নিখোঁজ শব্দ

শিরিন হক ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ০৮:০০:১০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

নির্বাক শব্দ নাবিক নিখোঁজ!
আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে জমা যতো ক্রোধ; ভাষাহীন জীবন্ত ফসিল..
পানকৌড়ি করে মুক্তোর খোঁজ…

নবজাতকের প্রিয়জন হারা হাহাকার..
আগামীর শিশু অন্ধকারে নিমজ্জিত;
খেলার নেশায় খেলোয়াড় মাতাল দিকভ্রান্ত !
ঘুণে ধরা পাণ্ডুলিপি পড়ে আছে এক কোণে দু:স্বপ্নে আড়ষ্ট বিবেক…

মানবতায় গ্রহণ ধরেছে ঘোর অমানিশা
কালের প্রহর অনিশ্চয়তা সংশয়,
তাল-সুর-লয়-ছন্দপতন !
জীবনের গতিপথ শঙ্কিত সমুদ্র ঘূর্ণিপাকের আশংকা… সবুজ অরণ্য বিবর্ণ বধির..

দামামা বাজিয়ে কখন রুখবে ঘোর বিদিশার অমানিশা!
নতুন প্রভাতের আলোয় কখন আলোকিত হবে এ ধরা!
কখন আসবে প্রাণের স্রোত আর জীবনের উচ্ছলতা!
নিস্পাপ মানব শিশু ফিরে পাবে জীবনের বারতা!

২৯৩৬জন ২৭০৬জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ