হে সূর্য ,
তোমার আলোক রশ্মি আমার শুন্য ঘরে
আসবে বলে প্রতীক্ষার প্রহর গুনি।
কতদিন হয়নি দেখা তোমার মুখ
অবরুদ্ধ বাড়ি, পাড়া, মহল্লা, জনপদ
আমার পৃথিবীটা আজ অন্ধকার গ্রাস করছে নিয়ত
অনিশ্চিত ভবিতব্যে করে যাই কাউন্ট ডাউন
এক, দুই থেকে নয় যদি পাশে বসে যায় শুন্য
তবে ভারী ভয় হয়।
ভারী অচেনা ঠেকে থমকে দাঁড়ানো বৃক্ষরাজি
হারিয়ে খুঁজি আমার অস্তিত্ব টুকু।
হে সূর্য ,
একটু তাপ দাও
এখানে জমেছে শীতল বরফ
স্রোতস্বিনী নদী হারায় পথ
গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
অস্থি মজ্জায় আজ পড়েছে টান।
হে সূর্য ,
আমি আজও সুড়ঙ্গ কুঁড়ে যাই
তুমি থাক আজ স্থির অবিচল
শেষ প্রান্তে হলেও যাতে তোমার রশ্মির দেখা পাই।
২৭টি মন্তব্য
ইঞ্জা
হে সূর্য ,
একটু তাপ দাও
এখানে জমেছে শীতল বরফ
স্রোতস্বিনী নদী হারায় পথ
গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
অস্থি মজ্জায় আজ পড়েছে টান।
হৃদয় ছুঁয়ে গেলেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান,
ব্লগে টেষ্ট করতে গিয়ে লিখা হয়ে গেল।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা দাদা
সুপায়ন বড়ুয়া
জিসান ভাই,
হয়নি তো , যেভাবে ইনবক্স এ দিছি ঐভাবে দিন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
আপনি আপনার মত লিখে প্রকাশ করে দিবেন। এ নিয়ে আর একটুও ভাববেন না।
শুভ কামনা।
জাকিয়া জেসমিন যূথী
হে সূর্য ,
একটু তাপ দাও
এখানে জমেছে শীতল বরফ
স্রোতস্বিনী নদী হারায় পথ
গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
অস্থি মজ্জায় আজ পড়েছে টান।
ভীষণ সুন্দর, কবিতার পুরোটা জুড়েই।
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু,
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ও দেখি কঠিন কঠিন শব্দ দিয়ে কবিতা লিখলো। আপনার ছন্দ কবিতার ভক্ত আমি। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
কলেজের প্রথম দেয়ালিকার কবিতা কি জানেন ?
“যতই কবিতা লেখনা কেন
বাংলা তোমায় চায় না “
থাক আজখে না হয় আর না।
ব্লগে লেখা টেষ্ট করতে গিয়ে লিখলাম
জিসান ভাই আর নাজমুল ভাইকে বিরক্ত করলাম।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এই প্রথম ভিন্নতর কিছু লিখতে দেখলাম।
আমার ভালই লাগে, এমন কিছু পড়তে।
আলোটুকু আমাদের চাই-ই, সামান্য হলেও।
হোক তা কুড়ে-খুড়ে যে ভাবেই হোক।
সুপায়ন বড়ুয়া
আলো আসবেই।
আবার জমবে মেলা
হাটখোলা বটতলা
আপনাকে দেখে শিখার চেষ্টা করছি।
শুভ কামনা।
সাদিয়া শারমীন
আসলেই যে সূর্য রশ্মি আসার প্রতীক্ষায় প্রহর গুণছি আমরা সবাই। কবে এ ঘোর অমানিশা কাটবে কে জানে??
সুপায়ন বড়ুয়া
আমি আশার স্বপ্ন দেখি দিবানিশি
অমানিশার ঘোর কাটবেই
জাগুক পড়শী।
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
আপনার প্রতিটি কবিতা অতুলনীয় দাদা।
বেশ ভালো কাব্যকথন।
সুপায়ন বড়ুয়া
সুহৃদ আছে পাশে ভাই
তাই লিখে যাই।
কৃতার্থ বন্ধু আমি
তোমাদের শুভ কামনায়।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
সূর্য উঠবেই একদিন,
আমরা সেদিনের অপেক্ষায়।
ভিন্ন ধরনের ( টাইপ ) লেখায় অনেক ভালোলাগা।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ব্লগটা টেষ্ট করতে গিয়ে আমার লেখা হয়ে যায়
আপনাকে কষ্ট দেয়ার ছলে।
আজ ও আছি প্রতীক্ষায়
নতুন সুর্য উঠবে বলে।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদিন এই লকডাউন নামক ভীতিকর পরিস্থিতি স্বাভাবিক হবে। আর দেখতে পাবো সূর্যের কিরণ জানালার ফাঁক বেয়ে ঘরে আসবে। আমরা যে বড্ড আশাবাদী।
চমৎকার লিখেছেন দাদা। ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
আশায় থাকি। আশায় বাঁচি।
তাই তো মোরা বাসায় থাকি
সবাইকে নিয়ে বাঁচি।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার রচনা দাদা। দ্রুত কেটে যাক অন্ধকার।
সুপায়ন বড়ুয়া
আশায় আছি , আশায় বাঁচি
সবাইকে স্বপ্ন দেখি।
ধন্যবাদ। শুভ কামনা।
রেহানা বীথি
রাত্রিশেষে সূর্যের প্রতীক্ষায়
আলো চাই, আলো আসুক।
খুব সুন্দর লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
মানুষ যখন হতাশায় ভোগে
তখন মানুষ বাঁচার স্বপ্ন দেখে
আমি ও দেখি নতুন সুর্য উঠার।
শুভ কামনা আপু।
তৌহিদ
দাদা আশার আলো দেখতে চাই। বন্দী জীবন আর ভালোলাগছেনা।
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
আশা নিয়ে সবাইকে নিয়ে বাঁচব
বন্দী জীবনের হোক অবসান
আতঙ্ক কেটে ফিরে পাই প্রাণ।
ভাল থাকবেন। শুভ কামনা।