চাওয়া ..

জুলিয়াস সিজার ২৬ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০২:৩২:৪০পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

নিজেকে খুব অসুখী লাগছে।

কারও কাছে একটু সুখ হবে?

খুব বেশি নয়, একটুখানি হলেও চলবে।

হতাশায় ছেয়ে আছে চারপাশ,

একটা ছোট অনুপ্রেরণার গল্প হবে?

কবিতার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে খুব।

কারো কাছে একটি কবিতা হবে?

পেয়ে হারানোর কিংবা একেবারেই না পাওয়ার নয়।

বিরহের নয়, বিষাদের নয়।

একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।

মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।

যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।

অন্য কোন ভেদাভেদ নয়।

শুধুই মানুষ এবং মানবতা।

৮০৬জন ৮০৬জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ