
একটি কলম আমার চাই-ই, ব-কলম হলেও!
নেহাৎ শাদামাটা ঝরনা কলম, রং-ঢং করা ওয়াটার জেল/অয়েল জেল না।
বিলিভ মি/আস, তিন তিনটে সত্যি করে বলছি;
নিবের মাথায় ঝুলে থাকবে আস্ত-মস্ত কাঞ্চন জঙ্ঘা, জুল জুল করে তাকিয়ে।
ঈষৎ চেপে রাখা সলাজ সজল উজ্জ্বল স্ফটিক-হাসিতে।
হাভাতে, হাড়ি হাড়ি ভাত, তবক-পান, ফুচকা, চটপটি, ডাব, চানাচুর,
তেঁতুল চাটনি খেকো কলম, বিনা নোটিশে হাগু-মুতু করা
ফষ্টি-নষ্টি করা ত্যাঁদড় কলম!!
নাহ্, সে আমি/আমরা কিচ্ছুতে কিছুতেই চাই না! দিব্যি।
পাতিয়ে পাতানো ইকড়ি-মিকড়ি, ছি-বুড়ি খেলা, রদ্দি মার্কা কলম!
প্রকাশ্যতা এড়িয়ে ইন-বক্সে সটান ছিনায় হেব্বি গর্জন,
লেখেঙ্গি হাম, দেখলো, ইয়ে কত্ত বড়া খ।
অকস্মাৎ ডুব মেরে নেটওয়ার্কের বাইরে,আবার ভুস করে ভেসে উঠে
এই, এই যে, এই যে, ঘোর চৈত্রে নেখানেখি করা সহজ কোন কাজ-না,
লেখা বিরহের আ-তীব্র ব্যথা নিয়ে খুঁজছি মোপাইল/কলম,
এই এখুনি আছড়ে ফেলে গুড়ো গুড়ো করে পোস্টমর্টেমে দেখে নেব
কোথায় নুকিয়ে থাকে নচ্ছার নেখারা;
আহা কাঞ্চন!!! আহা কাঞ্চন জঙ্ঘা!!
ehan bhat এর গান শুনুন।
ছবি নেটের।
২২টি মন্তব্য
বন্যা লিপি
এমন চৈত্রের আকালের দিনে আপনে বকলমে পিছে লাগছেন দেখে মন ভালো হয়ে গেলো মহারাজ। আমারও একখান কলম (নতুন) কলম চাই- চাই-ই-চাই। আর চাই দিস্তা দিস্তা সাদা কাগজ।কলমের নিব থেকে ঝর্ণার মত কুল কুল করে বেরোবে নেখা জোকা…. আমি বড় বেঁচে যাব সুস্থির মত।
গজিয়ে ওঠা কচি ধানগাছের মধ্যে আমি বেশ দৌঁড়াতাম….. ওই যে মনে আছে! গার্লস স্কুলের পাশেই একসময় ধানক্ষেত ছিলো! ওখানে। ফড়িং এর পিছু ছুটতাম,মহা আনন্দ নিয়ে। এই শব্দগুলো যেন সেই সবুজ ধানক্ষেতের মত মনে হলো, আমি দৌঁড়লাম বেশ খানিকটা, অনেকদিন পরে…..
ছাইরাছ হেলাল
আপনাদের সাথে, আপনার মত আমি একটু দৌড়ুতে চাই।
যেটুকু যতটুকু সাধ্যে কুলোয়। ভাগ্যিস বলে ফেলে নি, কিছু তো বুজতে পারলাম না!!
কলম আমাদের চাই-ই সে যেমন করেই হোক না কেন! আপনার তো আছেই, ছিল যেমন।
ভাল থেকে সবুজে দৌড়ুন, এ কামনা করি।
পপি তালুকদার
একটি কলম চাই-
যে কলমে ঝরবে হৃদয় নিড়ানো সকল অব্যক্ত কথা।
বিচিত্র কলমের ঘিরে সাদামাটা একটা কলম।
সাদামাটা জীবন কে তুলে আনবে আমার সেই কলম।
কলম চলবে নিজের ছন্দে জীবনের কথা বলে…
ছাইরাছ হেলাল
এমন কিন্তু আমার চাই-ই, শুধু ঠিকানা বলে দিলেই নিজে থেকে বয়ে নিয়ে আসবো।
আপনি ভাল থাকবেন লিখে লিখে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন
’কলম যখন জীবনের কথা বলে
প্রতি অঙ্গ অতি উচ্ছ্বাসে
স্মৃতির সায়রে জ্বলে’
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য শুভেচ্ছা আপনাকে।
ইঞ্জা
লেখা বিরহের আ-তীব্র ব্যথা নিয়ে খুঁজছি মোপাইল/কলম,
এই এখুনি আছড়ে ফেলে গুড়ো গুড়ো করে পোস্টমর্টেমে দেখে নেব
কোথায় নুকিয়ে থাকে নচ্ছার নেখারা;
আহা কাঞ্চন!!! আহা কাঞ্চন জঙ্ঘা!!
আহা আহা কি লিখলেন কুবিরাজ, মন্ত্রমুগ্ধ হয়ে রইলাম।
ছাইরাছ হেলাল
ধুর, মনের কথা লিখি, এর বেশী কিছু না।
ভাল থাকুন, ভাই।
ইঞ্জা
মনের কথা যদি এতো সুন্দর মহোময় হয়, তাহলে চলুক বাক বাকুম।
আপনিও ভালো থাকবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, ভাই।
প্রদীপ চক্রবর্তী
এ যেন চৈত্রদগ্ধ প্রেম!
কেবল চাই।
কলমে আসুক আছে যত অব্যক্ত কথন।
সকলি হোক প্রস্ফুটিত।
.
বেশ লিখলেন, দাদা।
ছাইরাছ হেলাল
আপনি ঠিক ই বলেছেন, কলম চালু থাকুক নিজ গতিতে নিজ নিজ
জানা অ-জানা গন্তব্যে।
আরজু মুক্তা
এই ব কলমই তো আমাদের শেষ করেছে। জানা নেই দেখা নেই শুধু হৈ হলুস্থুল। খালি কলস বাজে বেশি।
নিবের মাথায় এমন করে কাঞ্জন জঙ্ঘা বা এরকম দারুণ কিছু থাকলে মন্দ হতো না। হুসহাস শব্দ বেরিয়ে একটা ন্যাচারাল কবিতা হতো। কিছু না হোক। কৃত্রিমতা থাকতো না।
চৈত্রের কালবৈশাখী ঝড়টা এলো মনে হয়।
লেখার তীব্র আকাঙ্খা আবার জেগে উঠুক।
ছাইরাছ হেলাল
আপানার এ মন্তব্যের উত্তর দিতে অপরাগ কী না কী লিখে ফেলবো!!
ঝড় কিন্তু চালু হয়েই গেছে, এখন তো বোশেখ-ই।
লেখা চালু থাকুক/থাকবে এমন আশাই আমাদের।
সিসিফাস কে তো জানি ই, অল্প করে হলেও।
ভাল থাকবেন, সাবধানে থাকবেন।
তৌহিদুল ইসলাম
লেখাদের কি আর অত্ত সাহস আছে লুকিয়ে থাকবে আপনার কাছ থেকে? ব-কলম শব্দে হলেও প্রকাশিত হোক খেরো খাতায়।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
মনের কথা বলা-বলি করি আনন্দ-বেদনা, সীমিত সামর্থে।
আপনার জন্য অ শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আপনার অশুভ কামনা ও আমার জন্য দোয়া বৈকি!
ছাইরাছ হেলাল
টাইপো হয়েছে, ও লিখতে গিয়ে অ হয়ে গেছে।
ইদানিং ফোনেটিকে আমার সমস্যা হচ্ছে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বকলম হোক আর কলম হোক আমার আপাতত একটা চাইইইইই চাই। এছাড়া কোনো উপায় নেই। আপনি পেলে আমাকে দিয়ে দিয়েন। আপনার মতো লেখকের এসব কলম/টলম ফ্যাক্ট নয়, কাঞ্চনজঙ্ঘা নিবের মাথায় জমা হতে বাধ্য। অবিরাম শুভেচ্ছা জানিয়ে গেলাম। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
এত এত কথা মানছি-না, কলম আমার চাই ই।
আমি কুন লেখক-ফেখক কিচ্ছু না।
আপনি ও ভাল থাকবেন, লিখে লিখে।
হালিমা আক্তার
কলম আর ব কলম একটা হলেই হলো | ঝর্ণা বা ওয়াটার জেল | চৈত্রে না হোক বসন্তে লেখা হবে গল্প কবিতা |
শুভ কামনা |
ছাইরাছ হেলাল
আপনারা সাথে থাকলে চেষ্টার কমতি থাকবে না।
ধন্যবাদ আপনাকে।