অভিবাদন

শুন্য শুন্যালয় ২২ আগস্ট ২০১৬, সোমবার, ০৩:৫৪:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৪ মন্তব্য

20160809_101603 []
ছবিটা তোলার পর থেকে লুতুপুতু একটা লেখা লিখতে ইচ্ছে করছে।  দাঁত ভাঙ্গা কবিরা ( স্বপ্নে দেখা কবি নাসির সারোয়ার, ছাইরাছ হেলাল, নীলাঞ্জনা নীলা, প্রহেলিকা, ইলিয়াস মাসুদ) এই লেখা হইতে দূরে থাকুন।

এ দুয়ারে সীমাবদ্ধতা কিংবা পেরুনো মানা কই?
অদূরে অস্পষ্ট মেঘালয়ের জানালা গলে,
আমার তাকাবার বারণ-ই বা কই?
আয়নামুখি পোড়ামুখীর লেপ্টে পড়া চোখের কাজল কই?
কম্প হাতে পাউডার কেস উল্টে ফেলে
পিছলে পড়ার হুশই বা কই?
নির্জনতার শব্দ তুলে চেনা-অচেনা এ বন্দরে তার
দুদ্দাম পায়ের পরশ কই?
প্রহরীহীন রঙিন ফটক উদোম আদর শংখনীলে
ডুবতে ডুবতে ভাসিয়ে নেবার তুমি আমার সেই তুমি কই?
অভিবাদন আর বিদায়চুমুর আগলানো এই পথে
তোমাকে স্বাগতম, কিন্তু তুমি কই?

৬৩০জন ৬৩০জন
0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ