অজস্র হারানো সন্ধ্যা

বন্যা লিপি ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৮:৫৬:৫৯অপরাহ্ন কবিতা ৪১ মন্তব্য

জমা রেখেছি কিছু কথার পাহাড়!
কিছু জমা রেখেছি আবেগের জঞ্জাল!
গভীর সমুদ্রের নীলটুকু কুড়িয়ে নিয়েছি
আটপৌরে আঁচলের তলে।

সময়ের সন্ধ্যায় বইবে শ্রাবণের
কামিনী ধোয়া বাতাস।
প্রবালের বুকে ঝড়ের বেগে
আছড়ে পড়া নোনাকাব্য
জেগে উঠবে যখন!!
একরাশ বধিরতা নিরবতা
আগল ভেঙে হামাগুড়ি দেবে
দু’পাশের চেয়ারের মাঝখানে।

কোনো শান্ত সদিচ্ছায় আমুল ডুবে যাবো
বেভূলা বেহালার সুরে!!
তাবৎ হিসেব নিকেশের পৃষ্ঠায়
জমতে থাকবে বালুরাশি;

কিছু জমে থাকা শ্রাবণের জলে
সর্বস্ব স্বকীয়তায়
অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
কোলা ব্যাঙের পরিবার।

ভ্রুক্ষেপের গলায় কঠোর রশি দিয়ে
ঝুলিয়ে জমা রাখবো, অজস্র বিকেলের
ধোঁয়া ওঠা গরম কফির পেয়ালা……./

১৪৫৩জন ১১৯৮জন

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ