আজ থেকে অনেকগুলো বছর পরে

রিমি রুম্মান ২ মার্চ ২০১৪, রবিবার, ০৬:৪২:১৪পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

আজ থেকে অনেকগুলো বছর পর আমাকে নিয়েই
একটি কবিতা কিংবা গানের দু’টো লাইন
লিখতে যদি বলে কেউ, কি লিখবে সেদিন
জীবন থেকে হারিয়ে যাওয়া আমায় নিয়ে ?

চরম অস্থিরতা আর ভেতরের দহন সামলে নিয়ে
বলবে কি সেদিন___
“তার ভালোবাসা আমার আবেগকে তীব্রভাবে
স্পর্শ করেছিল, একদা”।

আমার অবর্তমানে যখন আমাকে নিয়েই
কিছু কথা, কিছু অনুভুতি লিখতে বলবে কেউ
কি লিখবে সেদিন, দূর আকাশের নক্ষত্রের মাঝে
হারিয়ে যাওয়া আমায় নিয়ে ?

উত্তাপহীন দৃষ্টির নোনা জল সামলে নিয়ে
বলবে কি সেদিন___
“ভালোলাগার তীব্র এক অনুরণন ছিল তার মাঝে,
তাই অদৃশ্য এক মায়ায় জড়িয়ে ছিলাম, একদা”।

অতঃপর, সবার অদেখার মাঝে
ছোট্ট কাঁপা কাঁপা শ্বাস ফেলে
আনমনে বলবে কি___
“আমায় প্রেরনা দিয়ে, বাঁচিয়ে রেখে সে হারালো
বলতে পারো জীবনটা এতো ছোট কেন হলো ?”

৭১৫জন ৭১৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ