জমা রেখেছি কিছু কথার পাহাড়!
কিছু জমা রেখেছি আবেগের জঞ্জাল!
গভীর সমুদ্রের নীলটুকু কুড়িয়ে নিয়েছি
আটপৌরে আঁচলের তলে।
সময়ের সন্ধ্যায় বইবে শ্রাবণের
কামিনী ধোয়া বাতাস।
প্রবালের বুকে ঝড়ের বেগে
আছড়ে পড়া নোনাকাব্য
জেগে উঠবে যখন!!
একরাশ বধিরতা নিরবতা
আগল ভেঙে হামাগুড়ি দেবে
দু’পাশের চেয়ারের মাঝখানে।
কোনো শান্ত সদিচ্ছায় আমুল ডুবে যাবো
বেভূলা বেহালার সুরে!!
তাবৎ হিসেব নিকেশের পৃষ্ঠায়
জমতে থাকবে বালুরাশি;
কিছু জমে থাকা শ্রাবণের জলে
সর্বস্ব স্বকীয়তায়
অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
কোলা ব্যাঙের পরিবার।
ভ্রুক্ষেপের গলায় কঠোর রশি দিয়ে
ঝুলিয়ে জমা রাখবো, অজস্র বিকেলের
ধোঁয়া ওঠা গরম কফির পেয়ালা……./
৪১টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
সময়ের সন্ধায় বইবে শ্রাবণের
কামিনী ধোয়া বাতাস..
অনবদ্য দারুণ কাব্যকথন।
একরাশ মুগ্ধতা।
বেশ ভালো লাগলো দিদি।
বন্যা লিপি
মন্তব্যে মুগ্ধতা। শুভ কামনা শুভেচ্ছা জানবেন।
বন্যা লিপি
……….
মাসুদ চয়ন
কিছু জমে থাকা শ্রাবণের জলে
স্বর্বস্ব স্বকিয়তায়
অস্তিত্ব প্রমানে সক্রিয় হবে
কোলাব্যাঙের পরিবার।
গভীর জীবন বোধ/
বন্যা লিপি
আন্তরিক শুভেচ্ছা জানবেন।
নিতাই বাবু
অনেক সুন্দর একটা কবিতে পড়লাম। কবি দিদিকে শুভেচ্ছা।
বন্যা লিপি
শুভেচ্চা জানবেন নিতাই দা। ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
তোমার অন্য কবিতা সমূহ থেকে এটি একটু বেশী ভালোই হয়েছে।
জমা আর রাখলে কই? বলে দিলেই তো সব।
শুভ কামনা।
বন্যা লিপি
জমা আছে তা জমাই আছে। থাকবে জমা এমনি করেই! কৃতজ্ঞতা সবসময়।
ছাইরাছ হেলাল
ভ্রুক্ষেপের গলায় সোনার রশি দিয়ে ট্রাই করে দেখতে পারেন!!
বন্যা লিপি
সোনার অনেক দাম! নারকেলের ছোবার রশি অনেক মজবুত!
আরজু মুক্তা
কফি তো ঠাণ্ডা হচ্ছে।
জীবন আবারও চলবে জীবনের মতো।
বন্যা লিপি
জমা খারিজের খেরোখাতা ওল্টাতে ওল্টাতে কফি ঠান্ডা হয়েই যায় সবসময়!!
আরজু মুক্তা
গরম করলেও সেই কফি আর ভালো লাগেনা!
বন্যা লিপি
দ্বিতীয়বার গরমকরা চাই খাইনা, কফি গরম করে তো খাওয়ার প্রশ্নই ওঠেনা। কফি খাওয়ই ছেড়ে দেব😃😃
শাহরিন
জমানো কথা গুলো কিন্তু আমি শুনিনি 🙂
বন্যা লিপি
সে জমানো কথা কেউ শোনেনি, কেউ শুনবেও না 😊শোনাবোই না……..
শাহরিন
আরে বলে ফেলেন, আমরা কাউকে বলবোই নাহ।
হাফেজ আহমেদ রাশেদ
আপুটির কবিতাটা হৃদয় ছুঁয়েছে, জমা রাখা সব বলে দিয়েছে যে,,মুগ্ধতা নিয়ে গেলাম
বন্যা লিপি
সব জমা রাখা কি সবাইকে বলে দেয়া যায়?? উঁহু…….. তা কখনো যায়না। আপনার মুগ্ধতায় মুগ্ধ হলাম হাফেজ সাহেব। শুকরিয়া জানাই।
সাবিনা ইয়াসমিন
এমন লেখা কেবল তুমিই লিখতে পারো বন্যা। জানো, এতে এতটুকুও ঈর্ষা হয়না। মনটা অনাবিল আনন্দে ভরে উঠে তোমার লেখাগুলো পড়লে। ব্যাথারও এক আলাদা সৌন্দর্য আছে, না-বলা কথা শোনার মাঝেও মুগ্ধতা থাকে, তা অনুভব করতে পারি যখন এভাবে লেখো।
খুব ভালো লিখেছো। প্রিয়তে তোমার অন্য লেখার সাথে এটিও জমা রাখলাম।
ভালোবাসা নিও ❤❤
বন্যা লিপি
আমার কেবল ঈর্ষা হয় তোমায় নিয়ে। তোমার মত অমন যখন তখন কবিতার অ-কবিতা লিখতে পারিনা বলে। কিছু জমানো পাহাড় এমন করেই থাকে।
আমি নই আমার লেখা ধন্য কারো প্রিয়তে ঠাঁই পেলে। তাও আবার তোমার মতো বন্ধু সুহৃদএর ❤❤
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।💝💝
মোঃ মজিবর রহমান
সাবিনা আপু আমার ঈর্ষা হই বাট রাগ হই আমি পারিনা। তাই
মনির হোসেন মমি
কিছু জমে থাকা শ্রাবণের জলে
সর্বস্ব স্বকীয়তায়
অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
কোলা ব্যাঙের পরিবার।
এইটুকু বাংলা তরজমা করে দেন।কবিতায় অনেক কাচা কম বুঝি।
বন্যা লিপি
ভাই, ইংলিশে আমি বড় কাঁচা। তার আবার বাংলা তর্জমা করুম?? তাইলে তা হবে ব্যঙের ঘ্যাঙর ঘ্যঙর ডাকের মতো। আপনি যে দাঁত ভঙেন নাই তাই রক্ষা।
মনির হোসেন মমি
হা হা হা।খুব ভাল লেখেন আপনি।
বন্যা লিপি
মমি ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা🌺🌺
মোঃ মজিবর রহমান
কোনো শান্ত সদিচ্ছায় আমুল ডুবে যাবো
বেভূলা বেহালার সুরে!!
তাবৎ হিসেব নিকেশের পৃষ্ঠায় বেভুলা বেহালার সুর গেথে যাক অন্তরে।
বন্যা লিপি
একদম!!! তাই থাকুক গেঁথে নিরবে নিভৃতে। মন্কব্যে কৃতজ্ঞতা জানবেন।
শামীম চৌধুরী
কিছু জমে থাকা শ্রাবণের জলে
সর্বস্ব স্বকীয়তায়
অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
কোলা ব্যাঙের পরিবার।
লাইনগুলি ভালো লাগলো।
বন্যা লিপি
ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন সবসময়।
শাফিন আহমেদ
আপু চোখ বন্ধ করে অনুভব করা যায় তোমার কবিতার লাইনগুলো । ভালোবাসা আপু ।
বন্যা লিপি
তোমার মন্তব্যে সত্যি আমি আপ্লুত। একদম ব্যতিক্রম আমার কাছে এমন মন্তব্য।ভালোবাসা আমরন 💜💜
শিরিন হক
কিছুই বলবার নেই।
ভালোবাসার রেশ টুকু নিও প্রিয়। তোমার লেখনির মুগ্ধতা আমাকে দিও।
ভালোথেকো মিতা
বন্যা লিপি
কেন কিছু বলবা না?? আমি তো শোনার অপেক্ষায় থাকি জানোনা তুমি মিতা??
স্যরি দেরি করে ফেললাম তোমার মন্তব্যের জবাব দিতে। কি করবো বলো, ব্লগে এলাম বহুদিন পর। ভালোবাসা জেনো ❤❤❤
মোহাম্মদ দিদার
অসাধারণ কাব্য পঠে মন্ত্রমুগ্ধ হলাম।
বন্যা লিপি
আপনার মন্তব্য দেখতে অনেক দেরি করে ফেললাম। মার্জনা করবেন। ইচ্ছাকৃত ভুল নয় এটা । আপনার ভালোলাগাটুকু আমার লেখার প্রাপ্তি। ভালো থাকবেন সবমময়।শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
অসাধারণ লাগল কবিতাটি।
একরাশ বধিরতা নীরবতা
আগল ভেঙে হামাগুড়ি দেবে
দু’পাশের চেয়ারের মাঝখানে!
এই ব্যক্তিক রূপটা অসাধারণ লেগেছে।ভালো থাকবেন,আপু।
বন্যা লিপি
অদেখা মন্তব্য দেখতে গিয়ে হোঁচট খেলাম।এত পুরোনো পোস্টে মন্তব্য??
আন্তরিক কৃতজ্ঞতা রইলো আপনার জন্য।
ভালো থাকবেন আপনিও।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
আমি ব্লগে নতুনতো! তাই ছুটিতে অবসরে ঢু দিচ্ছি পুরনো কিছু লেখাতে।
ধন্যবাদ,আপু।
বন্যা লিপি
এ আমার সৌভাগ্য যে আপনি আমার পুরোনো পোস্ট খুঁজে পড়েছেন এবং আপনার ভালোলাগা ব্যাক্ত করেছেন। আন্তরিক ধন্যবাদ।