আমাদের সবার প্রিয় সোনেলা ব্লগে নভেম্বর মাসে সর্বমোট ৩২৭ টি পোষ্ট বিভিন্ন ব্লগার প্রকাশ করেছেন। গত মাসে গড়ে প্রতিদিন ১০ টিরও বেশী পোষ্ট প্রকাশ করেছেন আমাদের সন্মানিত ব্লগারগণ। বিশ্বের প্রায় ৫০ টি দেশের বাংলা ভাষাভাষী সোনেলা ব্লগের সন্মানিত পাঠক। পোষ্টের সংখ্যা, মন্তব্যের সংখ্যা এবং পাঠকগণের পাঠপ্রতিক্রিয়া হিসেব করলে আমাদের সোনেলা বর্তমানে বাংলা ব্লগ সাইট সমূহের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্লগ সাইট হিসেবে পরিগণিত হয়েছে। দিন দিন এর পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোনেলার এই জনপ্রিয়তার মূলে রয়েছেন এর ব্লগার/ লেখকগণ, মডারেটর গন, এডমিন গন এবং শুভাকাঙ্ক্ষী পাঠক গন। সবাইকে সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এই পোস্টে নভেম্বর মাসে প্রকাশিত পোষ্ট সমূহের মধ্যে যে সমস্ত পোষ্ট ৩০০ এর অধিকবার পঠিত হয়েছে সে সমস্ত পোস্টই স্থান পেয়েছে।
জনপ্রিয় পোষ্ট বলতে পাঠক প্রিয় পোষ্ট। এটি পোষ্টের মান বিষয়ক নির্বাচন নয়। আসুন পাঠক গন, জনপ্রিয় পোষ্ট সমূহ আর একবার পড়ে দেখি।
১। সাবিনা ইয়াসমিন এর সোনেলা ব্লগে কেন লিখবেন , লেখাটি পঠিত হয়েছে বার ৬৩৯ , মন্তব্য সংখ্যা ৮২ টি।
২। রেজিনা আহমেদ এর উচ্চ ডিগ্রিধারী অবলা , লেখাটি পঠিত হয়েছে ৫৯১ বার , মন্তব্য সংখ্যা ৩৯ টি।
৩। তৌহিদ এর হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার ফলাফল- , লেখাটি পঠিত হয়েছে ৫৩৭ বার , মন্তব্য সংখ্যা ৫৫ টি।
৪। রুমন আশরাফ এর লাইক এন্ড লাইকারস (একটি রম্য রচনা) , লেখাটি পঠিত হয়েছে বার ৫৩৩ , মন্তব্য সংখ্যা ৩২ টি
৫। রুমন আশরাফ এর গাঁটকাটা , লেখাটি পঠিত হয়েছে ৫০২ বার, মন্তব্য সংখ্যা ১৯ টি।
৬। রেজিনা আহমেদ এর বন্দী অথচ মুক্ত , লেখাটি পঠিত হয়েছে ৪৬০ বার , মন্তব্য সংখ্যা ২৭ টি।
৭। আরজু মুক্তার ধরলা নদী , লেখাটি পঠিত হয়েছে ৪২৩ বার, মন্তব্য সংখ্যা ৪৬ টি।
৮। রুমন আশরাফ এর হিমুর হাতে একটি কম্পিউটার , লেখাটি পঠিত হয়েছে ৪১৯ বার, মন্তব্য সংখ্যা ২২ টি।
৯। তৌহিদ এর অক্টোবর মাসে প্রকাশিত জনপ্রিয় পোষ্ট সমূহ , লেখাটি পঠিত হয়েছে ৪১০ বার, মন্তব্য সংখ্যা ৫০ টি।
১০। এস,জেড বাবুর নীল টি শার্ট , লেখাটি পঠিত হয়েছে ৩৮৫ বার, মন্তব্য সংখ্যা ২৭ টি।
১১। রেজওয়ান এর ঘোলাটে অস্তিত্ব , লেখাটি পঠিত হয়েছে ৩৭১ বার , মন্তব্য সংখ্যা ২৫ টি।
১২। সুরাইয়া পারভিন এর শেষ বিকেলের রোদ্দুর_১ , লেখাটি পঠিত হয়েছে ৩৬৫ বার, মন্তব্য সংখ্যা ৩১ টি।
১৩। নিতাই বাবুর কদম রসূল দরগাহ শরিফের ইতিহাস ও নিজের কিছু স্মৃতিচারণ , লেখাটি পঠিত হয়েছে ৩৫৩ বার, মন্তব্য সংখ্যা ৪২ টি।
১৪। মাহবুবুল আলম এর যেভাবে সোনেলাকে জানি , লেখাটি পঠিত হয়েছে ৩০৪ বার , মন্তব্য সংখ্যা ২৯ টি।
ব্লগে প্রকাশিত পোষ্ট সমূহ, সোনেলা ব্লগ টিম ফেইসবুক পেইজে শেয়ার দিয়ে থাকেন। আপনাদের প্রকাশিত লেখা আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের পড়ানোর জন্য আপনারা আপনাদের ফেইসবুকের নিউজ ফিড এবং ষ্টোরিতে শেয়ার দিন। এতে আপনার লেখার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে।
নভেম্বর মাসে প্রকাশিত জনপ্রিয় পোষ্ট সমূহের ব্লগারদের সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ ব্লগিং।
৫৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
জনপ্রিয় পোস্ট সমূহ পড়ে ধারনা হলো, কোন ধরনের লেখা পাঠক পছন্দ করেন বেশী।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এমন পোস্ট দেয়ার জন্য আপনাকে অজশ্র ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
পাঠক গণ যাতে ধারনা পান একারনেই এই পোষ্ট দেয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।
নুর হোসেন
গ্রাজুয়েট মেধাবীরা ব্লগিং করছেন, আমরা পড়ছি মতামত জানাচ্ছি এটাও বিশাল সৌভাগ্য।
জিসান শা ইকরাম
গ্রাজুয়েট মেধাবী আবার কারা ভাই ?
নুর হোসেন
যারা ব্লগিং করে তারা সকলেই মেধাবী,
যারা পড়ে তারা ভাল পাঠক।
সোনেলায় অনেক গ্রাজুয়েট থাকতে পারে যারা ভাল লিখছেন আমরা হয়তো জানিনা।
আমি তাদের লেখা পড়ে ভাল পাঠক হওয়ার চেস্টা করছি।
জিসান শা ইকরাম
বুঝলাম এখন গ্রাজুয়েট কাদেরকে বুঝিয়েছেন 🙂
সাবিনা ইয়াসমিন
গ্রাজুয়েট মেধাবী ব্লগার! সোনেলা পরিবারের সবাই সমান গুরুত্ব পান নুর হোসেন ভাই। ধন্যবাদ আপনাকে।
নুর হোসেন
শুভ কামনা রইলো, ভাল থাকুন।
নিতাই বাবু
সোনেলা উঠোনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা প্রিয় দাদা।
শাহরিন
সবাইকে অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ।
কামাল উদ্দিন
অভিনন্দন আমাদের জনপ্রিয় এই ব্লগারদের
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আ।
কামাল উদ্দিন
আপু 😁
সুরাইয়া পারভিন
আমিও আছি দেখছি,, সবাইকে অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
হ্যা আপনিও আছেন 🙂 অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।
এস.জেড বাবু
সবাইকে অভিনন্দন
চমৎকার প্লাটফরম- হাজারো মানুষের চিন্তা ভাবনা একান্ত মতামত জানার একক ক্ষেত্র সোনেলা।
পড়তেই বেশ লাগে।
শুভেচ্ছা সবাইকে।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা প্রিয় ব্লগার।
ছাইরাছ হেলাল
কত লেখা লেখে রে!
সব্বাইকে আন্তরিক শুভেচ্ছা।
আপনাকেও।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।
তৌহিদ
যেসব পোস্ট পাঠক প্রিয় হয়েছে সেগুলো আসলেই দারুণ লেখা ছিলো। লেখকদের অভিনন্দন।
ধন্যবাদ সাবিনা আপু এমন পোষ্ট দেবার জন্য।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ।
মোহাম্মদ দিদার
প্রকৃত পক্ষে লেখাগুলো ভালোই ছিলো।
শুভো কামনা রই।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা আপনাকে।
মাহবুবুল আলম
আপনাকসহ সবাইকে শুভেচ্ছা!
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ আপনাকে।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ।
রেজওয়ান
সোনেলার সবাইকে প্রাণঢালাঅভিনন্দন ও শুভেচ্ছা❤
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ রেজওয়ান। নতুন লেখা কই?
মনির হোসেন মমি
সবাইকে অভিনন্দন এবং শুভ কামনা রইল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মনির ভাই।
সুপায়ন বড়ুয়া
জনপ্রিয় লেখকদের
শুভেচ্ছা , অভিনন্দন
আপনাদের অগ্র্যযাত্রা অব্যাহত থাকুক
সাবিনা ইয়াসমিন
আপনিও এখন এই পরিবারের একজন। এটি আপনারও ব্লগ সাইট। ধন্যবাদ আপনাকে।
বন্যা লিপি
জনপ্রিয় লেখকদের শুভেচ্ছা অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও ধন্যবাদ বন্যা।
সঞ্জয় মালাকার
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
মাছুম হাবিবী
অভিনন্দন সকল প্রিয় লেখকদের।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
অনন্য অর্ণব
একটু সময় পেলেই ব্লগে আসি। পরিবারের হৃদ্যতার কাছে না এসে কি পারা যায়। যাদের লেখা সবচেয়ে বেশি পঠিত হয়েছে তাদের সবার জন্য অভিনন্দন। আর যারা এখনো জনপ্রিয় তালিকায় স্থান অর্জন করতে পারে নি তাদের জন্য শুভ কামনা 🌺
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভেচ্ছা অনন্য অর্ণব।
নীরা সাদীয়া
আমি আর আগের মত লিখার সময় পাই না। যাদের লেখা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
যখন সময় পাবে তখনই লিখো। শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
বাহ খুব সুন্দর একটা পরিসংখ্যান পেলাম। ধন্যবাদ সাবিনা। সোনেলার সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভ কামনা জানাই। লেখা দিন, তালিকায় নিজের নাম আনুন। 🌹🌹
আসিফ ইকবাল
গোলাপের আঁকার উপায় কিন্তু এখনো শিখলাম না…
শামসুল আলম
সবাইকে
অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও স্বাগতম দাদা ভাই। সোনেলায় আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। দ্রুত লেখা দিন।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
@ আসিফ, আপনার কিবোর্ড কি ভিনগ্রহের নাকি? ফুল ফল, লতা পাতা সবইতো কিবোর্ডে থাকে!
আরজু মুক্তা
লিখার উৎসাহ বাড়লো।
সাবিনা ইয়াসমিন
বাহ! খুব ভালো কথা। বেশি বেশি লিখুন, উৎসাহিত হওয়ার জন্যে নো টেনশন। ওটা আমি অকৃপণ ভাবেই দিয়ে যাবো ☺☺
ফয়জুল মহী
জয়তু সোনেলা ।
সাবিনা ইয়াসমিন
সোনেলার নিরন্তর জয় হোক আমাদের সকলের সম্মিলিত ভালোবাসায়।
অনেক ধন্যবাদ মহী ভাই।
শুভ কামনা অবিরত 🌹🌹