দেখতে কার না ইচ্ছে করে! নিজের বেলায় ষোলআনা ঠিকই গুছিয়ে নিয়েছেন, আমাদের বেলায় লবডংকা, বলি এত্তো দেমাগ ভালো না।
কার কথা বলছি? কার আবার? ঢংগী, দেমাগী লীলাবতী।
বারমুডা ট্রায়াংগেলের রহস্যের মতো ম্যাডাম আজও আমাদের ছোঁয়াছুঁয়ি তো দূরের কথা দেখাদেখিরও বাইরে। তবে তিনি ডানাওয়ালা পরী কিংবা লেজযুক্ত মৎস্যকন্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেজন্যেই এত্তো আড়াল আমরা বুঝি। তবে আমিতো শুন্য, সবজায়গায় নিমিষেই চলে যেতে পারি, আমার হাত থেকে কারো নিস্তার নাই, দেখে ফেলেছি তাহার রূপ। পর্দা খানা উঠিয়ে এবার আমি সোনেলার সবার কাছে তা উন্মুক্ত করে দিতেই চাই। নারীর রূপের সীমা নাই, তাই বলে এত্তো? বহুরূপী লীলাবতী, এবার তোমার লীলা শেষ।
মানুষকে লজ্জায় ফেলে দেন অহরহ, তাই বলে কি তিনি বেশরম, মোটেই না। লাজুকলতা লীলু।
লজ্জা
জীবন মানেই প্রশ্ন আর প্রশ্নোত্তর। লীলাবতীর জন্মাবধি সবাইরে এমনে জ্বালায় খাইলো, জ্বালানি।
আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই
তার নাকি ইয়া লম্বা চুল। রাজপুত্ররা চুল বেয়ে রাজপ্রাসাদে ওঠার প্র্যাক্টিস শুরু করে দাও।
চুল
জালিম লীলাবতী। দিল্লীকা লাড্ডু একবার খেয়েই দেখুন, তারপর কি হাল হয় আপনার দেখা যাবে।
দিল্লীকা লাড্ডু
কোটিপতি স্বামী খুঁজে বের করার ক্লাসেও ফাঁকিঝুঁকি? আপা, ভয় পাইছি।
কোটি পতি স্বামী খুঁজে বেড় করার স্কুল ও কলেজ- শুধু মাত্র মেয়েদের জন্য
প্রোফাইল পিকচার দেখে গলেছেন, কি মরেছেন, আসলে কিন্তু সে এইরকম।
সোনেলা ব্লগ কর্তৃপক্ষের প্রতি চুড়ান্ত হুশিয়ারি
সব দাঁত ভেঙ্গে সমস্ত চুল ছিঁড়ে ফেললেও এই লেখার অর্থ আমি বুঝতে পারবো না… লীলাবতী
আমার লেখা বুঝতে গিয়ে নাকি তার দাঁতের এই অবস্থা। তাইলে অন্যদের লেখা বুঝতে গেলে কি হবে একবার ভাবুন।
ভাবা যায়, এ আমাদের লীলাবতীর লেখা! শূন্যতা। যে লীলাবতীকে আমি কখনো গোমড়া মুখে দেখেছি কিনা মনে পড়েনা। ৫ ই অক্টোবর এইদিনে তার প্রথম পোস্ট, তিনটি বছর আগে। তিনটি বছর ধরে সোনেলায় মিলেমিশে আছে। আমার সাথে পাল্লাপাল্লি দিয়ে আছে, তবে আমারে হারাতে পারেনাই। হিহাহাহাহাহা (গাঁয়ে মানে না, আপনি মোড়ল)। লীলাবতী, তুমি সোনেলার আরেক নাম। তুমি ছাড়া সোনেলাই ভ্যানিশ হয়ে যাবে এক নিমিষেই। কিন্তু তুমি যদি বলো পদ্মা, মেঘনা একসাথে পাড়ি দিতে পারবোনা, আলাদা আলাদা করে দিবোনে।
এই আমাদের লীলাবতী।
থেকো এমনি করেই ধরাছোঁয়া আর দেখাদেখির বাইরে। আমাদের চক্ষু দিয়া দেখে নেবোনে তোমারে, ডাইনীবুড়ি, ফুলনদেবী, বাবুই। লাভ ইউ। (3
৬৮টি মন্তব্য
অরুনি মায়া
তুমিও অদৃশ্য। 🙁
তোমারেও দেখি নাই,,, 🙁
অরুনি মায়া
শুভ জন্মদিন তিন বছরের ছোট্ট কন্যা লীলামনি।
তোমার জন্য অনেক গুলো চকলেটে আর আইসক্রিম এর শুভেচ্ছা রইল।
সাথে বর্ণমালার বই আর রং পেন্সিল,,,,,,,
দীর্ঘজীবী হও,,,,,,
(3 -{@ 🙂
লীলাবতী
দোয়া করো আপু,এমনি করে সবার ভালোবাসায় আমি যেন সিক্ত থাকি (3 -{@
অরুনি মায়া
তুমি ছোট মানুষ বেশি সিক্ত তো থাকা যাবেনা। পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেলে কি হবে,,,,, ;?
শুন্য শুন্যালয়
ভালোবাসায় সিক্ত হলে নিউমোনিয়া হবেনা, নিউ মেনিয়া হবে ভালোবাসার প্রতি 🙂
শুন্য শুন্যালয়
আমারে ক্যাম্নে দেখবা? আমিতো শুন্য 🙂 @মায়াপু
আবু খায়ের আনিছ
লেখা আর ছবির কি কমবিনেশন। যার অন্তর আত্মা সুন্দর সেই সুন্দর। কাউকে দেখেনি,কথাও হয়নি ব্লগের বাইরে, তবু কত আপন মনে হয়। কত আপন আমরা সবাই এই সোনেলায়।
শুন্য শুন্যালয়
হ্যাঁ ভাইয়া, সোনেলা আমাদের কাছে ব্লগ নয়, আমাদের পরিবার। আপনিও এই পরিবারের একজন সদস্য, সবসময় থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া।
লীলাবতীর অন্তরাত্মা সুন্দর, ঠিক।
আবু খায়ের আনিছ
অবশ্যই থাকব । পরিবার ছেড়ে কি কখনো যাওয়া যায়? আমি পারব না ছেড়ে যেতে এত ভালোবাসা উপেক্ষ করে। শুভেচ্ছা রইল আপনার প্রতি।
শুন্য শুন্যালয়
অনেকে চলে যায় ভাইয়া, তাদের ফিরিয়ে আনা হয়না আর, দাবীটাও নড়বড়ে হয়ে যায়। তবে আপনি চলে গেলে হাউকাউ করে ফিরিয়ে আনবো, এই দাবী রাখলাম। চলে যাবেন না বলেছেন, হ্যাপি ভাইয়া। এই নিন শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
লীলাদি আজ তৃতীয় জন্মদিনে আপনাকে অনেক অনেক ভালোবাসা। তবে গিফট তো বাকী রইলো। কি যে দেই আপনাকে। উফ মাথায় কাজ করছে না। ঠিক আছে ভেবে নিই কিছু তো পাবেন নিশ্চিত। -{@ (3
লীলাবতী
আপনার স্নেহ আর ভালোবাসার চেয়ে বড় গিফট আর কি আছে নীলাদি?ধন্যবাদ আপনাকে -{@ (3
শুন্য শুন্যালয়
লীলাবতী, গিফট পেলে আমাকে শেয়ার করতে ভুলোনা যেন। 🙂 (3 -{@
মেহেরী তাজ
আমি উনাকে দেখেছি। 😀
স্বপ্নে। আর সেটা মিলে গেছে লীলা আপুর দেওয়া বর্ণনারর সাথে। :D)
শুভ জন্মদিন থুক্কু শুভ ৩য় বর্ষপূর্তি। (3 (3 -{@
ইয়ে শুন্য আপু জনসম্মুখে বলা ঠিক হবে কি না বুঝতেছি না। তাও ইনবক্সে আপনার জন্য কিছু একটা জমা আছে। 🙂
লীলাবতী
দুষ্টামি করলাম তোমার সাথে ইনবক্সে,রাগ করেছো নাকি তাজ?রাগ করলে আমার মন খারাপ হবে,জানো না তুমি?
তোমাকেও এত্তগুলো (3 (3 (3
মেহেরী তাজ
হ্যা রাগ করেছি। আপনার সাথে কথা নাই। :@
শুন্য শুন্যালয়
লীলাবতী, আমার ভূত কে রাগিয়ে দিলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম, পোস্ট দিয়েছি দেখে আনন্দে আটখানা হবেন না যেন, আমি তাজ কে লাভ করি বেশি, হুম্মম্মম্ম। :@
মেহেরী তাজ
শুন্য আপু কি বলেছে দেখেছেন?? মনে থাকবে তো??
যাক আপু আমি রাগ করি নি। 🙂
মেহেরী তাজ
শুন্য আপু সব কিছু থেকে একটু একটু করে নিয়েছি। তাতেই হয়ে গেছে। 🙂
সব জায়গার প্রোফাইল পিকচার?? 😮
আপনাকে অনেক অনেক গুলা লাভু। 🙂
শুন্য শুন্যালয়
তুই তারে স্বপ্নও দেখে ফেললি? আমার বর্ননা তো অনেকগুলা, কোনটার সাথে মিল পেয়েছিস? রাগী ম্যাম? 🙂
ইনবক্সে যা দিয়েছিস, তাতে আমার মাথা আর ভাষা দুটোই উল্টোপাল্টা হয়ে গেছে। আমার সবজায়গার প্রোফাইল পিক হবে এটা, সময় পাইনি ৩ দিন। এত্তো আদর পিচ্চি ভূত। (3
জিসান শা ইকরাম
লীলাবতীকে সোনেলায় ৩য় বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা -{@
সোনেলাকে প্রথম থেকে নিজ কাঁধে বয়ে এনেছেন,
এখনো বহন করছেন।
লীলাবতী আনন্দ ধারণ করেন এবং তা বিলিয়ে দেন সবার মাঝে
তার পোষ্ট মানেই একটু উৎসব, আনন্দের ফোয়ারা
সোনেলা কৃতজ্ঞ তার কাছে।
লীলাবতী
এভাবে বলে লজ্জা দেয়ার মানে কি? 🙁 নিজের আনন্দের জন্য সোনেলায় আছি আমি। বহন করার কথা ভাবিনি কখনো।আমি একটি মনের মত স্থান পেয়েছি বিচরণ করার,এতে সোনেলার প্রতি কৃতজ্ঞ।ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
শুধু আনন্দের ফোয়ারা কই দেখলেন জিসান ভাই? সবাইরে লজ্জা শরমে ফেলে দিলে, ইনবক্সের ভয় দেখায়ে জিনা হারাম করে দিছে লীলাবতী। পঁচা মেয়ে লীলাবতী, বাট আই লাইক পঁচা। 🙂 (3
জিসান শা ইকরাম
অত্যন্ত যত্ন নিয়ে কথা,ছবি আর লিংক দিয়ে এই পোষ্ট দেয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনি যে সমস্ত পোষ্ট মনযোগ দিয়ে পড়েন,এই পোষ্ট তা প্রমাণ করে।
উৎসাহ দিতে আপনি তুলনা হীনা।
রতনে রতন চেনে 🙂
লীলাবতীকে কেউ না দেখলেও আপনি তাকে সঠিক ভাবেই চিনিয়েছেন এই পোষ্টের মাধ্যমে
আর কোন বিশেষণ বাকী আছে লীলাবতীর জন্য?
আপনার জন্য শুভ কামনা রাশি রাশি -{@
শুন্য শুন্যালয়
হায় হায় তেতুলকন্যা টা মিস হইয়া গেছে 🙁 যাক, হবে আরেকদিন। আমারে জানি কিসব প্রশংসাবানী কইলেন, চোখে ঠিকমতো দেখিনা, আবার কন 🙂
ছাইরাছ হেলাল
যাক, লিখলেন শেষ পর্যন্ত!!
আপনার লেখা তো সোনার হরিণ ধরা থেকেও বেশি কিছু।
ভত্তাবতী আমাদের পুরনো মানুষ, তাঁর সাথে ভাব জমিয়ে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবেন্না।
সে যতই মন দিয়ে তার লেখা পড়ে ভাব জমানোর চেষ্টা ক্রেন্না কেন!
লেখা ভালই, তবে হাল্কা শুস্কং কাষ্ঠং।
ভাল লেখা ছাড়ুন।
শুন্য শুন্যালয়
পারবোনা কি বলছেন? ছিনিয়ে নিয়ে ফেলছি। 🙂 এবার আপনি ভাব জমানোর চেষ্টা করেই দেখুন না, লাভ হবেনা।
ভালো লেখা, সেতো আপনাদের অইপাড়ে যাওয়ার পর মাঝখানের পুল ভেঙ্গে গেছে, আর ফিরতে পারছেনা। পারবো, পারবো একদিন আমিও পারবো। অপেক্ষাই জীবন।
মারজানা ফেরদৌস রুবা
ওয়াও! লীলা!! লীলাবতী!!!
তোমার এতো রুপ! আমি মুগ্ধ….
লীলার সাথে আমার মাঝেমধ্যেই কথা হয়। সুন্দর মনের মেয়ে লীলাবতী। শুভকামনা। তাঁর পোস্টগুলো একটু ভিন্ন ধাচের অনুভুতি দেয়।
ধন্যবাদ শূন্য, সুন্দর উপস্থাপনার জন্য।
লীলাবতী
আপনার স্নেহেও আমি মুগ্ধ আপু।আপনার অনেক মায়া, অতি আপন মনে হয় আপনাকে।ধন্যবাদ আপু -{@
শুন্য শুন্যালয়
আপু, অনেক ধন্যবাদ আপনাকে। মিস করি আপনাকে সোনেলায়। একটু সময় আমাদের কি দেওয়া যায়না আপু?
হ্যাঁ লীলাবতী সোনেলার সোনালী মেয়ে, আমরা গর্বিত তাকে নিয়ে। আপনি ভালো থাকবেন।
লীলাবতী
আমায় নিয়ে পোষ্ট দিয়েছে শুন্য
জীবন আমার হয়ে গেলো ধন্য -{@
মেহেরী তাজ
পোষ্ট দিয়ে তিনি হাওয়া সাথে যার পোষ্ট সে ও….
গ্রররররররররর….
শুন্য শুন্যালয়
একি বদনাম, লীলা আর শুন্য দুজনেই হাওয়া? অই মাইয়া—
রাখো তোমার ছন্দ
লাগাইওনা দ্বন্দ্ব
আমি না থাকি যদি
থাকবা তুমি
দিবা আনন্দ
মনে থাকবে, পেত্নী কাটা কন্দ? @লীলাবতী
মোঃ মজিবর রহমান
এত্ত লেখার মাঝে ভাষা আমার নাই।
শুধু দিলাম শুভেভচ্ছা ।আর -{@ -{@ -{@
-{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ প্রিয় মজিবর ভাইয়া। আপনাকেও শুভেচ্ছা -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলার জন্ম থেকে না হলেও খুব বেশী পরেও নয় এই সোনেলায় আছি,
দেখেছি কত কত
সত্যিই লীলাদি এবং আপনার পদ চারণা না হলে হয়তো এই সহবস্থানের সুস্থ নির্মল সোনেলাকে পেতাম না।
শুন্য শুন্যালয়
মনির ভাইয়া, চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ আপনাকে। এই সোনেলার জন্য আপনার অবদানও কৃতজ্ঞতা স্বরূপ মনে রাখি আমরা। ভালো থাকবেন।
অনিকেত নন্দিনী
সোনেলায় ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা! -{@
কয়েকমাস আগে তার সাথে কিঞ্চিৎ বাতচিত হয়েছিলো। এরপর থেকে সেই আলাপচারিতা কচ্ছপের মত চিৎ হয়েই আছে, সোজা হতে পারেনি।
লীলাবতী
আপু আপনি তা মনে রেখেছেন?আমি কিন্তু মনে রাখিনি।ছোট বোনরা কত উল্টো পালটা কটা বলে।আপনি না আমার বড় বোন? আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে 🙁 স্যরি বললাম আবার।
শুন্য শুন্যালয়
আপু অনেক ধন্যবাদ। সুন্দর মুহুর্তগুলো মনে রাখি আমরা, বাকি সব ভুলে যাই যেন। আপনাকে আগের মত ঝলমলে চাই, সময়কে পাশ কাটিয়ে। ভালো থাকবেন প্রিয় আপু।
লীলাবতী
আড়াল কেন নেই তা যদি কেউ বুঝতো 🙁 আমি যদি শুন্য আপুর মত সুন্দরী হতাম,রোজ ফটো আপলোড দিয়ে ফেইসবুক কাঁপিয়ে দিতাম।সুন্দরীরা সবাই কত সুন্দর সুন্দর ছবি ফেইসবুকে দেয়।আমি সুন্দরী হলে ঠিকই দিতাম।না দেখাই ভালো, এখন সবাই একটু ভাবে আছেন,সবার ভাবটি আসলে আমি ভেঙ্গে দিতে চাইনা। বুঝেছেন সুন্দরী শুন্য আপু?
শুন্য শুন্যালয়
আমি সুন্দ্রী? 🙂 না মানে, প্রশংসা কম হয়ে গেছে। ফেসবুক কাঁপাকাঁপির ভয়ে যাতে কাইত না হয়ে পড়ে সেজন্য ছবি দেইনা। তবে জানো কি? অদৃশ্যের সৌন্দর্য্য ভয়াবহ সুন্দর। তুমি ছবি কেন দাওনা সে আমি জানি, যতই এখন ভাবের কথা বলোনা কেন? আড়ালের উপকারীতা বেশি, তবে আড়াল চাইনা, তোমাকে দেখতে চাই। এক দফা, এক দাবী।
লীলাবতী
আপনি সুন্দ্রি মানে? সুন্দ্রির উপরে সুন্দ্রি।অষ্ট্রেলিয়া থেকে বাংলাদেশ,কত্ত মানুষ ফাগল আপ্নার জন্য।আমি পেত্নী আপনার মন্তব্য আছে উপরে।আমাকে দেখান যাবেনা।ভয়ে লুকজন অক্কা পাবে 🙂
লীলাবতী
আপনি যেভাবে বলেছেন,আমি কি তেমন ধ্বংসাত্মক?আমি কি প্রশ্ন করে সবাইকে ঝালাপালা করে দেই?আমি কি ঢংগি? কতকিছু আমাকে বলা হল,কেউ একটু প্রতিবাদও করলো না।সবাই ডাকিনী শুন্যর পক্ষে চলে গিয়েছে। এই সোনেলায় আমার পক্ষে কেউ নেই 🙁 তাই শেষের ফটোর মত আমার মন খারাপ।ভাবছি মন খারাপ নিয়ে আবার লেখা আরম্ভ করবো।
আপু এত ভালোবাসো আমাকে? লাভ ইউ এত্তগুলো (3 (3 (3
শুন্য শুন্যালয়
তুমি ধ্বংসাত্মক না মানে? তোমার ইনবক্সের মেল আইডিগুলোকে জিজ্ঞেস করে দেখো 😀
তোমার শুরুর দিকে লেখা পড়ে আমি খুবই অবাক হয়েছি, শুধু প্রথম লেখা শূন্যতা এনেছি, তবে আরেকটি সিরিয়াল লেখা আছে, সেটা আনিনি এখানে। তুমি যে এমন মন খারাপের লেখা লিখতে পারো, আগে বুঝতে পারিনি, তোমাকে সবসময় উচ্ছ্বল উজ্জ্বল দেখেছি। বুঝতে পেরেছি, মন খারাপ চাপাতে শিখে গেছ। লেখো তোমার যা খুশি। দেখি আমরা আসল লীলাবতীকে। লেখা এবং সোনেলায় তুমি কিন্তু অনিয়মিত হয়েছ আগের চেয়ে। লাভ ইউ লীলাবতী (3
লীলাবতী
আমরা আসলে সবাই লুকাতে শিখেছি,কেউ কম কেউ বেশী।আনন্দের জন্য লিখে যাবো,কষ্টের লেখাতেও আনন্দ আছে।নিয়মিত অনিয়মিত হতেই পারি,বলা যায় না 🙂 ভালোবাসি।
শুন্য শুন্যালয়
হ্যাঁ লুকানো আমাদের defense mechanish. ওটা জন্মের সাথেই কিছু, আর সময়ের সাথেই কিছু শিখে যেতে হয়, উপায় নেই।
অনিয়মিত হও, যা ইচ্ছে করো। আমি আর কাউকে কিছু বলবোনা, ঠিক করেছি। আমি চলে গেলে যেন ডেকোনা। 🙁
নীতেশ বড়ুয়া
আমি কোন মন্তব্যই করবো না ^:^
শুন্য শুন্যালয়
ক্যানে গো দাদাভাই? লীলাবতী আবার কিছু করছে নি? ;?
মন্তব্য চাই-ই চাই। :@ ৭৭০ ধারা।
নীতেশ বড়ুয়া
আমি আর কি বলবো! বলার কিছুই তো নাই গো শুন্যাপু… সবই বলে দিলেন ;(
অলিভার
সুদীর্ঘ তিন বছর ধরে সোনেলা পরিবারকে জ্বালিয়ে বেড়ানোর জন্যে শুভেচ্ছা তো লীলাবতী আপা পেতেই পারেন :p
শুভ কামনা জানবেন এত দীর্ঘ সময় নিয়মিত ব্লগিং করে যাবার জন্যে, উপহার দেবার জন্যে চমৎকার সব ব্লগ।
শুন্য শুন্যালয় আপুরও ধন্যবাদ পাওনা চমৎকার ভাবে এই ব্যাপারটাকে সকলের সামনে নিয়ে আসবার জন্যে 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ অলিভার। 🙂
মেহেরী তাজ
অরে ধারে পাশে কি কেউ আছে যে আমায় এই পোষ্ট খানা পড়ে শুনাতে পারে।
আমি এই পোষ্ট পড়তে পারছি না। দুদিনের জন্য আমি অন্ধ হয়ে গেছি । কে কাকে কেনো ঢংগী বলছে সেটাও বুঝতে পারছি না। জানা দরকার। :p :p :p
শুন্য শুন্যালয়
হায় হায় কি হইছে তোর চোখে? ডাক্তার দেখাইছোস? চোখের যত্ন নিস, সোনেলার আউলাঝাউলা পোস্ট দেখতে দেখতে চোখের বারোটা বাজাইছোস।
ঢংগীর রহস্য প্রোফাইল পিকচারে আছে 🙂
অরণ্য
লীলাবতীর জন্য অনেক অনেক শুভ কামনা। -{@
শুন্য শুন্যালয়
আচ্ছা শুভেচ্ছা পৌঁছে দিলাম। আমাকে একটা ধন্যবাদও দিলেন না?
ব্লগার সজীব
অভিনন্দন আর শুভেচ্ছা লীলা আপু -{@ শুন্য আপুকে ধন্যবাদ একদম পারফেক্ট ভাবে লীলাপুকে উপস্থাপন করেছেন বলে। প্রথম ফটোটিই আমাদের লীলাপু।হাসি খুশী উচ্ছল।শেষের ফটোটি কোনমতেই নয়।আমরা আপুকে এভাবে দেখতে চাইনা।ভাবতে অবাক লাগে আমাদের লীলাপু প্রথম দিকে বিষন্ন পোষ্ট দিতেন।
লীলাপু যেন ব্রত নিয়ে এসেছেন আমাদের সবাইকে মন ভালো করে দেয়ার। আমি আমার আপুকে লীলাপুর মাঝে দেখতে পাই।সারাক্ষন দুষ্টামি করে,আমার সেরা বন্ধুও আমার আপু।
এত ভালো একটি পোষ্ট দেয়ায় আপনাকেও শুভেচ্ছা শুন্য আপু -{@
শুন্য শুন্যালয়
হ্যাঁ আমিও লীলাবতীকে প্রথম ছবিতে পাই, আর লম্বা চুলের মাছকন্যা রূপে 🙂
আমিও তার প্রথম দিককার পোস্ট দেখে অবাক হয়েছি। মিলাতে পারিনি। তার ব্রত স্বার্থক হয়েছে, লীলাবতী এখন সোনেলার আনন্দের প্রতীক। আপনার আপুর বিয়ে দিতে পেরেছেন? নাকি এখনো ভাঙ্গানি চলছে? আপডেট চাই। 🙂
সিকদার
সোনালেতে আমি নতুন তাই লীলাপুকে তেমন জানি না আপনার পোস্ট বুঝলাম তিনি মিস্টি, টক, ঝাল্, তিতা, নোনা সব স্বাদ নিয়েই সোনেলায় বিচরন করেন ।
আপনাকে -{@
লীলাপুকে -{@
শুন্য শুন্যালয়
একদম ঠিক বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে 🙂
ছাইরাছ হেলাল
এ ভাবে আমাদের নানা অজুহাতে ফেলে রাখা ঠিক না।
তবে নিত্যনতুন লেখা নিয়ে এলে সব ঠিক আছে।
শুন্য শুন্যালয়
সোনেলায় না আসতে পারলে আমার ভালো লাগেনা ভাইয়া, কিন্তু কি করবো? 🙁
কোনকিছুই লিখতে পারিনি 🙁 লিখে ফেলবো সময় করেই।
রিমি রুম্মান
লীলাবতী আপুর তো দেখি রূপ গুণের শেষ নাই। 🙂 শুভ তৃতীয় বর্ষ পূর্ণ দিবস। \|/ -{@
শুন্য শুন্যালয়
হুম অনেক গুনী সে। ধন্যবাদ আপু 🙂
স্বপ্ন
শুভ ৩য় বর্ষপূর্তি লীলাবতী আপু -{@ ।এমনি শতবর্ষ আমাদের এবং পরবর্তীতে আমাদের নাতী নাতনীদের আনন্দের মাঝে রাখুন এই কামনা করি। এমন সুন্দর একটি পোষ্টের জন্য শুন্য শুন্যালয় আপুকেও শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
লীলাবতীকে সবাই তখন দাদী কিংবা নানী ডাকবে, ভাবতে ভালই লাগছে 🙂
ধন্যবাদ স্বপ্ন। -{@
অরুণিমা
লীলাবতী দিদিকে অভিনন্দন ও শুভেচ্ছা।এই সাইটটিতে একে অন্যের প্রতি এমন ভালোবাসা দেখে অবাক হই আমি।
শুন্য শুন্যালয়
এই সাইটটি আমাদের পরিবারের গল্প আড্ডার স্থান, এজন্যই এখানে আমাদের এত টান।
অনেক ধন্যবাদ অরুনিমা আপু।