
মানুষে মানুষের সেতুবন্ধন কোথায় আজ?
যখন অনাহারে মুখ থুবড়ে পড়ে থাকে পিতার অসাড় দেহ,
তখন তুমি জমকালো রেঁস্তোরায় বুফেতে খোঁজো গরম খাবার।
একটুকরো গরম কাপড়ের অভাবে যখন দেখি
কুঁকড়ে পড়ে আছে রাস্তায় শিশু!
তখন তুমি এ্যালশেসিয়ান কুকুরের জন্য আরাম খোঁজ শপিং মলে!
যখন শিবির হটাও মিছিলে কোনো যুবকের দেহ ব্যাটের আঘাতে আঘাতে রক্তাক্ত।
তখন তুমি হো হো করে হেসে ওঠো!
খুনের উন্মাদনায়।
সন্তানহারা মায়ের আর্তনাদে আকাশ ভারি হলেও সেখানে শকুন ওড়ে রোজ।
অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকে মানবতা!
ক্ষেপাটে বিবেক মাথাচাড়া দিয়ে ওঠার আগেই
নিক্ষিপ্ত হয় আস্তিক নাস্তিকতায়।
ফাঁশির মঞ্চ সাজাও নিজের হাতে।
দুধেভাতে সোনালি স্বপ্নেরা মেরুদণ্ডের হাড় ভেঙে
রক্ত চুষে নেয় প্রতিনিয়ত।
কথা রাখার প্রতিশ্রুতি আকাশের চাঁদ হয়ে আকাশেই থাকে।
ছেলে ভোলানো গল্পের মত।
শুধু উঁচুতলার মানুষের জীবনের বদল হয় আমজনতার জীবনের দামে !
একাত্তরে হানাদারদের হিংস্রতা আজো জেগে ওঠে পুরুষত্বের চাহনিতে।
স্বাধীনতার পতাকা হাতে যে নারী সেও ধর্ষিতা হয়
স্বদেশী ভাইয়ের হাতে।
উঁচু তলার মানুষের চোখ থাকে আকাশের দিকে
পথের ধুলায় মুখ থুবড়ে পড়ে থাকে নিচু তলার মানুষ।
জাতের বিচার করি শুধু জামা আর কাপড়ে।
ভুলে যাই ভ্রাতৃত্ববোধ ভুলে যাই মানবাতা।
রক্তের রং টা লাল জানিনা কার কখন তার প্রয়োজন হবে।
সাড়ে তিনহাত জমিনের ভাগ কেউ না বেশি পাবে।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে আপু। শুভ কামনা রইলো
শিরিন হক
ধন্যবাদ আপু
অনন্য অর্ণব
শিবির হঠাও আন্দোলনেই কেবল রক্তাক্ত হতে দেখেছেন কবি, আর কোথাও রক্ত ঝরতে দেখেন নি💔
শিরিন হক
একটা উদহারণ সব কিছুকে বুঝাতে পারে। তরুন সমাজের যখন ১৫, ২০জন ছাত্র একটি আফনাকে পিটিয়ে হত্যা করে তাও আবার সেরা কোনো শিক্ষাঙ্গনে তার চেয়ে বড় উদাহরণ আপনার কাছে থাকলে বইলেন পরের কবিতায় লিখেদেবো।এখানে ছাত্র সমাজের অবক্ষয় বুঝাতে আর কিছু খুঁজে পাইনি ভাই।
সাদিয়া শারমীন
অসাধারণ। এভাবে ক’জন ভাবে?
শিরিন হক
ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
মানবতা আজ অন্ধকারে মুখ থুবড়ে পড়ে আছে আর গুমরে গুমরে কাঁদে মরছে।
চমৎকার উপস্থাপন। মুগ্ধতা অনিমেষ
শিরিন হক
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
সমাজের উচু নিচু ভেদ যেমন ছিল তেমন-ই আছে,
থাকবে তেমন বলেই মনে হয়।
শিরিন হক
আল্লাহ হেদায়াত করুন সবাইকে
মনির হোসেন মমি
শেষ পর্যন্ত সাড়ে তিন হাত মাটি ছাড়া আর কিছুই সঙ্গে যাবে না এই সত্যটা সবার মনে থাকলে কেউ আর অপরাধ করবে না বা অপরাধী হবে না। আপনার কবিতায় মানবতার জয়গান বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন।
ক্ষেপাটে বিবেক মাথাচাড়া দিয়ে ওঠার আগেই
নিক্ষিপ্ত হয় আস্তিক নাস্তিকতায়।
ফাঁশির মঞ্চ সাজাও নিজের হাতে।
শিরিন হক
মন্তব্যের জন্য ধন্যবাদ।আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই।
তৌহিদ
এতকিছুর পরেও আমরা সম্পদের দিকেই ছুটছি। মুখে অনেক বড় বড় কথা বললেও চারপাশের দুর্দশাগ্রস্তদের দিকে তাকাইওনা।
মানুষ হিসেবে অন্য মানুষকে মুল্যায়ন করা উচিত।
শিরিন হক
এটা নৈতিক মুল্যবোধের অভাব।সত্যি কষ্ট হয় খুব। কিছু করার ক্ষমতা নেই আমার তবে যতটুকু পারি মানুষর জন্য করি। যখন পারিনা লিখে যাই…
আরজু মুক্তা
আমরা নিজেরাও অসহায়। বিবেক নিদ্রিত। শুধু চোখ বুঝি। মানবতা বুঝিনা
শিরিন হক
একদম আপু ধন্যবাদ মন্তব্যের জন্য
সুপায়ন বড়ুয়া
“ একাত্তরে হানাদারদের হিংস্রতা আজো জেগে ওঠে পুরুষত্বের চাহনিতে।
স্বাধীনতার পতাকা হাতে যে নারী সেও ধর্ষিতা হয়
স্বদেশী ভাইয়ের হাতে। “
রুখে দাড়াও বাংলাদেশ
ধর্ষকের দিন শেষ !
অসাধারন , চালিয়ে যান !
কামাল উদ্দিন
………….সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, এই কথার উপর আমার অগাধ বিশ্বাস। আজকে আমরা টাকা পয়সায় কিংবা ধর্মীয় বিবেচনায় কিংবা দলীয় বিবেচনায় মানুষকে মূল্যায়ন করিনা তথা তাদের সমস্যায় খুশি হ্য় এটা কখনো মানবতার পর্যায়ে পড়ে না। আমাদের সবার মানবতাবাদী বিবেক জাগ্রত হোক।
নুরহোসেন
চমৎকার কবিতা দারুন লিখেছেন।
মাহবুবুল আলম
মানবিক কবিতা। নিরন্তর শুভেচ্ছা!