নিজেকে খুব অসুখী লাগছে।
কারও কাছে একটু সুখ হবে?
খুব বেশি নয়, একটুখানি হলেও চলবে।
হতাশায় ছেয়ে আছে চারপাশ,
একটা ছোট অনুপ্রেরণার গল্প হবে?
কবিতার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে খুব।
কারো কাছে একটি কবিতা হবে?
পেয়ে হারানোর কিংবা একেবারেই না পাওয়ার নয়।
বিরহের নয়, বিষাদের নয়।
একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।
মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা।
২৮টি মন্তব্য
আদিব আদ্নান
এক চিমটি যখন চেয়েছেন পেলেও পেতে পারেন ।
জুলিয়াস সিজার
পেলাম না তো। এখনও পাইনি আদিব ভাই।
শুন্য শুন্যালয়
সুন্দর চাওয়া…
পেয়ে যাও, শুভকামনা…
তুমি তো দেখি কবিতাও সুন্দর লেখো 🙂
জুলিয়াস সিজার
দিদি, তুমি সবসময়ই আমার একটু বেশি বেশি প্রশংসা করো।
জিসান শা ইকরাম
মানবতা পাওয়া কঠিন
জুলিয়াস সিজার
অনেক।
মা মাটি দেশ
শুধুই মানুষ এবং মানবতা। (y) -{@
জুলিয়াস সিজার
মানবতা হারিয়ে গেছে।
মোঃ মজিবর রহমান
আজ মানুষের মানবতা কোথায় পাব
মনুসত্য আজ কাঁদে ডাস্টবিনে।
জুলিয়াস সিজার
হয়তো আরও কোন খারাপ জায়গায় আছে।
নীলকন্ঠ জয়
মানবতা পাওয়া দূর্লভ দাদা। এদেশে আরো বেশি… -{@
জুলিয়াস সিজার
দেখে শুনে যেন তাই মনে হচ্ছে 🙁
বনলতা সেন
সত্যি সত্যি চাইলে পেতেও পারেন ।
যদিও মানবতা এখন দূর্লভ ।
জুলিয়াস সিজার
চাওয়া কি মিথ্যে হয় কখনও দিদি?
ছাইরাছ হেলাল
আমরাও চাই এমন ই ।
কিন্তু মানুষ ও মানবতার কবিতা মনে হয় নাই হয়ে গেছে ।
জুলিয়াস সিজার
না নাই হবেনা কখনও, মানুষ যখন ফিরে ফিরে মানবতা আসবেই।।
লীলাবতী
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা। –* মানুষ হয়েও মানবতার জন্য হাহাকার আমাদের 🙁
জুলিয়াস সিজার
এটাই বাস্তবতা 🙁
খসড়া
অসুখের ফেরীওয়ালা এবার সুখ!ফেরি কর।
জুলিয়াস সিজার
সুন্দর বলেছেন ভাইয়া।।
মানিক পাগলা
কবির আশা পূর্ণ হোক।
জুলিয়াস সিজার
ধন্যবাদ ভাইয়া।।
আমীন পরবাসী
একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।
মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা।
বিনম্র শ্রদ্ধা জানালা এই কবির কাব্যের প্রতি এবং আশা করছি অতি শীগ্রই আমরা তা লিখতে পারব।
জুলিয়াস সিজার
আশা করে আছি এখনো ।।
নীহারিকা
অনেক কঠিন কঠিন জিনিসগুলো চেয়ে ফেলেছেন। পাবেন কি না জানি না। আশা পুরণ হোক!
জুলিয়াস সিজার
আমারও জানা নেই নীহারিকা আপু।।
জুলিয়াস সিজার
অনেক কঠিন তবে না পেয়ে তো উপায় নেই। নইলে যে পৃথিবী আর পৃথিবী থাকছে না। এটা অসুরালয় হয়ে পড়ছে দিন দিন।
জুলিয়াস সিজার
মা মাটি মানুষ মানবতা।