প্রিয় সোনেলা,
কি আর কমু দুক্কের কতা। এতদিন চেষ্টা কইরাও একখান চিডি ল্যাকতে পারলাম না। আইজ শেষ রজনীতে ১২টা বাজনের আগেই একটা কিছু লেখমু বইলা বইসা রইলাম কিন্ত লাভ হইতেছে না। বার বার ঘড়ি দেখি, কয় মিনিট বাকি কিন্ত ল্যাখা যে আসে না। মাথা ভোঁ ভোঁ করতেছে, পেট গুড় গুড়, শরীর ঘামতেছে টেনশনে। এর মধ্যে অন্যদিকের ডাক আসলে সময় নষ্ট! তার মইধ্যেই কারেন্ট গেলো দুইবার। শুরু হইলো মশা মামাদের ঈদ উৎসব। কইলাম, “বাবা কারেন্ট, যাওনের আর টাইম পাইলা না? আমার পেটখান কিলিয়ার কইরা রাইত ১২টার পরেই যাইতা।” কে শোনে কার কথা! আফসোস! এত বড় কম্পিটিশনে একখান চিডি দিতে পারলাম না।
কি আর করা। যোইগ্যতা না থাকলে কেউ কি কিছু পারে? ল্যাখা সবাইরে দিয়া হয় না, যেমন হয় না ছাগলরে দিয়া হাল বাওয়ানো। থাক, কিছু যখন ল্যাকতেই পারলাম না তখন যারা লেকছুইন তারার লাগি শুভকামনা। আর মাত্র কয় মিনিট বাকি। টিক টিক টিক টিক….. সেকেন্ডের আওয়াজ কলিজায় গিয়া লাগতেছে……
তাইলে আর কি। আফসোস নিয়া আইজ তাইলে আসি। ভালো থাইকো তুমি।
ইতি
সোনেলার একজন অ-লেখক
৪০টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
অলেখকেরা বুঝি এভাবে লেখে?
আমিও অলেখক হইতে চাই। পিলিজ আমারে অলেখক বানানোর শিক্ষা দ্যান।
জব্বর হইছে লেখা।
কিন্তু এই চিঠি প্রতিযোগিতায় আমি পুরষ্কার কি কইর্যা যে পামু। ডরে আছি। 🙁
নীহারিকা
আমার মত অলেখক যদি সোনেলায় আরো ২/৪ জন আসে তাইলে কিন্ত কান ধইরা সবগুলারে বাইর কইরা দিতে পারে।
আর এই ল্যাহা পুরস্কার পাইলে আমার নিজেরই হার্ট এটাক হইবো আফা।
আফনের ডরের কিছু নাই 😀
নীলাঞ্জনা নীলা
আরে না। আমি যদি বিচারক হইতাম তাইলে ঠিক পুরষ্কার দিতাম।
মন রক্ষার লাগি কইতাছি না। এক্কেরে হাছা কথা কইলাম। 🙂
ইঞ্জা
দাদীইইইই এ কিতা লিখছুইন, এত্তো ফাডাফাডি লেহা, মুই তো বিমুগ্ধ না কি কয় তাই হইলাম। 😀
নীহারিকা
কইন কিতা!! এই ল্যাহা ল্যাকতে গিয়া হার্ট এটাকের অবস্থা। পর্থমে ল্যাখনের পর ল্যাখা হারাইয়া ফালাইছিলাম। এইদিক আছে মাত্র ৪ মিনিট। পরে বহু কষ্টে খসড়া থাইক্কা খুইজ্জা আইন্না আল্লাহ আল্লাহ কইরা পোস্ট দিসি তখন ১১.৫৯ বাজে। এইবার বুঝেন কি লেখাটা লিখছি 🙂
ইঞ্জা
ভালো করেছেন দাদিজান (y)
মিষ্টি জিন
না লিখতে পাইরাই যা লিখলেন.. লিখতে পারলে তো ..,,
তা প্যাটপুট পরিস্কার হইছে না ইসবগুলের ভূসি লাগবে? :D)
খাসা হইছে ল্যাখা।
এই চিডি পুরস্কার পাইবই পাইব.,,
😀
নীহারিকা
আফা, ক্যামনে লিখছি উপরের কমেন্টে দেখেন।
প্যাট পরিস্কার হইছে রাইত ১২টার পর। তহন আর প্যাট পরিস্কার হইয়া লাভ কি? 🙁
এই চিডি পুরস্কার পাইবো? কইন কিতা? ল্যাখকরা তাইলে আন্দোলনে নামবো কিন্ত। 😉
শুন্য শুন্যালয়
অনেক খুশি হয়েছি আপনার চিঠিটি দেখে। যারা যারা দেয়নি তাদের এত্তোগুলা :@ এংরি ইমো। তারা তারা সোনেলা কে লাইক করেনা 🙁
মাই কিচেন রুলসের মতো একদম শেষ সেকেন্ডে শেষ শব্দটি লিখেছেন বুঝি? হা হা হা
প্রতিযোগিতায় জয় নয় অংশগ্রহণ ই বড় কথা 🙂
(3
নীহারিকা
আরে সে এক বিরাট ইতিহাস। শেষ মুহূর্তে ট্যাবে লিখে প্রাকদর্শন করতে গিয়ে কারেন্ট চলে গেলো। আছে মাত্র ১০ মিনিট। ওয়াইফাই অফ হয়ে গেলো কারেন্ট যাওয়ায়। মোবাইল ডেটা অন করতেই দেখি রিফ্রেশ নিলো। পুরো পেইজ ফাঁকা। আছে বাকি ৪ মিনিট! হঠাত মনে হলো যখন লিখছিলাম তখন নীচে লেখা আসছিলো যে খসড়ায় অটো সেভ হচ্ছে। কিন্ত খসড়া আর খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে যাও পেলাম “প্রকাশ” বাটন নাই। আছে মাত্র ১ মিনিট। তাড়াতাড়ি কপি করে নতুন করে নতুন লেখা পেইজ বের করে পেস্ট দিয়েই প্রকাশ….দোয়া করছিলাম ১২টা যেন না বেজে যায়। যাই হোক অবশেষে ১১:৫৯ মিনিটে পোস্ট হলো।
বুঝতে পারছো কি অবস্থায় ছিলাম তখন?
আমি পুরস্কারের আশায় নয় শুধুমাত্র অংশগ্রহণের জন্যই চিঠিটি লিখেছি মজা করে। কারণ আমি জানি, ব্লগের বাঘা বাঘা লেখকেরা (তুমি সহ) আগে থেকেই অনেক এগিয়ে আছেন 🙂
সকলের জন্য অনেক অনেক শুভকামনা। -{@
শুন্য শুন্যালয়
হা হা। রিতু ভাবীর সাথে একদিন কথা হচ্ছিলো কে কখন চিঠি দেবো। দুস্টামি করে বললাম ১১.৫৯ এ। বললো অইসময় যদি কারেন্ট চলে যায় বা অন্য কোন সমস্যা হয়! ১২ টা বাজার এক মিনিট পরে লেখা প্রকাশ হলে নাকি সে আন্দোলনে নামবে 🙂
সব দেখি আপনার বেলায় সত্যি হয়ে গেছে। যাক তবু আমাদের কষ্ট করে আন্দোলনে যাবার আগেই হয়েছে।
আসলেই বাঘা বাঘা (আমি বেড়াল) লেখকদের চিঠি গুলো অসম্ভব ভালো হয়েছে। বিচারকরা হিমসিম খাবে।
এইযে পুরষ্কার পাবোনা জেনেও শুধু সোনেলার জন্য লেখা, এ হচ্ছে ভালোবাসা।
নীহারিকা
শেষে আমার কপালেই ১১ঃ৫৯ পড়লো। 🙂
এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফলের জন্যে। তবে আমার একখান কথা আছে। সেইটা হইলো যারা পুরস্কার পাবে তাঁদের কিন্ত সোনেলার সকলের জন্য পার্টি দিতে হবে। আমরা পুরস্কার পামুনা বইলা কি কিছু খামুও না? তা হবে না……তা হবে না :p
হিলিয়াম এইচ ই
চিঠি লেখার কথা তো ভুলেই গেসি। তবে পুরষ্কারের উপর একটু লোভ আছে আরকি!!! 🙁
শুন্য শুন্যালয়
হা হা এইটারে কাহার বাড়ির আবদার বলবো বুঝতেছিনা 😀
হিলিয়াম এইচ ই
কাহার বাড়ি!!! 🙁
নীহারিকা
টাইম শ্যাষ। 😀
হিলিয়াম এইচ ই
পুরষ্কারের বইগুলান রে একটু পড়তে দিয়েন!!!!
নীহারিকা
আমি পাইলে দিমুনে। তাইলে আমার জন্য দোয়া কইরেন যদিও আশা নাই 🙂
অন্য কেউ পাইলে কইতারিনা দিবো কি না।
ছাইরাছ হেলাল
অ-লেখকরাও তাহলে আজকাল লেখে!!
তা এই অ-লেখক হওনের তরিকাটা কী এবং কোন পীর সাহেবের কাছে যেতে হবে
হেইডা এট্টু কইয়া দেলে ভালু হইত!!
নীহারিকা
আমি যতদুর জানি উনি ঝালকাঠির দুইজন পীরসাহেবের থেকে পানি পড়া এনে সেবন করেছিলেন। একজন জনাব কবিয়াল হেলালী ঝালকাঠী পীর হুজুর, আরেকজন জনাব ইকরাম শামসী ঝালকাঠী পীর হুজুর। আপ্নে খোঁজ নিয়া যোগাযোগ করতে পারেন।
ছাইরাছ হেলাল
আপনার নরকবাস নিশ্চিত হুরপরি (পুংলিঙ্গ) পাইবেন্না।
নীহারিকা
ভালা বুদ্ধি কারো পছন্দ হয় না। ঠিকানা দিয়া এত্তবড় বদদোয়া পাইলাম! 🙁
হুরপরা (হুরপরীর পুংলিঙ্গ) না পাইলেও দেখার ইচ্ছা আছিলো মনে।
এখন আমার কি হবে ;(
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর হইছে
নীহারিকা
অনেক ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপু কোথায়?হঠাৎ হঠাৎ দেখা পাই।
আবু খায়ের আনিছ
আমহেরডারই শেষ লেহা তাইলে, কাডায় কাডায় একমিনিট, কিবা মিলাইছুইন………….
লেখতে না পারলে এইডা কী………………. মিছা কতা কইন না যে, আম্নে লেখক না এইডা সবাই জানে, আমম্নে লেখিকা। \|/
নীহারিকা
হ, আমিই শ্যাষ। আর কাউরে চান্সই দিসি না \|/
কাডায় কাডায় ক্যাম্নে মিলাইছি হেইডা শুন্যর কমেন্টের হেইনো গিয়া দেহুইনযে। কিবায় যেন লেকছি বাই … দমডা অক্করে যায়ালতো লইছিন। তেও ১১ঃ৫৯ মিনিটো পুস্ট করতারছি দেইক্কা দমডা আইছে।
দোয়া অরুইনযে। 😀
মেহেরী তাজ
মজা পেয়েছি আপু……
কেউ তো অন্তত ১১:৫৯ এ চিঠি দিয়েছে!!! 🙂
নীহারিকা
শেষ রজনীর আমিই শেষ বান্দা 😀
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
না জানি কি হয় -{@ এতো চিঠি নয় যেন পুরস্কার কেড়ে লয়।
নীহারিকা
ভাই কি বলেন এসব। এ চিঠি, চিঠি লিখতে পারি না বলেই লেখা। পুরস্কার দিবে বলে মনে হয় না।
মোঃ মজিবর রহমান
মনের কথা কইতে পারছেন কম কিসের ।
দারুন লেগেছে আপু।
নীহারিকা
জি ভাই ধন্যবাদ।
শেষ মুহূর্তে মনের কথা বলতে পেরেছি এটাই বড় কথা।
সঞ্জয় কুমার
ছোট হলেও প্রাণ রসে ভরপুর একটা চিঠি ।
আমিও কিন্তু আপনার মত পুরুষ্কারের আশায় লিখিনি । শুধুমাত্র চিঠি বইয়ে থাকতে পারলেই খুঁশি
নীহারিকা
ভাই, আপনাদের মত বাঘা বাঘা লেখক থাকতে আমি পুরস্কারের আশা করি কোন সাহসে?
যাদের প্রাপ্য তাদেরই পাওয়া উচিত।
আমি হাততালি দেবো, অসুবিধা নাই 🙂
সঞ্জয় কুমার
অবশ্যই । তবে আমি অন্তত বাঘা লেখক নই ।
সোনেলায় ব্লগিং এর হাতে খড়ি । এখনও শেখার অনেক বাকি ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
আমির ইশতিয়াক
অনেক কিছুইতো লিখে ফেললেন।
নীহারিকা
লাস্ট মিনিটে যা মনে এসেছে লিখেছি।
এই আর কি….
নীরা সাদীয়া
চেষ্টা করলেই পারতেন দিদি। মজা পেলাম আপনার রসিকতায়।
নীহারিকা
না রে……কিছুই আসে না মাথায়।
“পেটে বোম মারলেও লেখা বের হয় না” গ্রুপের সদস্য আমি 🙂
কিছুই পারি না বলে আফসোস হয়। এই আর কি … ^:^