জলে ভাসা পদ্য

ছাইরাছ হেলাল ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০৪:৩৪:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

এই খর চৈত্রে
কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা!
হাজার-বিজার খেলে দেয়া খেলায়;
ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস
ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা,
আর-ও কতশত কত কী, জানা অজানা;

সব থেকে সহজ, পড়া-পড়া খেলা;
নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে
একাকী রাত্রির নিশুম গভীরে;

চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম
তৃষিত হৃদয়ে, আকণ্ঠ জলে ডুবে/ভেসে
হিক্কা তুলে, গপ-গপ থপ-থপ করে
দু’কলম দাগিয়ে দিতে হবে, খেলে খেলে,
খেলতে খেলতে, খেলার ভান করে, ভান ধরে,
শাসিয়ে-কাঁদিয়ে-নাচিয়ে, জিপসি ভাব নিয়ে;
তবে লিখতে হবে সোনার কালিতে
জলে-ভাসা পদ্ম-পদ্যে।

কাঁপতে কাঁপতে ভাবি, নিথর মনে,
পোড়ামুখো হদ্দ-পাজি গৌরি সেন
কোথায় লুকিয়ে এখন?
বস্তা খানেক পড়া-লেখা ফিক্কা দেয় না কেন?
কেন? কেন?
একাকার সৃষ্টির দোলাচলে!! দগ্ধ হৃদয়ে।

ছবি নেটের।

১২৯২জন ১১৫৭জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ