ম্যাডামের ব্রাশপ্রিন্ট শাড়ি
বর্ণালি ফুলেল- আঁচল
দেখতে দেখতেই
সুগঠিত বাগান হয়ে ওঠে
স্বাচ্ছন্দ্যলীলায়
তখনও শোঁকা হয়নি-
স্বর্ণচূড়া পাড় ঘেঁষে
সবুজপাতা
লাল-সাদা কুঁড়ির উঁকি-বুকি
আধফোঁটা স্পন্দিত গোলাপ
খয়েরি ডানায় রক্তজবা-ঝাড়…
একদিন ক্লাসরুমে
আলগোছে ডানা মেলে ভ্রমর
পাখনায় লেগে আছে তার
পরাগের বিবাগি গন্ধ
বিষাক্ত হুলে মধুর গেরুয়া স্বাদ
১১টি মন্তব্য
আবিদ রোজীনা
বিষাক্ত হুল কেনো ভাইয়া ?
সাদিক মোহাম্মদ
হুল বিষাক্ত হলেও স্বাদ মধুর… ধন্যবাদ @ আবিদ রোজীনা
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
সুন্দর ।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ @ জিসান শা ইকরাম
ছাইরাছ হেলাল
বেশ লিখেছেন ।
সাদিক মোহাম্মদ
শুকরিয়া @ ছাইরাছ হেলাল
স্বপ্ন নীলা
দারুন কি আর এমনিতেই বলি ——— দারুন
সাদিক মোহাম্মদ
আমি গুছিয়ে উত্তর দিতে পারি না, কি বলব… অনেক ধন্যবাদ @ স্বপ্ন নীলা
ইকু
(y)
সাদিক মোহাম্মদ
-{@ @ ইকু
সাদিক মোহাম্মদ
🙂 -{@ @ ইকু