ঝরাপাতা-৩

সোনেলা রোদ্দুর ৫ নভেম্বর ২০১২, সোমবার, ১১:১১:২২পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

অরিত্র,
কাল দুপুর থেকেই তোমার প্রিয় বৃষ্টি ঝড়ছে cats & dog ধারায়। এ যেন কার্তিকে আষাঢ়ের ঘনঘটা! বৃষ্টি নিয়ে আমার কোন রোমান্টিসিজম নেই। বৃষ্টি মানেই আমার কাছে একঘেয়েমি জল পতনের শব্দ, কাঁদা জলে মাখামাখি, ভিজে যাওয়া। পুরো মাত্রায় ঘরে বসে থাকা। আমার ভালো লাগেনা। এরকম মেঘলা থমথমে প্রকৃতি কখনো আমাকে আবেগতাড়িত করেনি। সকালে কাজে বেরোবার সময় এই বৃষ্টির জলে ভিজতে ভিজতেই কাজে এসেছি। যদিও বর্ষাতি ছিল তাও বৃষ্টি আর অবাধ্য দমকা বাতাসে ভিজে একাকার। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বৃষ্টি থামার কোন লক্ষন নেই। আমি এখন যেখানটায় বসে বসে তোমাকে লিখছি সেখানে জল পতনের শব্দ ছাড়া আর কোন শব্দ নেই। শহর বাসি এখনো ব্যস্ত হয়ে ওঠেনি।

আমি এখন একটা বৃষ্টির গান শুনছি। টিপ টিপ বৃষ্টিতে মন ভালো নেই! যারে যা মন ভিজে আযনারে।

এখন আর লিখতে ইচ্ছে করছেনা অরিত্র। একটু কাজে মন দেই।

৭০১জন ৭০১জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ