আগুণ আর্তনাদ

নীলাঞ্জনা নীলা ৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১০:১৭:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য
আগুণের উল্লাস...
আগুণের উল্লাস…

যেদিন বৃষ্টি আসবে,
আত্মাহুতি দেবে আগুণের কান্নারা।
কঠিন এবং রূক্ষ্ম এ পৃথিবীতে,
আবার একদিন সবুজ হয়ে সেজে উঠবে অরণ্য
ধুয়ে যাবে সব ধুলো-ময়লা।
আকাশ-সমুদ্রের হিরন্ময় হৃদয়ের ভেতর জ্বলতে থাকা
আগুণের ফুলকিরা
আর পোড়াবে না নিশ্চুপ-নীরব হয়ে যাওয়া একাকী রাত্রির শহর।
যেদিন বৃষ্টি আসবে
নিশ্চিন্তে বয়ে যাবে হাওয়া,
আর,
প্রতিবাদহীন একটি নাগরিক মিছিলে হবে আনন্দ-উল্লাস
“সব পেয়েছি’র দেশে।”
একদিন বৃষ্টি হবে।
সেদিন দৃঢ় চিত্তে শ্লোগানের ঐক্যতায়
আগুনের উল্লাসে কোনো লাশের জন্ম হবেনা।

 

রাত্রির শহর...
রাত্রির শহর…

 

হ্যামিল্টন, কানাডা
৫ জানুয়ারি, ২০১৬ ইং।

**প্রচন্ড ব্যস্ততায় ডুবে আছি। তাই নিয়মিত আসা হয়ে উঠছে না। আগেও বলেছি, আবারও বলছি সেলফোন দিয়ে ব্লগে জানিনা কেন লগইন করতে পারছিনা। রোজই বাসে বসে পড়ি সকলের লেখা। তবে আশা করছি রবিবার আবার বসতে পারবো। সোমবার অফ ডে কিনা! যদিও “আউট অফ সাইড, আউট অফ মাইন্ড” এই প্রবাদটিকে আমি কখনোই বিশ্বাস করিনা। আমরা তাকেই মনে করি, যারা আমাদের মনে করে। প্রিয়বন্ধুরা ভালো থাকুন সকলে।

৫০৪জন ৫০৪জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ