আট-ই ফাল্গুণ, আজও ভোর হয়

নীলাঞ্জনা নীলা ২১ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৫:৫২:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪০ মন্তব্য
আট-ই ফাল্গুণে...
আট-ই ফাল্গুণে…

*অবশেষে ঃ

ভোর কি হলো? মানচিত্রের ইতিহাসে ভোর কি এলো?
দুঃস্বপ্নেরা ক্ষিদেয় ছটফট করে
নিরুদ্দেশ রাত্রির ঘরের শয্যায়।
থাকুক ওখানেই পড়ে;
আঘাতে জর্জরিত হলেও সমস্যা নেই।
ওরা সেই রাজাকার,
দেহের কোষে কোষে প্রলয় আসুক ভয়ঙ্কর মৃত্যুর
নিস্তেজ শরীরের স্থান,
এ মাটি তোদের জন্যে নয়।

*সূচনা-লগ্ন ঃ

মুক্তির ডাকে ছুটে যাবার তাড়ায়
পেছনে রেখে যাওয়া চিরস্থায়ী ক্ষত।
রক্তাক্ত জমিনের উপর আলপনা আঁকে,
এ আমার দেশ।
মিছিলের বুকে গুলি ছুঁড়ে কি প্রতিবাদ থামানো যায়?
এ বুকে সাহস আছে, মুখে শ্লোগান আছে
তোরা কারা? এখুনি এই দেশ ছাড়!

*চলমান ঃ 

আচ্ছা ভোর কি হয়েছে?
আলোর আগুণকে ম্লান করে দিয়ে ফুঁটেছে কি কৃষ্ণচূড়া, শিমুল-পলাশ?
অন্ধ আমি ছুঁতে পারি কেবল।
ভোর কি হলো? এ উত্তর কে দেবে আমায়?
বায়ান্ন নাকি ষোলো?
তাইতো বলি,
হে অক্ষর আমি আজন্ম ঋণগ্রস্ত তোমার কাছে।
সহস্র ব্যবচ্ছেদের পরেও এখনও তুমি আট-ই ফাল্গুণ
তারপরেও হিসেবে মেলেনা।
তবুও আজও ভোর হয়,
ওই যে ভোর এলো।

হ্যামিল্টন, কানাডা
২০ ফেব্রুয়ারি, ২০১৬ ইং।

**আট-ই ফাল্গুণের সূচনালগ্ন থেকে বর্তমান—চেষ্টা করেছি লেখার। এটি  লেখার আলাদা তিনটি ভাগ নয়। মহান একুশে অমর হোক।

ভোরের আলো...
ভোরের আলো…
৯০৮জন ৯০৮জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ