আমরা স্বপ্ন দেখতে জানি
খয়েরি রঙে আঁকতে জানি নীল আকাশ
রক্তে এখনো টাটকা জীবনের ঘ্রাণ ।

তোমাদের বলছি সম্রাজ্ঞী-
বুকে ঘোরাও ইচ্ছে লাটিম
মেখে নাও রাজপথের ত্রিশুল ধুলো
চলে এসো মেঘনার পাড়,
হারিয়ে দাও গণতন্ত্রের অবাক চলচ্চিত্র ধারা
জিতে নাও ষোল কোটি তৃপ্ত নিঃশ্বাস।

৫৬৩জন ৫৬৩জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ