হতাশায় কমিল একপোয়া।

খসড়া ৩ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০২:০৩:৫০অপরাহ্ন বিবিধ, সাহিত্য ৩৭ মন্তব্য

সেই কবিতার ভাবার্থ লেখব এখন। যা কেউ বুঝলনা বা  বুঝেনি।  সারা দিন রাত সব মিলিয়ে তিন দিনের প্রচেষ্টায়  এবং প্রচন্ড বেদনার একটি কবিতা প্রসব করলাম। হ্যা দ্যার্থহীন কন্ঠে স্বীকার করেই  বলেছি যে যা লিখেছি তার মাঝে কোন ছন্দমিল নেই।  অর্থাৎ আমি নিজেই খুঁজে পাই নি। তাই তার নাম দিয়েছি গদ্যকবিতা। আমিতো বলিনি তা পদ্য।   জানি কবিতা হয়নি , তাতে কি কবিতায় কি শ্রমের অভাব ছিল অথবা ভাবের। আমার মনে হয় না কোন  অভাব ছিল ভাবের। আমি পরিষ্কার ভাবে কবিতার ভাব প্রকাশ করেছি।  কেউ বুঝলনা বলে তাদের অবুঝ মন্তব্যের আমি কোন উত্তর দেইনি।

ব্লগে প্রকাশ করার হ্যাপার কথা না হয়  বাদ ই  দিলাম, কিন্তু এই কবিতা প্রকাশের উত্তেজনা, উহ সে যে কি সুখ যন্ত্রনা । রন্ধ্রে রন্ধ্রে মাদকতা। শিরায় শিরায়  ছুটে চলা রক্ত কনিকা চলার বেগেই উত্তপ্ত।  কিছুটা লজ্জা , কিছুটা বোকামী , সেই বকামিকে স্মার্ট করার চেষ্টা , যেন  বার বার আয়নায় নিজেকে দেখে মেরুদন্ড সোজা করে ভাব গাম্ভির্য্য আনা। এ রোমাঞ্চের তুলনা শুধু চলে  বাসর ঘরে   নববধুকে প্রথম স্পর্শ  করার সাথেই।

সেই যে অবগুন্ঠিত বধু ফুলেল খাটে বসে আছে। ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। কপালে বিন্দু বিন্দু ঘাম, কণ্ঠনালী শুকিয়ে কাঠ। মনে কত শঙ্কা। আমি যাকে এক পলকের তরে চোখ তুলে দেখেছিলাম এ সেই তো? আমাকে সে পছন্দ করবে তো ? আমাকে ভালবাসবেতো?  এই মুহূর্তে আমার যেন কী কাজ? নববধুর মনোযোগ আকর্ষনের জন্য কি যে করার কথা বন্ধুরা বলে দিল যা চ্ছাই ভুলেই তো গেলাম। কোন কিছু মনে করতে  না পেরে বোকার মত প্রশ্ন করে ফেললাম  —আমাকে বিয়ে করে তুমি সুখি হয়েছ? বউ এর স্মার্ট উত্তর——– খুশি হয়েছি বলতে পারি, কিন্তু সুখী হয়েছি কেমন করে বলব।

এই উত্তরের পর যা ছিল মনে অর্থাৎ যা বলতে চেয়ে ছিলাম  তাও গেল উল্টে । তারাতারি করে কি বুঝাতে চেয়েছি বলবার  জন্য খাটের কাছে দ্রুত ছুটে যেতে যেয়ে সাইড টেবিলে রাখা পানির জগ উল্টে পড়ে ঘরময় পানি, তার চেয়ে ভয়াবহ কামানের গোলার শব্দের মত শব্দ করে জগ চূর্ণবিচূর্ন হওয়া।  এত্ত কপাল পোড়া বর বোধ হয় এই  ধরাধামে আর একটিও জন্ম গ্রহন করেনি। নববধূর অবগুন্ঠন আর আমার খোলা হলো না। সে নিজেই তার অবগুন্ঠন তুলে খুব শান্ত স্বরে বলল—- তুমি শান্ত হয়ে বস। আমি দেখছি। দরজা খুলে চলে গেল। যাবার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বালা করে উঠল। এই চব্বিশ  বছর বয়সে যদিও একটি মেয়ে পেলাম যে বিয়ে করতে রাজি হয়েছে সর্বোপরি ভালওবাসতো সেও বোধ হয় চলে গেল, আর ফিরবে না।

(চলবে—————–

১জন ১জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ