আলোখেলায় মেতে ওঠে প্রাণ
*******************************
লোহার গায়ে হাতুড়ির আঘাত ভেসে আসে
ঠং…..ঠং…….ঠং………
বৃদ্ধের মত বসে থাকা কুয়াশাসকাল
হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
কে যেন গেয়ে ওঠে দূরে!
সেই গান শুনে শুনে
দেবদারু ছুঁয়ে সাদা পালক
খসে পড়ে মৃত্তিকার ওপর।
তারও অনেক অনেক পরে
আলোখেলায় মেতে ওঠে প্রাণ।
একা নয়, একসাথে।
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
আপনার কবিতা পড়ে “সলিটারি রিপার” কবিতার কথা মনপ পড়লো।
শুভকামনা!
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
আলো খেলায় মেতে ওঠে প্রাণ।
একা নয়, একসাথে।
এখানেই কবি’র কৃতিত্ব।খুব ভাল লাগল।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
কে যেন গেয়ে ওঠে দূরে!
সেই গান শুনে শুনে
দেবদারু ছুঁয়ে সাদা পালক
খসে পড়ে মৃত্তিকার ওপর।
..
দারুণ লেখনী দিদি।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
বন্যা লিপি
লেখার শিরোনাম পড়েই অনুধাবিত। সহস্র আলোয় জেগে ওঠে একসাথে সহস্র প্রানের আলো। অনুভবের মুগ্ধ প্রকাশ।
রেহানা বীথি
ভালোবাসা অনেক অনেক
ছাইরাছ হেলাল
অবশ্য-ই একা নয় ,
একসাথে-ই জেগে উঠুক প্রাণ আলো-খেলায়।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
ছোট হলে কি হবে! কবিতার ভাবের ব্যপ্তি অনেক গভীর। লেখা ভালো লেগেছে আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
আলোখেলাতে সবসময় আপনার প্রান মেতে উঠকু।
রেহানা বীথি
ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
ভোরের শুরুটা যদি সুন্দর-সুজনের সাথে হয়, তবে ক্রমশ আলোয় প্রান মেতে উঠবেই। একসাথে 🙂
দারুন অনুভব ❤❤
রেহানা বীথি
অনেক ভালোবাসা
সুরাইয়া পারভিন
চমৎকার অনু কবিতা
কথা গুলোর গভীরতা ব্যাপক
রেহানা বীথি
অনেক শুভেচ্ছা