তোমার বুকে রেখেছিলাম কিছু অলীক সুখ
তাই তো সেখানে আমার থাকা হয়নি
চলে এসেছি বহুদূর…!
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
আমি বৃষ্টি হোলাম।
তুমি রইলে সুখের দালানে
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔
অনিমেষকে ভালোবাসো তুমি
অথচ কখনোই মাধবীলতা হতে পারোনি
কালবেলায় একলা আছি আমি এখনও।
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
তুমি চলে গেলে,
সূর্যের মুখ পান্ডুর হয়ে উঠলো
আর মসলিন মেঘ গাঢ় হয়ে ঝরে পড়লো
মন-আঙিনায়।
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
এই যে তোমাকে নিয়ে কতো লিখে যাই
কতো ভেবে চলি
সে তো তুমি দেখোনা
একদিন সময়ের ইতিহাসে উঠে আসবে
কতো কতো চিরকুট ঘর্মাক্ত এই শার্টের বুকপকেটে ছিলো।
🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦
♦বহু পুরোনো লেখা পেয়ে গেলাম। সেই প্রথম একজন পুরুষের অনুভূতি নিয়ে প্রেমের লেখা লিখতে চেষ্টা করেছিলাম। লেখাটি কোথাও দেয়া হয়নি। হয়তো সোনেলা’র জন্যেই থেকে গিয়েছিলো।♦
শমশেরনগর চা’ বাগান
১৯৯৫ ইং।
৩৪টি মন্তব্য
🎖প্রহেলিকা🎖
ওররে বাবা রে! এত্তো আগের লেখা তাও আবার এত্তো সুন্দর। আমার বসবাস কাদের সাথে! তখনতো আমি কবিতার “ক” বুঝি না।
নীলাঞ্জনা নীলা
আগেই মডেল আর ট্রফি দিয়ে দেই। ওটা তো দেখছি এখন আপনার সম্পত্তি হয়ে গেছে। 🎖🎖🏆🏆
আসলে পুরোনো নোটে পেয়ে গেলাম। আমি তো নিজেও অবাক। সম্পাদনা করিনি, যেমন ছিলো সেভাবেই বসিয়ে দিলাম।
🎖প্রহেলিকা🎖
এই লেখাও এখন ইতিহাস হয়েই থাকবে। অনেক অনেক আগের কথাই বটে। কি দরকার সম্পাদনা করার, এগুলো অক্ষত অবস্থাতেই থাকুক।
এই প্রবীণ কবিদের থেকে এখন দূরে দূরে থাকতে হবে।
মেডেল আমাকে ছাড়ে না এখন আর!
নীলাঞ্জনা নীলা
প্রবীণ বললে মেনে নেয়া যায়, কিন্তু কবি??? কবি যদি আমি হোতাম তাহলে কবিতা নামের বারোটা বাজতো নিশ্চিত।
“চিরদিন কাহারো সমান নাহি যায়” বুঝেছেন?
🎖প্রহেলিকা🎖
আবারও প্রথম হয়ে গেলাম।
নীলাঞ্জনা নীলা
আপনার জন্য দেখছি ডাল-ভাত। একদিন আমারও দিন আসবে, হুহ বলে দিলাম। 🤓
🎖প্রহেলিকা🎖
আসিবে না জানি তবুও বন্ধ আঁখি খুলে সেদিনের অপেক্ষায় থাকি!
নীলাঞ্জনা নীলা
বন্ধ আঁখি খুলেই থাকুন। টম এন্ড জেরি কার্টুন দেখেছেন তো? খুব সাবধান! 😀
সিকদার সাদ রহমান
লেখাটা খুব ভাল লেগেছে, তবে মাঝে এত ইমোজির ব্যবহার একটু কেমন যেনো লেগেছে!
নীলাঞ্জনা নীলা
কমিয়ে দিলাম। আসলে প্রতিটি ইমো লেখার সাথে মানিয়ে দিয়েছি। ভালো করে পড়ে দেখলেই বুঝতে পারবেন।
অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কবিতাটা পড়ছিলাম, আর কেমন কেমন জানি লাগছিলো। বিশেষ করে ঘর্মাক্ত বুক পকেটে এসে আটকেই গেছিলাম। শেষে দেখি এটা একজন পুরুষ প্রেমিকের অনুভূতি নিয়ে লেখা 😱😱
নীলা আপু আমি কি শুধু শুধু বলি, আপনি সোনেলার কবিতার রানী। এই জন্যেই বলি। যেখানে নিজের আবেগ অনুভুতি লিখতে বসে কলম চিবিয়ে খাই, সেখানে আপনি পুরুষের অনুভূতি কি দারুণ করে লিখে দিয়েছেন। 😊😊
ভালো থাকুন, ভালোবাসা ❤❤
নীলাঞ্জনা নীলা
সাবিনা আপু এ আপনি কি বললেন! আসলে বন্ধু-বান্ধব আমার কম ছিলোনা। আর কয়েকজন খুব কাছেরই ছিলো, এখনও আছে। তাদের থেকেই নিয়েছি ভাবনা, ধার করাও বলতে পারেন। সহজ শব্দে চেষ্টা করেছি লেখার। একে কোনোভাবেই কবিতা বলা যায় না। কবিতা লেখা শিখতে হবে, জানিনা আদৌ শেখা হবে কিনা! তবে লেখা শিখতে হবে আপনার থেকে। আলো ছড়ায় আপনার লেখা আপু।
অনেক ভালো থাকুন আপনিও। 💟
জিসান শা ইকরাম
পুরানো অথচ এখনো নতুন।
এত ইমো কেন?
ইমোতে লেখার সৌন্দর্য কমিয়ে দিয়েছে।
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
নানা ইমো কমিয়ে দিয়েছি। তবে ভালো করে চেয়ে দেখো প্রতিটি লেখার সাথে যে ইমোজিগুলো দিয়েছি, তা কিন্তু মিলিয়ে দেয়া।
পুরোনো লেখাগুলো বড়ো অযত্নে হারিয়ে গেছে। আমার লাল একটা ডায়েরিকে বড়ো মিস করি। ওটাতে প্রচুর লেখা ছিলো। সেই যে ২০১০ সালে দেশে গেলাম, তখন কই যে ফেলে এসেছি মনেই করতে পারছিনা। যেখানে গিয়েছিলাম খবরও করিয়েছি, কেউ পায়নি। আজ থাকলে বেশ কিছু লেখা ছিলো যা জাতীয় পত্রিকায় স্থান পেয়েছিলো। 😭
জিসান শা ইকরাম
হ্যা দেখেছি কমিয়ে দিয়েছো, আর লেখার সাথে মিলিয়ে ইমো দেয়া।
কবিতা চর্চা তুই তো কমিয়ে দিলি, অথচ স্বভাব কবি তুই, জোর করে কবিতা লিখতে হয়না তোর।
মনির হোসেন মমি
চমৎকার লেখা।১৯৯৫ মানে হল ২৪ বছর পর 👀
নীলাঞ্জনা নীলা
“সময় চলে যায়, নদীর মতো প্রায়।” সুন্দর সময়গুলো কতো তাড়াতাড়ি চলে গেলো। আজ খুঁজে ফিরি যদি আবার ফিরে পাওয়া যেতো।
অনেক ভালো থাকুন মনির ভাই।
তৌহিদ
কিছু লেখা একদম নন এডিটিং ফর্মেই ভালো লাগে। এটিও তেমন, তবে ৯৫ সালে ইমো ছিলো কিনা উপরওয়ালা জানেন!!
কারন আমিতো তখন ছুডো মাত্র ১৪ বছরের কিশোর।
নীলাঞ্জনা নীলা
ইমো তো দিলাম এখন। লেখার সাথে মিলিয়ে।
বর্তমানে কতো ভাবনা যে এই ইমো দিয়ে বোঝানো হয়! অনুভূতি কি এতো সহজে বুঝিয়ে দেয়া যায়? কেমন জানি কৃত্রিম লাগে, যদিও আমি নিজেও ব্যবহার করি, যখন কথা খুঁজে পাইনা। একটা সময় কতো কঠিন ছিলো শব্দ হাতড়ে ফিরতে হতো।
১৪ বছরটা কী চাপ পড়ালেখার, তাই না তৌহিদ ভাই?
রাফি আরাফাত
কিছু লিখা পরে নিজের মনে হয়, ভাবনা আমাদের কত বিচিত্র
নীলাঞ্জনা নীলা
প্রতিটি মানুষের ভাবনা একটা জায়গায় এসে কিন্তু মিলেই যায়।
ধন্যবাদ আপনাকে।
রাফি আরাফাত
কিছু লিখার কাছে আমরা সত্যি ঋণী
নীলাঞ্জনা নীলা
বাহ সুন্দর বলেছেন তো! ঠিক তাই!
যেমন এতো সুন্দর মন্তব্যের জন্য আমার এ লেখাটাও ঋণী। ধন্যবাদ!
রাফি আরাফাত
পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম !
শামীম চৌধুরী
আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
আমি বৃষ্টি হোলাম।
তুমি রইলে সুখের দালানে
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।
নীলা আপু,
এবার আমরা বলছি আপনি হোন রোদ্রুর। আর বৃষ্টি ভেজা সব শুষ্ক করে দিন আপনার উষ্ণতায়।
খুব সুন্দর লেখেছেন আপু। পড়ে ভালো লাগলো্
নীলাঞ্জনা নীলা
এই গরমে যদি রোদ্দুর হই, তাহলে প্রচুর গালমন্দ খেতে হবে শামীম ভাই 😀। সেই রিস্ক নেবো কেন বলুন তো! 😁
চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। 🙏
রোবায়দা নাসরীন
আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
আমি বৃষ্টি হোলাম।
তুমি রইলে সুখের দালানে
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।
ভীষণ ভালো।
আরজু মুক্তা
আজ ভিজবোনা!!রৌদ্র চাই!!
অসম্ভব ভালো লাগলো!!
নীরা সাদীয়া
কী কোরে পারেন দি এত ভালো লিখতে? মুগ্ধ হয়ে পড়ি আর হারিয়ে যাই কবিতার মায়াজালে।
শামীম চৌধুরী
নীরা আপু.
আমার মনে হয়ে বলপেন দিয়ে দিদিভাই লিখেন।
হা হা হা…!!
রেজওয়ান
অসাধারণ এন্টিক লিখা লিভিং লিজেন্ডের❤
ইলিয়াস মাসুদ
খুবই সুন্দর নীলাদি, কবিতার ভেতরে সেই সময়ের তিব্র গন্ধ আছে। শুভ কামনা
ছাইরাছ হেলাল
তোমাকেই ভেবে কবিতা লিখি
কবিতায় আঁকি তোমার-ই ঐ মুখ
দিবানিশি, স্বভাবী স্বভাবে।
চোখ মেলে থাকি নয়ন পানে
এখন-ই এলে বুঝি আপন মনে
হাসিতে হৃদয় জুড়িয়ে।
মেয়ে ভাব নিতে চাইলাম!!
আবু খায়ের আনিছ
কি লিখব বুঝে উঠতে পারছি না, রোদ বৃষ্টি সব গেলে চিঠিটাই যে পকেট থেকে বের করা হল না।