হৃদয় গহীনে অনুভাব

শিরিন হক ২২ জুন ২০১৯, শনিবার, ১১:৪০:৪০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

জীবন হত মরুভূমি সম, বৃথাই হত জন্ম।
মনো মাঝে যদি না থাকিত ভালোবাসা।
নানা ভঙ্গিতে, সঙ্গীতে, প্রকৃতির রূপে।
নানা বর্নে, রঙে রয়েছে চিত্তে এর নেশা।

নিশিত রাতের গভীর চিরে নতুন প্রভাত দেখা
ক্লান্ত দুপুরে উদাস বাঁশরি আন মনে আকুল প্রাণে সুর শোনা।
জোৎস্নালোকে হারাবার তরে, তরী বেয়ে দোল খাওয়া।
নদীর কলতান, ভাটিয়ালি গান একলা আপন মন।

প্রিয় মুখখানি মনে মনে ভাবি অচেতন।
বুকে জড়িয়ে সুধা পান করি
নিবিড় যতনে ভালোবাসি তারে আনমনে।
ভালোবাসা, ভালোবাসা যদি নাই থাকিত।
এ জীবন হত বিস্বাদ সম, প্রকৃতির রং ধূসর লাগিত।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ