খুব সাধারন , সরল একজন মানুষ । ইচ্ছে করেই নাম পরিচয় জিজ্ঞেস করিনি। হয়ত পরিচয় জানাশোনা হলে এই স্মৃতি টুকু পাল্টে যেতে পারে এই ভয়ে । কত অল্পতে একজন মানুষ খুশি হতে পারে , তা এই মানুষটি একটি উদাহারন। মাঝে মাঝে দেখি আমি ছবিটি ।

মোবাইল কিনতে গিয়ে ক্যামেরা ঠিক ভাবে কাজ করে কিনা ছবি তুলে দেখতে হবে
দোকানের সামনে দাঁড়ানো ছিলেন উনি
একটি ছবি তুলি আপনার ?
কেন নয় ?
মোবাইল তাঁর দিকে তাক করতেই – দাড়ান , একটু ফিটিং করে নেই
আচ্ছা করেন
বুকের বুতাম লাগালেন
আপনার কাছে চিড়ুনি আছে ? বললেন উনি
না নেই , আমি আংগুল দিয়ে মাথা আঁচড়াই বাইরে বের হলে ।
আচ্ছা লাগবে না , বলে দুই হাত দিয়ে মাথার উপর কিছুটা ঘষলেন ।
মাথায় যে চুল নেই , এটা তিনি ভুলে গেছেন মনে হয় ।
তুলেন এবার ।
মোবাইল উচু করলাম
দাড়ান দাড়ান , আমি হাসি দিয়ে নেই , বললেন উনি
আচ্ছা হাসুন
নিন তুলুন এবার
ক্লিক ক্লিক
দেখি কেমন এসেছে ছবি  🙂
খুব সুন্দর এই যে দেখুন —-

নিজের ছবি দেখার পরে তাঁর মুখে যে হাসি আর আনন্দ দেখেছি , আমার এই জিবনে দেখা সেরা আর নির্মল আনন্দ মাখানো মুখের হাসির মাঝে সে হাসি অন্যতম ।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ