভালো লাগলো কবিতা ।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।
শান্ত চৌধুরী
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হতে নির্গত দুজন মানব মানবী
এই দৃশ্য দেখে আঁতকে ওঠে!
ঈশ্বর তাদের অনেক সুখে
রেখেছে বলে, শুকরিয়া আদায় করে।
তারপর ব্যস্ত হয়ে পড়ে রোজকার দিনযাপনে।
মানবিক হউক, মানবিক জীবন ধারা।
ইসিয়াক
চমৎকার মন্তব্যে জন্য ধন্যবাদ ভাইয়া ।
জিসান শা ইকরাম
এমন অবস্থা আমাদের আজকাল আর মনে দাগ ফেলে না।
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।
ইসিয়াক
কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া ।
শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
নির্মম বাস্তবতা
কবির চোখ দেয় না ফাঁকি
যা আমরা নিত্য দেখি।
ধন্যবাদ। ভাল লাগলো।
শুভ কামনা।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় দাদা।
সঞ্জয় মালাকার
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হতে নির্গত দুজন মানব মানবী
এই দৃশ্য দেখে আঁতকে ওঠে!
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকেও কষ্টের তীব্রতা আঁচ করতে পারে যারা তারাই তো প্রকৃত মানুষ।
চমৎকার লিখেছেন দাদা, আপনার জন্য শুভ কামনা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দাদা।
শুভকামনা।
মনির হোসেন মমি
সূবিদাবঞ্চিত শীতার্থদের নিয়ে চমৎকার কবিতা।জয় হোক মানবতা।
ইসিয়াক
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্ ।