অনু কবিতা

বোকা মানুষ ৬ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৭:৫৭:০৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

ঘুলঘুলিতে গড়েছে বসত স্মৃতি,

ফুড়ুৎ ফুড়ুৎ নিত্য আসা যাওয়া।

মনে দাপায় ভুলে যাওয়ার রীতি,

চারদিকে খুব বদলে ফেলার হাওয়া!

২৮১৯জন ২৮১৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ