কলম একটি চাই-ই

ছাইরাছ হেলাল ৩ এপ্রিল ২০২১, শনিবার, ০২:৫৭:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

একটি কলম আমার চাই-ই, ব-কলম হলেও!
নেহাৎ শাদামাটা ঝরনা কলম, রং-ঢং করা ওয়াটার জেল/অয়েল জেল না।
বিলিভ মি/আস, তিন তিনটে সত্যি করে বলছি;
নিবের মাথায় ঝুলে থাকবে আস্ত-মস্ত কাঞ্চন জঙ্ঘা, জুল জুল করে তাকিয়ে।
ঈষৎ চেপে রাখা সলাজ সজল উজ্জ্বল স্ফটিক-হাসিতে।

হাভাতে, হাড়ি হাড়ি ভাত, তবক-পান, ফুচকা, চটপটি, ডাব, চানাচুর,
তেঁতুল চাটনি খেকো কলম, বিনা নোটিশে হাগু-মুতু করা
ফষ্টি-নষ্টি করা ত্যাঁদড় কলম!!
নাহ্, সে আমি/আমরা কিচ্ছুতে কিছুতেই চাই না! দিব্যি।

পাতিয়ে পাতানো ইকড়ি-মিকড়ি, ছি-বুড়ি খেলা, রদ্দি মার্কা কলম!
প্রকাশ্যতা এড়িয়ে ইন-বক্সে সটান ছিনায় হেব্বি গর্জন,
লেখেঙ্গি হাম, দেখলো, ইয়ে কত্ত বড়া খ।

অকস্মাৎ ডুব মেরে নেটওয়ার্কের বাইরে,আবার ভুস করে ভেসে উঠে
এই, এই যে, এই যে, ঘোর চৈত্রে নেখানেখি করা সহজ কোন কাজ-না,
লেখা বিরহের আ-তীব্র ব্যথা নিয়ে খুঁজছি মোপাইল/কলম,
এই এখুনি আছড়ে ফেলে গুড়ো গুড়ো করে পোস্টমর্টেমে দেখে নেব
কোথায় নুকিয়ে থাকে নচ্ছার নেখারা;

আহা কাঞ্চন!!! আহা কাঞ্চন জঙ্ঘা!!
ehan bhat এর গান শুনুন।

ছবি নেটের।

৯১৫জন ৭৬৪জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ