আজ থেকে অনেকগুলো বছর পর আমাকে নিয়েই
একটি কবিতা কিংবা গানের দু’টো লাইন
লিখতে যদি বলে কেউ, কি লিখবে সেদিন
জীবন থেকে হারিয়ে যাওয়া আমায় নিয়ে ?
চরম অস্থিরতা আর ভেতরের দহন সামলে নিয়ে
বলবে কি সেদিন___
“তার ভালোবাসা আমার আবেগকে তীব্রভাবে
স্পর্শ করেছিল, একদা”।
আমার অবর্তমানে যখন আমাকে নিয়েই
কিছু কথা, কিছু অনুভুতি লিখতে বলবে কেউ
কি লিখবে সেদিন, দূর আকাশের নক্ষত্রের মাঝে
হারিয়ে যাওয়া আমায় নিয়ে ?
উত্তাপহীন দৃষ্টির নোনা জল সামলে নিয়ে
বলবে কি সেদিন___
“ভালোলাগার তীব্র এক অনুরণন ছিল তার মাঝে,
তাই অদৃশ্য এক মায়ায় জড়িয়ে ছিলাম, একদা”।
অতঃপর, সবার অদেখার মাঝে
ছোট্ট কাঁপা কাঁপা শ্বাস ফেলে
আনমনে বলবে কি___
“আমায় প্রেরনা দিয়ে, বাঁচিয়ে রেখে সে হারালো
বলতে পারো জীবনটা এতো ছোট কেন হলো ?”
২০টি মন্তব্য
আদিব আদ্নান
আপনি তো আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেলেন ।
এর বেশি আর কী ই বা বলতে পারি ।
রিমি রুম্মান
অনেক শুভকামনা…
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর একটি লেখা ..
সবার মনের মধ্যেই এমন একটি ভাবনা আসে, প্রকাশ টা ছুঁয়ে গেলো ..
রিমি রুম্মান
সুন্দর মন নিয়ে পড়েছে যে, তার কাছেই সুন্দর হবে লেখাগুলো…
বনলতা সেন
আমিও প্রায় আপনার মতই ভাবি , জীবনটা এত্ত ছোট্ট কেন ?
আরও একটু নেড়েচেড়ে দেখতে চাই অজানা দিকগুলো ।
অবশ্য আপনার মত এত সুন্দর করে লিখতে পারি না ।
অসাধারণ একটি লেখা পড়তে পেরে ভাল লাগল ।
রিমি রুম্মান
মন্তব্য মন ছুঁয়ে গেল…
ছাইরাছ হেলাল
জগৎ বিখ্যাত কবির অসাধারণ কবিতার কথা মনে পড়ে যায়
আপনার লেখাটি পড়ে ।
আপনার ভাবনার প্রকাশ ভঙ্গি এ লেখায় বিশেষ মাত্রা পেয়েছে ।
মনে দিয়ে এমন করেই আরও আরও লিখুন ।
রিমি রুম্মান
আপনারা পড়েন, মন্তব্য করেন বলেই উৎসাহ পাই লেখালেখিতে…
মোঃ মজিবর রহমান
উত্তাপহীন দৃষ্টির নোনা জল সামলে নিয়ে
বলবে কি সেদিন___
“ভালোলাগার তীব্র এক অনুরণন ছিল তার মাঝে,
তাই অদৃশ্য এক মায়ায় জড়িয়ে ছিলাম, একদা”।
আপু কোথায় পেলেন এত সুন্দর পংতিমালা।
আকাংখ্যা জাগানিয়া আরও আকাংখ্যা জাগায়।
চমৎকার।
রিমি রুম্মান
ভালো লেগেছে জেনে ভাল লাগলো অনেক… শুভকামনা
নীহারিকা
মন ছুঁয়ে গেল।
রিমি রুম্মান
মন ছোঁয়া ভালোলাগা রইলো…
খসড়া
যে ফিরে চাইল না সে আর কি লিখবে। আমি তো লিখবই না। বলব চিনি না। ঝামেলা শেষ। 🙂
রিমি রুম্মান
চিনি না বললেই হল ! এত চেনা, তবু কেমন করে অচেনা হলেম__!!
আমীন পরবাসী
মন্তব্য নিষ্প্রয়োজন এমন লিখনির কাছে। তারা কোনদিন হারায় না যাদের কলমের খোচায় রচিত হয় এমন সম্ভব কাব্য। ওই দিন হয়ত সবাই বলবে তুমি নক্ষত্রের দেশে গেলে কিন্তু কেন নিলে না তোমার কাব্য খানি ? আমরা যে আর তার বোঝা সহ্য করতে পারছিনা
রিমি রুম্মান
এমন মন্তব্যে অনেকখানি উৎসাহ নিয়ে লিখবো… আপনাদের জন্যে
নীলকন্ঠ জয়
হৃদয় উজাড় করে লেখা। অসাধারণ (y) (y)
রিমি রুম্মান
হৃদয় উজাড় করে ধন্যবাদ দিলাম … কিন্তু :p
জিসান শা ইকরাম
এমন লেখায় কি মন্তব্য করি? দুদিন আগে এক ফেইসবুক বন্ধু চলে গেলেন, না ফেরার দেশে। খুব খারাপ লাগে ফেইসবুকে যেতে।
কবিতা অন্তরকে ছুয়ে গেলো।
রিমি রুম্মান
না ফেরার দেশে আমরা সবাই-ই যাবো। যাবার পর পৃথিবীর চেনা মানুষগুলো কে কি বলবে… জানা হবে না… জানলে ভাল হতো…!!