যেদিন বৃষ্টি আসবে,
আত্মাহুতি দেবে আগুণের কান্নারা।
কঠিন এবং রূক্ষ্ম এ পৃথিবীতে,
আবার একদিন সবুজ হয়ে সেজে উঠবে অরণ্য
ধুয়ে যাবে সব ধুলো-ময়লা।
আকাশ-সমুদ্রের হিরন্ময় হৃদয়ের ভেতর জ্বলতে থাকা
আগুণের ফুলকিরা
আর পোড়াবে না নিশ্চুপ-নীরব হয়ে যাওয়া একাকী রাত্রির শহর।
যেদিন বৃষ্টি আসবে
নিশ্চিন্তে বয়ে যাবে হাওয়া,
আর,
প্রতিবাদহীন একটি নাগরিক মিছিলে হবে আনন্দ-উল্লাস
“সব পেয়েছি’র দেশে।”
একদিন বৃষ্টি হবে।
সেদিন দৃঢ় চিত্তে শ্লোগানের ঐক্যতায়
আগুনের উল্লাসে কোনো লাশের জন্ম হবেনা।
হ্যামিল্টন, কানাডা
৫ জানুয়ারি, ২০১৬ ইং।
**প্রচন্ড ব্যস্ততায় ডুবে আছি। তাই নিয়মিত আসা হয়ে উঠছে না। আগেও বলেছি, আবারও বলছি সেলফোন দিয়ে ব্লগে জানিনা কেন লগইন করতে পারছিনা। রোজই বাসে বসে পড়ি সকলের লেখা। তবে আশা করছি রবিবার আবার বসতে পারবো। সোমবার অফ ডে কিনা! যদিও “আউট অফ সাইড, আউট অফ মাইন্ড” এই প্রবাদটিকে আমি কখনোই বিশ্বাস করিনা। আমরা তাকেই মনে করি, যারা আমাদের মনে করে। প্রিয়বন্ধুরা ভালো থাকুন সকলে।
২৮টি মন্তব্য
ব্লগার সজীব
আমাদের সব সুন্দর স্বপ্ন,আশা যেন পুর্ন হয়। অনেক ভালো লিখেছেন দিদি।
নীলাঞ্জনা নীলা
লেখাটা যেদিন দিলাম, সেদিনই ঘটলো ঘটনাটা। তবু বলবো ভালো আছি।
ভালো থাকুন ভাভু বাইয়া।
অনিকেত নন্দিনী
সব রুক্ষতা ধুয়ে মুছে যাক, সবুজে ছেয়ে যাক পৃথিবী।
কোনো মিছিল থেকে নতুন কোনো লাশের জন্ম চাইনা আর।
খুব ভালো লিখেছেন নীলাদি। -{@
নীলাঞ্জনা নীলা
নন্দিনীদি লেখাটির প্রতি-মন্তব্য করতে পারবো, সেদিন ৮ জানুয়ারি ভাবতে পারিনি।
ভালোবাসা রইলো। -{@
অনিকেত নন্দিনী
এতোজনের ভালোবাসা উপেক্ষা করা যায়? ঈশ্বর এতো নির্দয় নন। একসাথে এতগুলি মানুষকে তিনি বিমুখ করতে পারেননা। তিনি ঠিকই আপনাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের মাঝে। 🙂
নীলাঞ্জনা নীলা
নন্দিনীদি আজ চোখে পড়লো আপনার মন্তব্য। কিছু মনে করবেন না যেনো।
ছাইরাছ হেলাল
সবুজ অরণ্যের অপেক্ষায় আছি, ফুল ও ফলের ও। অরণ্য আপনি পাবেন!!
সব মুছে যাক!!
“আউট অফ সাইড, আউট অফ মাইন্ড” বিশ্বাস করি না।
নীলাঞ্জনা নীলা
অরণ্য দিয়েই তো জীবনের শুরু ছিলো। নীল আর অরণ্য এর জন্যেই তো নিঃশ্বাসটুকু সেদিন থেমে যায়নি কবি ভাই।
যাক, তাড়াতাড়ি ফিরে আসুন। 🙂
আবু খায়ের আনিছ
রুপক কবিতা বললে কি ভুল বলব? বৃষ্টি আসবে আর সব ধুয়ে মুছে দিবে। আমরাও আশাবাদী…………..
নীলাঞ্জনা নীলা
রূপক, হুম বলা যায়।
ধন্যবাদ আনিছ ভাইয়া।
আমির ইশতিয়াক
আপনাকে সবসময় ব্লগে চাই।
নীলাঞ্জনা নীলা
জীবনকে টেনে নিয়ে এলাম অবশেষে।
ইলিয়াস মাসুদ
আত্মাহুতি দিক আগুন কান্না যন্ত্রনা য্ত ….
অসাধরণ কবিতা …. দারুণ ভাল লাগল
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইলিয়াস মাসুদ।
শুন্য শুন্যালয়
একদিন বৃষ্টি হবে। সব পেয়েছি র দেশে বৃষ্টি যে থেমে যায় নীলাপু। স্বপ্ন দেখালে আরেক স্বপ্ন আগুনের। আরেক আগুনের হাহাকার কানে এলো। একদিন বৃষ্টি হবেই–কদমগুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে, জলভরা মাঠে নাঁচিব তাকে নিয়ে—
খুব সুন্দর কবিতা নীলাপু।
নীলাঞ্জনা নীলা
ইস একা নাচতে দিলে তো! আমিও নাচবো। আগামী বর্ষায় আমি নিশ্চিত ঠিক নাচতে পারবো শুন্য আপু।
-{@ (3
অপার্থিব
দ্রুত সুস্থ হয়ে আবার নুতুন পোষ্ট দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
আমি এসেছি আবার ফিরে। তবে বেশীক্ষণ বসে থাকতে পারিনা। 🙂
মরুভূমির জলদস্যু
“সব পেয়েছি’র দেশে থেকে সবসময়ই দূরে থাকতে চাই, নয়তো জীবনটা পানসে হয়ে যাবে।
নীলাঞ্জনা নীলা
সেই গানের মতো? “সব পেলে নষ্ট জীবন…”
যা চান তাই পাওয়া হোক।
অরুনি মায়া
আকাশ ভরা মেঘ জমেছে | সেদিন দূরে নেই যেদিন বৃষ্টি হবে |
ভাল লেগেছে অনেক -{@
নীলাঞ্জনা নীলা
বৃষ্টিতে সব ধুঁয়ে-মুঁছে গেছে আপু। চারিদিকে তাই এতো আলো। -{@
অরুনি মায়া
ফিলিপ্স ব্যাটারি লাগিয়েছ বুঝি? 😛
নীলাঞ্জনা নীলা
কি করে বুঝলে? ;?
তানজির খান
তোমার লেখা কবিতা পড়ছি অথচ তুমি অসুস্থ হয়ে হাসপাতালে আছো। ভাল হয়ে ওঠো, আবার লেখ আমাদের মাঝে।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া ফিরে এসেছি। আশা করছি ২/১ মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
পারভীন সুলতানা
লেখাটি দারুন, খুব ভালো লাগলো ।
নীলাঞ্জনা নীলা
আপা অসংখ্য ধন্যবাদ।