চাইলেই দিতে পারি

রেহানা বীথি ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১০:১৮:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

হাওয়ায় শিষ দিয়ে ভাসে দিন
নিতে চাও? চাইলেই দিতে পারি গল্পভোর।
এই আশ্বিনে শুধু আকাশের নীল নয়
চাইলেই দিতে পারি বৃষ্টিমেঘ, মেঘের ঘনঘোর।

৬৭৮জন ৫১৪জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ