ইদানীং খুব অলস হয়ে গেছি। কিছুটা না, একটু বেশিই ফাঁকি দিচ্ছি ব্লগে। গত মাস থেকে এখন পর্যন্ত যত গুলো পোস্ট দিয়েছি তার অর্ধেক কমেন্ট বা রিপ্লাই দিতে পারিনি। সত্যিটা বললে হয়ত একটি অজুহাত তৈরী করা যায়। কিন্তু নিজের দৈন্দিন কাজের ফিরিস্তি আর যাইহোক অজুহাতে রাখা ঠিক না 🙂
সারাদিন কাজের পর শারীরিক এবং মানসিক শক্তি চলে আসে শূন্যের কোঠায়। ব্লগে এসে যে কয়টা নতুন পোষ্ট প্রকাশ পায় তা পড়ি। পোষ্ট কম আসলে মনের মাঝে কোনো লেখা ঘুরঘুর করলে তা লিখে খসড়ায় রাখি। শীতের দিন কখন সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারিনা।
আমি মুলত সময় পাই রাতে। বারোটার পর থেকে শুরু হয় আমার নিজস্ব সময়। তখন ব্লগে আসা হয়। ফাঁকিবাজি মন্তব্য আমি দিতে পারি না। প্রতিটি পোষ্ট ভালো ভাবে পড়েই মন্তব্য দেয়ার চেষ্টা করি। এসব করতে করতেই অনেক সময় মাঝরাত পেরিয়ে যায়। এরপর আর নিজের লেখার মন্তব্যের জবাব দিতে শক্তি অবশিষ্ট থাকে না। মোবাইল অফ করে পরদিন সকাল ছয়টায় জাগার বাসনা নিয়ে ঘুমিয়ে পরি।
অথচ একজন ব্লগার নিজে পোষ্ট দিবেন, তার পোস্টের মন্তব্যের জবাব দিবেন। অন্যের পোষ্ট ভালো ভাবে পড়ে পোষ্ট অনুযায়ী মন্তব্য দিবেন। প্রতি মন্তব্যের জবাব আবশ্যক হলে তাও দিবেন। এমন হলেই তাঁকে পারফেক্ট ব্লগার বলা যাবে। সে হিসেবে বর্তমানে আমি সম্পুর্ন পারফেক্ট ব্লগার নই। কারণ আমি আমার পোস্টের মন্তব্য দিচ্ছি না। অথচ এটা আমার অক্ষমতা, তা অকপটেই স্বীকার করছি। আশা করছি আমি খুব দ্রুতই একদিন একজন পারফেক্ট ব্লগার হবো 🙂
নিজে না পারলেও মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি কয়েকজন ব্লগারের দিকে। সোনেলার উঠোনে তাদের তৎপরতা দেখে নিজের ঘাটতিটি বেমালুম ভুলে যাই। মনে হয় ইহাদের মাঝেই আমি বসত গড়িয়াছি 🙂
বর্তমানে সবার পোষ্টে গিয়ে মন্তব্য করে লেখককে উৎসাহিত করা, নিজে পোষ্ট লিখে প্রকাশ করা, নিজের পোস্টের মন্তব্যের জবাব দেয়া- এই সমস্ত ব্লগীয় যোগাযোগ টা করছেন আমাদের নিম্নলিখিত ব্লগারগণ।
সুরাইয়া পারভীন
সূপর্ণা ফাল্গুনী
ত্রিস্তান
রেহানা বিথী
তৌহিদ
শবনম মোস্তারি
কামাল উদ্দিন
সুপায়ন বড়ুয়া
ইসিয়াক
ফয়জুল মহী
সঞ্জয় মালাকার।
একটি কথা না লিখলেই নয়, এই তালিকার মধ্যে এমন কয়েকজন আছেন যারা ব্লগার হিসেবে অত্যন্ত নবীন। তাঁদেরকে কেউ বলে দেয়নি ব্লগে কি কি করতে হবে, নিজেরাই দায়িত্ব নিয়ে বুঝে গিয়েছেন, ব্লগে কি করতে হবে। প্রিয় এই ব্লগারদের সোনেলার উঠোনে সার্বক্ষনিক বিচরণ করতে দেখে আমি মুগ্ধ হই। ভালো লাগায় মন পরিপূর্ণ হয়ে ওঠে।
বর্তমানে যারা লিখছেন সোনেলায় , তাদের সবার নাম এখানে দিতে পারলে আমার অসম্ভব ভালো লাগতো। হয়ত অচিরেই আমি সবার নাম লিখে এমন একটি পোষ্ট দিতে পারব এই আশা রাখি। প্রতি দিনই নতুন নতুন ব্লগার আসছেন সোনেলায়। আমাদের সোনেলার ‘ ডেইলি ইউনিক পেইজ ভিউ অতীতের যে কোন সময়ের চেয়ে বেশী বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে ব্লগ মডারেটরগণ ভালো মনে করলে পোষ্ট দিয়ে জানাতেও পারেন।
পরিশেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালোবাসায় ভরে থাকুক সোনেলা ব্লগ পরিবার।
শুভ কামনা অফুরান 🌹🌹
৭০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
যাদের দিকে তাখিয়ে আছেন মুগ্ধ নয়নে
তারা করে নিয়ত বিচরন সোনেলা ভুবনে।
তাদের জানাই অভিবাদন নিতাইদা সহ
সাথে যিনি ব্লগার খুঁজে চাতকের বেশে
আপন হৃদয়ে যায় ভালবেসে
তাকেও জানাই শুভেচ্ছা অভিবাদন
ও নিরন্তর শুভ কামনা।
ত্রিস্তান
এমন মন্তব্য করলে মন্তব্যের জবাব না দিয়ে পারা যায় না। অসাধারণ সুন্দর ভাবে অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ দাদাভাই 😍
সাবিনা ইয়াসমিন
@ ত্রিস্তান, আপনার ভাবনা একদম সঠিক। এই মন্তব্যের জবাব না দিয়ে পারা যায় না 😊😊
সুপায়ন বড়ুয়া
আপনাকে সুস্বাগতম ও শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
@ সুপায়ন দাদা, আপনার আগমনে সোনেলার রঙ দ্বিগুণ হয়ে গেছে। ছন্দে-কবিতায় আপনার মন্তব্যগুলি পড়লে আনন্দে মন ভরে যায়।
শুভ কামনায় থাকুন সারাক্ষণ 🌹🌹
আর হ্যা, ইদানীং আপনিও অলস হয়ে গেছেন, নতুন লেখা দিচ্ছেন-ই না 🙁
সুপায়ন বড়ুয়া
নতুন কিছু লিখব বলে
প্রতিদিন-ই ভাবি।
কলম আর দেয় না ধরা
আজ সময়ের দাবি।
ধন্যবাদ। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কলম কি ইচ্ছে করে ধরা দেয়? সর্বশক্তি নিয়ে কলমকে ধরে ফেলুন, লেখা না এসে যাবে কই? 🙂
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব ভালো লাগলো নিজের নামটা এখানে দেখে। সব লেখক লেখিকারা চায় তাদের লেখার মূল্যায়ন হোক। আমি ব্লগে এই প্রথম, সবকিছু নতুন। এখানে ইকরাম দাদা ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ । আমি সবসময় যা পেলে খুশি হই,তা অন্যকে দেবার চেষ্টা করি। কারন আমি নিজেকে দিয়েই সবকিছু বুঝি । লেখালেখি পড়ার নেশা ছোটবেলা থেকেই। এখন আর তেমন টা পারিনা। ইদানিং ব্লগের কারনে নেশাটা বেড়ে গেছে। নিজের লেখার মূল্যায়ন পেয়ে ভালোলাগাটা দ্বিগুণ হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা নিঃসন্দেহে ক্ষুরধার। তেমনি আপনার কমেন্ট পড়লে একাধারে মুগ্ধ এবং অবাক হই। প্রতিটি পোস্ট পড়ে অত্যন্ত সুন্দর মন্তব্য দেন সব সময়, যা একজন লেখককে পরবর্তী লেখায় উৎসাহিত করে। সোনেলার উঠোন ধন্য আপনার মতো ব্লগার এখানে পেয়ে।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ❤❤
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 🌹🌹🌹
ত্রিস্তান
কৃতার্থ চিত্তে তব অঞ্জলী বরি-
দহন সন্তরণ মম হৃদ – সঞ্চারী
ওহে সুহৃদ ওহে মোর বৃন্তি স্বজন
স্বমহিমায় সাজাই চলো সোনেলা অঙ্গন।।
শুভ কামনা নিরন্তর আপু❤️
সাবিনা ইয়াসমিন
ত্রিস্তান নেমেছেন সোনেলা বিজয়ে.
কবিতা ঝড়ে উড়িয়ে দিবেন সোনেলার মাটি!
উহু মাটি নয়,
রাশি রাশি সোনালী অক্ষরে স্বর্ণাভ হবে ভালোবাসার সোনেলা-অঙ্গন…
শুভ কামনা অহর্নিশ 🌹🌹
ছাইরাছ হেলাল
কী বলতে গিয়ে কী বললেন!
বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন! বুঝিয়ে বলুন!
এই দিন, দিন না! আরও দিন আছে/ছিল!
সাবিনা ইয়াসমিন
কি বলছেন! বুঝলাম না কিছুই। 🙁
কেম্নে কি? আজকে ভাতের বদলে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন নাকি মহারাজ?
তৌহিদ
আমার ছবিও আছে দেখছি!! তবে আপনার কথা বলুন আগে। নিজের ফাঁকিবাজি কি হালাল করে নিলেন নাকি 😃😃
এখনকার আমাদের অনেক ব্লগার নিজেরাই নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছে আর এ বিষয়টি আনন্দের কিন্তু। সবারই জন্য তারা অনুসরণীয়।
ভালো থাকবেন আপু। কখনো যেন মনে না হয় আমাদের সোনেলার সোনালি ম্যাডাম ব্লগে নেই।
তৌহিদ
মহারাজের নাম এড়িয়ে গিয়েছেন কি? তিনিওতো সবার লেখাতেই মন্তব্য করেন☺
সোনালী কে চিনিয়ে দিন ☺
তৌহিদ
পেয়েছি পরিচয়। ত্রিস্তান, সোনালী আপনারা আকিকা দেন নাইতো তাই চিনতে পারিনি। ☺
সাবিনা ইয়াসমিন
এখানে মডুদের নাম দেইনি। তাদের কাজই মন্তব্য করা, তাদেরকে কেন আমার মহা মুল্যবান(!?!) পোস্টে আনবো!
হাহাহা, তাহারা গত রাতেই নাম রাখা রাখির উৎসব সম্পাদন করেছেন বেদুইন ভাই। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কিন্তু তাহারা আমাকে একটা জিলাপির ভাগও দেয়নি 🙇🙇
সাবিনা ইয়াসমিন
সুরাইয়াকে জিলাপির ভাগ দিবো না কখন বললাম! বলেছি সোনালীকে দিবো না 😀 কারন সোনালী ত্রিস্তান জিলাপি খায়না, বানায় 😜😜
সাবিনা ইয়াসমিন
ব্লগে দেখি ফাঁকিবাজির কোনো সিস্টেম নেই!
এত ইনিয়েবিনিয়ে পোস্ট দিলাম, তবুও ধরা খেলাম বেদুইনের চোখেই!! 😜😜
তৌহিদ
হ্যা হ্যা ঠিক করেছেন। মডুদের কাজইতো তাই ☺
তাইতো বলি জিলাপির স্মেল আসে কোথা থেকে? এইবার বুঝলাম। আপনাকে গুড়ের জিলাপি খাওয়াবো কেমন? ☺
সাবিনা ইয়াসমিন
আচ্ছা আচ্ছা, তারাতাড়ি গুড়ের জিলাপি নিয়ে আসুন কালপুরুষ ভাই। ত্রিস্তান আর সোনালীকে দেখিয়ে দেখিয়ে খাবো 😀😀 আর তাদের বুঝিয়ে দিবো আমরা নাম না পাল্টিয়েও জিলাপি খেতে জানি, হুহ 😎😎
তৌহিদ
আমার নাম কালপুরুষ দিয়ে দিলেন!! বাপরে! সম্মানিত বোধ করছি। শততম পোস্টের অভিনন্দন আপু।
সোনালার উৎসাহক হিসেবে আপনার এমন পোস্ট ধন্যবাদ পাবার যোগ্য।
সুরাইয়া পারভীন
গুড়ের জিলাপি আমার অনেক প্রিয়
আর আপনারা দেখিয়ে দেখিয়ে খাবেন😭😭
খুব খুব খুব পচা তো আপনারা
সাবিনা ইয়াসমিন
হু, এখন থেকে আপনাকে কাল পুরুষ ভাই বলেই ডাকবো। নট আদাভাই, নট দুলাভাই। অনলি কাল পুরুষ ইজ্রিয়েল 😀😀
তৌহিদ
ওকে অকে ☺
ফয়জুল মহী
আমি নবীন এখানে। তাই প্রবীণ হতে শিখতে চাই। সিস্টার ভালোবাসা দিয়েছেন,অকৃত্রিম ভালোবাসা নিন।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা নিলাম। 🙂
এখন তাড়াতাড়ি নতুন লেখা দিন। প্রবীণ হতে হলে রোজ রোজ লেখা দিতে হয় কিন্তু 🙂 🙂
কামাল উদ্দিন
সময় নিয়ে ব্লগ পড়া এবং স্বাস্থ্যবান একটা মন্তব্য দেওয়ার মতো সময় করে নেওয়া সত্যিই কঠিন। তবে আপনি তো আপু সব সময়ই স্বাস্থ্যবান মন্তব্য করে থাকেন………..শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
আমি রেগুলার দুইবেলা ভাত খাই, সাথে যতবার আপনার সাথে চট্রগ্রামের দিকে হাটতে যাই পথে যাকিছু বিক্রি হয় ওগুলোও খেয়ে ফেলি 🙂
কমেন্ট মোটাতাজা হওয়ার রহস্য কিন্তু জানিয়ে দিলাম রেলগাড়ি ভাই 😜😜
কামাল উদ্দিন
আমরা অনেকটা তাই করেছি আপু, সামনে যা পেয়েছি তা খেয়েই দিন পার করেছি। কিন্তু মোটা তাজা মন্তব্য দেওয়ার শক্তি সাহস এখনো যোগাতে পারিনি।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আপনার কমেন্ট কিন্তু মোটাতাজা হয়েই গেছে নাদুসনুদুস কমেন্টার ভাই 🙂
দেখুন, কত্তো বড় কমেন্ট দিয়ে ফেলেছেন 😀😀
জিসান শা ইকরাম
আজকাল পোলাপানের কি যে হইলো ! সারাদিন শুধু ব্লগ আর ব্লগ 🙂
এদের খেয়ে দেয়ে আর কাজ নেই? ব্লগ দিয়া এত ইন্টারনেট চালাইলে নাওয়া খাওয়া দাওয়া ঘুম কখন করবে? 🙂
যে কজনের কথা বললেন, সত্যিই এনারা সোনেলার উঠোন মাতিয়ে রাখছেন। কাউকে কিছু বলতে হয়নি, মনে হয় যেন এনারা সবাই স্বভাব ব্লগার। ব্লগারের সহজাত বৈশিষ্ট নিয়েই এসেছেন সোনেলায়। নিজে নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন কিভাবে ব্লগিং করতে হবে। যা দেখে আমারো ভালো লাগে খুব। সোনেলার বর্তমান জনপ্রিয়তার জন্য এই কজনার ভূমিকা উজ্জ্বল হয়ে থাকবে সোনেলার ইতিহাসে।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ত্রিস্তান আর সোনালী নাম দেখে মাথা আউলা ঝাউলা হয়ে গেছিল, এরা আবার কারা! পরে বুঝতে পারছি।
এমন প্রণোদনা মূলক পোষ্টে আপনাকেই মানায়।
ধন্যবাদ এমন পোস্টের জন্য।
সাবিনা ইয়াসমিন
ত্রিস্তান সোনালী আমাদের ব্লগের বর্তমান রাজকীয় অবস্থানে আছেন। তাদের নিয়ে এভাবে ব্যাঙ্গ করা ঠিক না। 😀😀
নিয়মিত পোস্ট-কমেন্ট দিয়ে সোনেলার প্রবীণদের দেশ/ বিদেশে ঘুরাঘুরির সুযোগ দিচ্ছেন নবীণেরা। তাই ধন্যবাদ, অভিবাদন তাদের প্রাপ্য। কোন সাহসে তাদের বঞ্চিত করবো!!
জিসান শা ইকরাম
ব্যঙ্গ করিনিতো। প্রশংসা করলাম ম্যাডাম।
আপনাকে সহ সবাইকেই বলেছি ( আমাকেও ) যে সারাদিন ব্লগ ব্লগ করেন 🙂
দেশ বিদেশ ঘুরাঘুরি পর্ব শেষ হবে অতি দ্রুতই,
যাদের কথা লিখেছেন তারা সবাই সোনেলার উঠোন মাতিয়ে রাখছেন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
হ্যা, তারা এখন পোস্ট+ কমেন্টে নিজেদের সোনেলার অন্যতম এবং অবিচ্ছেদ্য ব্লগার হয়ে উঠেছেন।
ব্লগে শিগগির ফেরার ঘোষণা দেয়ার জন্যে ধন্যবাদ আপনাকে,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে দেশে ফিরুন।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
কামরুল ইসলাম
অভিনন্দন সবাইকে, প্রাণ ঢালা
তাদের তরে আমার ক্ষুদ্র কথা মালা
সুখে দুখে থাকি যেন সোনেলার আঙিনা জুড়ে
বিনা সুতার বাঁধনে, একাগ্রতায় সকাল সন্ধ্যা ভোরে ।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনিও একজন সোনালী মানুষ কামরুল ভাই। সোনেলার প্রিয় সব ব্লগারদের নিয়ে আমি আগামীতে আরও পোস্ট দেয়ার ইচ্ছা রাখি, ইনশাআল্লাহ আপনার নাম+ছবিও সেখানে রাখবো।
ভালো থাকুন,
শুভ কামনা অফুরান রইলো 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
আরে বাহ্! সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
সোনেলা আমাদের পরিবার। সোনেলাকে শীর্ষে নিয়ে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আপু+সোনেলা আপনাদের এত্তো এত্তো 💓💓💓
সাবিনা ইয়াসমিন
সোনেলার ব্লগাররা দায়িত্ব নিতে কার্পন্য করেননা বলেই সোনেলা ম্লান হবেনা কখনো। এভাবেই ভালোবেসে সোনেলাকে এগিয়ে নিয়ে যেও।
অনেক ভালোবাসা তোমাকেও,
ভালো থেকো ❤❤
ইসিয়াক
নিজের নামটি দেখে দায়িত্ববোধটা বেড়ে গেল ।
সবচেয়ে বড় কথা, সময় বের করাটাই আমার জন্য অনেক সমস্যা ।তারপরেও চেষ্টা করি সবার লেখা পড়তে। শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার নাম এখানে আনতে পেরে আমিও খুব খুশি হয়েছি ইসিয়াক ভাই। শত ব্যস্ততার মাঝে থেকেও নিয়মিত পোস্ট দিচ্ছেন, পাশাপাশি অন্যদের পোস্টে মন্তব্য দিয়ে সেরা কমেন্টকারীদের তালিকায় নিজের নাম যোগ করেছেন, এটা আমাদের ব্লগ পরিবারের জন্যে আনন্দের বিষয়।
ভালো থাকুন খুব, আর মিষ্টি মজার ছড়া-কবিতায় আমাদেরও ভালো রাখুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
ত্রিস্তান
মহামান্য মহারাজ এবং মাননীয় মর্ডারেটর মহোদয় মহোদয়াগণ দয়া করিয়া সোনেলার পরবর্তী মিলনমেলায় স্বর্ণকেশী সোনালীর সৌজন্যে স্পেশাল ইভেন্ট আই মিন “সোনালী আবৃত্তি সন্ধ্যা”/ “সোনালী সংগীত সন্ধ্যা”/”সোনালী বিতর্ক মঞ্চ”- ইত্যাদি শিরোনামে একটা ইভেন্ট চাই। না হলে
আগামী ঈদের পরে আবারো হরতালের ডাক দেবো 😄😄
সুরাইয়া পারভীন
এবার ক্ষ্যামা দেন
অনেক বাঁদরামি হয়েছে অলরেডি
👹👹👹
ছাইরাছ হেলাল
হরতাল খুব উপাদেয় হলেও সহজ লভ্য না।
একটি সন্ধ্যা/বিকেল আমরা চাইতেই পারি একজন মহানুভব কবির কাছে/কবিতার কাছে।
ত্রিস্তান
এবার সময় এসেছে ভাই মাননীয় মর্ডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লীজ।
ছাইরাছ হেলাল
আপনি ভরসা দিলে তাদের (মডুদের) আমরা অনুরোধ করতেই পারি!
পারি না?
ত্রিস্তান
তবে তাই হোক,, সমস্বরে আওয়াজ তুলি সবাই…
জিসান শা ইকরাম
“সোনালী আবৃত্তি সন্ধ্যা”/ “সোনালী সংগীত সন্ধ্যা”/”সোনালী বিতর্ক মঞ্চ”- ইত্যাদি শিরোনামে একটা ইভেন্ট চাই। না হলে
আগামী ঈদের পরে আবারো হরতালের ডাক দেবো 😄😄
সাবিনা ইয়াসমিন
@ মহারাজ, জিসান, ত্রিস্তান…এখানে কোনো গন্ডগোল করা যাবে না। কার কি চাই ওসব নিয়ে আলাদা পোস্ট দিন আপনারা।
এ্যাহঃ এখানে উনারা হরতাল করার পরিকল্পনা নিয়ে বসেছে, খেয়েদেয়ে আর কাজ নেই। শুধু শুধু মডুদের চোখে আমাকে কালার করার ফন্দি, হুহ 😏😏
ছাইরাছ হেলাল
এ………ক………শ…………ত……… পোস্ট কেমনে লেখে কে জানে!
জ্বি জ্বি! আমি সারাক্ষণ দাওয়াতের উপ্রেই থাকি।
সাবিনা ইয়াসমিন
জ্বি জ্বি, আমিও তাই ভাবি। একশ পোস্ট ক্যামনে লিখলাম! যেখানে আপনার পাঁচশো ওবেলাতেই কম্পিলিট!!!!
ওওওও আচ্ছা, পোস্ট পাঁচশো হওয়ার এই তাইলে রহস্য!! নিজে সারাক্ষণ দাওয়াতে থাকেন আর দাওয়াতের ঘ্রান বিতরণ করে পোস্টে!!!
সাধু সাধু 😀😀
রেহানা বীথি
নিজের ছবি দেখে প্রথমেই ঘাবড়ে গেছিলাম, কোনও অঘটন ঘটালাম নাকি?
বিস্তারিত পড়ে আবেগে আপ্লুত হলাম। ইয়ে…. একটা কথা…. বেশি আবেগে আর ভালোবাসায় আমি আবার কেঁদে টেঁদে ফেলি!
সবার জন্য শুভকামনা। এমন একটা পোস্ট দিয়ে আমাকে আবেগাপ্লুত করে দেয়ার জন্য সাবিনা আপুকে এত্ত এত্ত ভালোবাসা। এমনই ভাব-ভালোবাসায় ভরে থাকুক প্রিয় ‘সোনেলা’ , এই প্রত্যাশা সবসময়ের।
সাবিনা ইয়াসমিন
আপনার কমেন্ট দেখে আমারও চোখ ভিজে এলো! শুনেছি হাসি সংক্রামক হয়, এখন দেখছি আনন্দাশ্রুও কম সংক্রামিত নয়!!
অনেক অনেক ভালোবাসা বিথী আপু ❤❤
পর্তুলিকা
এখানে আমি নতুন। আশা রাখি আপনার আগামী শুভেচ্ছা পোস্টে আমার নামটাও থাকবে। আপাতত উল্যেখিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই।
সাবিনা ইয়াসমিন
আপনার নাম পোস্টে আনতে পারলে আমিও ভিষণ আনন্দিত হবো। নিয়মিত লিখুন, সবার পোস্টে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার আমার উভয়ের ইচ্ছাই পূর্ণতা পাবে।
ততোক্ষণ পর্যন্ত শুভ কামনা রইলো 🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা সবার জন্য।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকেও।
আমি খুব চাইছিলাম এই পোস্টে আপনার নামটিও যুক্ত করতে। কিন্ত আপনি সেই সুযোগ দিলেন না। ব্লগে আপনাকে পাওয়া যায়না। না পোস্টে, না কমেন্টের তালিকায় দশ জনের মধ্যে 🙁
আশা করছি নিয়মিত হবেন।
শুভ কামনা অবারিত 🌹🌹
শবনম মোস্তারী
আপু , আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে সবাইকে শুভেচ্ছা জানালেন।
আমার নাম টাও দেখছি । ভালো লাগছে। যদিও আমি সোনেলার উঠোনে এখনো শিশু হয়ে ই আছি.. 😃
আপনি আমাদের অনুপ্রেরণা….❤️
ভালোবাসার দৃঢ় বন্ধনে বাঁধা থাক সোনেলা..
সাবিনা ইয়াসমিন
কুঁড়ি থেকেই ফুল হয়, আর তুমি হলে ভোরের শিশির, যা ফুল-কুঁড়ির সৌন্দর্য বাড়ায়।
নিয়মিত হবার চেষ্টা করো প্লিজ,
আর খুউউব ভালো থেকো।
একরাশ ভালোবাসা তোমার জন্যা ❤❤
শবনম মোস্তারী
আপু, গুরের জিলাপী রেডি।
সবাই চলে আসেন ..😃😃
সাবিনা ইয়াসমিন
ওয়াও!! তাড়াতাড়ি রেসিপি নিয়ে হাজির হও।
এই শীতে গরম গরম জিলাপীর টেস্টই আলাদা 😀😀
তৌহিদ
আমি খাব আমি খাব ☺☺
নিতাই বাবু
ছবিতে আর লেখার মাঝে যাঁদের দেখলাম, তাঁদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যিনি পোস্ট করছেন, শ্রদ্ধেয় সাবিনা দিদির জন্য শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
অনেক শ্রদ্ধা ও শুভ কামনা আপনাকে নিতাই দাদা। ভালো থাকুন, দোয়া করি 🌹🌹
সঞ্জয় মালাকার
অসম্ভব ভালো লাগলো নিজের নামটা এখানে দেখে। সব লেখক লেখিকারা চায় তাদের লেখার মূল্যায়ন হোক।
আর দিদি সময় নিয়ে ব্লগ পড়া এবং স্বাস্থ্যবান একটা মন্তব্য দেওয়ার মতো সময় করে নেওয়া সত্যিই কঠিন। তবু দিন শেষে যখন কাজথেকে নি বাসায় ফিরি, তখন ব্লগে এসে সবার লেখা পড়ে দিনের ক্লান্তি ভুলে থাকার চেষ্টা করি মাত্র।
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকুন সবসময় আপনার জন্য রইলো কোটি কোটি শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনাদের দোয়া ও ভালোবাসা আমার ব্লগ লাইফের চালিকা শক্তি। আপনাদের নিরবিচ্ছিন্ন আন্তরিকতায় আমি সর্বদা মুগ্ধ হই সঞ্জয় দাদা।
অনেক শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্যেও 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি আপনাদের কাছে শিখেছি অনেক কিছু, যা কখনো কল্পনাও করি।
জানেন দিদি যে মানুষটার স্বপ্নছিল শিক্ষা,কখনো ভাবেনি হাতে কলমে কিছু লিখবে, আজ সে মানুষটা আপনাদের ভালোবাসা কাছে চির ঋণি, হাত ধরে শীখিয়েছেন পথ চলা, শিখিয়েছেন শিক্ষা ভালোবাসা।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
নাসির সারওয়ার
আফসোস, বড়ই আফসোস। ৬ বছরে অন্তুত ৬ টা লেখাতো দিয়েছি। তারপরও ছবি উঠলো না। আফসোসরে, কই তুই! আমারে তুল্লা নিয়ে যা।