জীবন হত মরুভূমি সম, বৃথাই হত জন্ম।
মনো মাঝে যদি না থাকিত ভালোবাসা।
নানা ভঙ্গিতে, সঙ্গীতে, প্রকৃতির রূপে।
নানা বর্নে, রঙে রয়েছে চিত্তে এর নেশা।
নিশিত রাতের গভীর চিরে নতুন প্রভাত দেখা
ক্লান্ত দুপুরে উদাস বাঁশরি আন মনে আকুল প্রাণে সুর শোনা।
জোৎস্নালোকে হারাবার তরে, তরী বেয়ে দোল খাওয়া।
নদীর কলতান, ভাটিয়ালি গান একলা আপন মন।
প্রিয় মুখখানি মনে মনে ভাবি অচেতন।
বুকে জড়িয়ে সুধা পান করি
নিবিড় যতনে ভালোবাসি তারে আনমনে।
ভালোবাসা, ভালোবাসা যদি নাই থাকিত।
এ জীবন হত বিস্বাদ সম, প্রকৃতির রং ধূসর লাগিত।
১৬টি মন্তব্য
মাসুদ চয়ন
জীবন এক বয়ে চলা নদী_জলের আরেক অর্থ রুপ।
শিরিন হক
ধন্যবাদ জবাব
শিরিন হক
ধন্যবাদ জনাব
মনির হোসেন মমি
জয় হোক ভালবাসার।গল্প কবিতা অনুভুতি সবটায়তেই দেখি আপনার দক্ষ বিচরণ।চমৎকার।
শিরিন হক
ধন্যবাদ ভাই, সংসার ধর্ম পাঠ করে নিজের জন্য কিছুটা সময় লেখার জন্য রাখি। কিছু লিখে এমন মন্তব্য মনে সাহস যোগায়।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা যদি নাই থাকিতো
বাজিতো না প্রানের স্পন্দন…
ভালো হয়েছে। শিরোনাম অনুভাব ! আমি ভেবেছি ওটা অনুভব হয়।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
সাবিনা আপু অনুভাব ই লিখেছি।।অনুভব আর অনুভাব দুটো অর্থ আলাদা। চিরো স্থায়ী মনোভাব কে বোঝাতে চেয়েছি।
ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
চিরস্থায়ী মনোভাবের অর্থ জানানোর জন্যে অনেক ধন্যবাদ শিরিন। লেখকের হাত ধরে শব্দরা খেলা করুক 🌹🌹
নিতাই বাবু
ভালোবাসা ছাড়া আর আছে কী?
ভালোবাসা হলো এ দেহের নিশ্বাস–
নিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি?…
শিরিন হক
শুভ কামনা। অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন।
আরজু মুক্তা
সাহিত্যের সব শাখায় বিচরণ আপনার।।ভালো লাগলো।ভালোবাসা ছাড়া কিছু হয়না
শিরিন হক
ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
ভালোবাসা হীন জীবন কোন জীবনই নয়,
আরো লিখুন কবিতা
আরো পড়ুন কবিতা।
শিরিন হক
ভালোথাকবেন।ধন্যবাদ আপনাকে
রেহানা বীথি
ঠিক, ভালোবাসাই জয় করতে পারে সবকিছু।
ভালো লাগলো খুব ।
শিরিন হক
শুভকামনা রইলো। মন্তব্য করে পাশে থাকবেন।