গানটিতে পেয়ে বসেছে আমাকে।বারবার শুনছি এই গান।মোবাইল,ল্যাপটপে চলছে চলছে বারবার।যখন সব কিছুর সাউন্ড অফ করে রাখি,তখনো শুনছি।সাউন্ড বক্স ছারাও যে গান বাজে এই গান শুনে প্রথম বুঝলাম। শুনে দেখুন আপনাদেরও ভাল লাগবে আশাকরি।
ইচ্ছে ছিল ফটোগুলোর মধ্যে গানের লেখা গুলো দিয়ে দেই।কিন্তু ফটো এডিটে বড্ড আনাড়ি আমি তাই দিতে পারলাম না।অভিজ্ঞজনেরা যদি একট্টু পরামর্শ দিতেন,তাহলে ভবিষ্যতে কোন এক পোষ্টে চেষ্টা করে দেখতাম ফটোর মাঝেই লেখা দেয়ার।
স্বপ্ন নিয়ে এসেছে স্বপ্নঘুড়ি (y)
গানের লাইন আর ছবিগুলো যেভাবে দিয়েছেন আমার মতে ওটাই ঠিক আছে:)
ধন্যবাদ এমন স্বপ্নময় একটা গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য.. -{@
গানের কথাগুলো সুন্দর অবশ্যই, তবে এর সাথে এতো সুন্দর সব ছবি মিলিয়ে দিয়েছেন, দারুন দারুণ।
এই ছবিগুলোতে লেখা এড করে দিলে মনে হয় এতো ভালো লাগতো না, এটাই ঠিক আছে আমার মতে।
আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে লেখা এড করবার, কাজে লাগাতে পারেন। Thumbnail এ রাইট ক্লিক করে open with..paint দিতে হবে। এরপর ওখানে টেক্সট লিখুন। কেমন শিখলেন প্রমাণ দিন 🙂
স্বপ্ন নাম বলে সারাক্ষণ স্বপ্নের মধ্যেই থাকতে হবে!!!
খুব গান শোনা হচ্ছে বুঝি? স্বপ্নঘুড়ি হবেন বলে ঘুমিয়ে পরেন? আমি তো জেগে জেগেই স্বপ্ন দেখতে পারি 🙂
খুব সুন্দর প্রত্যেকটি ছবি, গানের লাইনগুলোর সাথে মিলে মিশে গেছে। ছবি দেখেতো বৃষ্টিতে ভিজতে করছে। গানটা খুব খুব ভালো লেগেছে। বেশী করে গান শুনুন, আমাদেরও শোনান।
খুব শব্দটি চার বার ব্যবহার করলেন।জেগে জেগে স্বপ্ন দেখা যায় বুঝি?আমাকে একটু শিখিয়ে দিলেও পারতেন।আপনার আপত্তি না থাকলে একসাথে বসে ইচ্ছে মত স্বপ্ন বানিয়ে দেখতাম।ভিজুন বৃষ্টিতে,বৃষ্টি হোক আপনার আকাশে।স্বপ্নের মাঝে পাওয়া কিছু গান নিয়ে পোষ্ট দেব ভাবছি।আপনার ভাল লাগতে পারে।বেশী করে গান শোনার ফলাফল এটি 🙂
কি বললেন? খুব শব্দটা কম ব্যবহার করেছি? আরো চাই?
আপনি খুব পঁচা লোক, বেশি বেশি গান শুনছেন, আর আমাদের শোনাচ্ছেন একটা।
খুব সুন্দর করে আরো কয়েকটা গান শেয়ার করুন, খুব সুন্দর ছবি দিয়ে।
জেগে জেগে স্বপ্ন দেখতে হলে আমারে মতো খুব পাগল হতে হবে। 🙂
স্বপ্ন
আচ্ছা আচ্ছা গানের পোষ্ট দিচ্ছি ম্যাডাম 🙂
অনিকেত নন্দিনী
স্বপ্নঘুড়ি তো এক্কেবারে সাত আকাশের উপরে নিয়ে গেলো! কখন কী করে এতো উপরে চলে গেছি টেরই পাইনি। শেষ ছবিতে পৌঁছে বুঝলাম অনেক উপরে পৌঁছে গেছি। একরাশ ভালো লাগা দিলো ছবিগুলো। এমন আরও অনেক গান-ছবি দেখতে চাই।
৪৩টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
অসাধারন এক কথায়
স্বপ্ন
গত দু সপ্তাহ যাবত এই গানে আটকে আছি ভাইয়া 🙂
আবু জাকারিয়া
ভাল লাগল। বেশি ভাল লাগল ছবিগুলো। গানটা পরে একসময় শুনব।
স্বপ্ন
সময় পেলে গানটি শুন দেখবেন অবশ্যই।
খেয়ালী মেয়ে
স্বপ্ন নিয়ে এসেছে স্বপ্নঘুড়ি (y)
গানের লাইন আর ছবিগুলো যেভাবে দিয়েছেন আমার মতে ওটাই ঠিক আছে:)
ধন্যবাদ এমন স্বপ্নময় একটা গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য.. -{@
স্বপ্ন
ছবি আর লেখা তাহলে এমনই ঠিক আছে? 🙂 ধন্যবাদ আপু।আপু আপনার বুদ্ধুর প্রতি চিঠি মিস করি খুব।
খেয়ালী মেয়ে
হুমমমমম পোস্টটা দারুন হয়েছে 🙂
আমিও খুব মিস করি বুদ্ধুটাকে 🙁
খুব শীঘ্রই আবার লিখবো…
স্বপ্ন
বুদ্ধুটা কি চিঠি পাবেই না কোনদিন আপু? 🙁
খেয়ালী মেয়ে
মনে হয় পাবে না 🙁 আর পেলে তো নিশ্চয় আমাকে লিখতো 🙁
স্বপ্ন
সে চিঠি পেলে জানাবেন আপু 🙂
কৃন্তনিকা
গানটা সুন্দর… (y)
শুন্য ব্যান্ড দিনদিন আমার প্রিয় হয়ে যাচ্ছে। (3
এই ব্যান্ডের আরেকটা গান “বেদনা” আমার ভীষণ প্রিয়। শুনে দেখতে পারেন। ইউটিউবে আছে।
স্বপ্ন
যাক বাঁচলাম,শুধু আমার একারই প্রিয় নয় 🙂 শুন্য ব্যান্ড আসলেই ভালো করছে । বেদনা শুনবো আপু -{@
ব্লগার সজীব
গানের কথা এবং সুর অদ্ভুত সুন্দর।ছবি দিয়ে গানকে ভালোই সাজিয়েছেন -{@ (y)
স্বপ্ন
ছবি নির্বাচন যথার্থ হচ্ছে কিনা চিন্তায় ছিলাম কিছুটা।ধন্যবাদ ভাইয়া -{@
শুন্য শুন্যালয়
গানের কথাগুলো সুন্দর অবশ্যই, তবে এর সাথে এতো সুন্দর সব ছবি মিলিয়ে দিয়েছেন, দারুন দারুণ।
এই ছবিগুলোতে লেখা এড করে দিলে মনে হয় এতো ভালো লাগতো না, এটাই ঠিক আছে আমার মতে।
আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে লেখা এড করবার, কাজে লাগাতে পারেন। Thumbnail এ রাইট ক্লিক করে open with..paint দিতে হবে। এরপর ওখানে টেক্সট লিখুন। কেমন শিখলেন প্রমাণ দিন 🙂
স্বপ্ন নাম বলে সারাক্ষণ স্বপ্নের মধ্যেই থাকতে হবে!!!
স্বপ্ন
আপনি এবং কৃন্তনিকা আপু বললেন একই কথা।তাহলে এটাই ঠিক আছে 🙂 শিখলাম ছবিতে কিভাবে লেখা দিতে হয়।প্রমান দেব কেমন শিখলাম 🙂 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অসম্ভব সুন্দর কথাগুলো আর সাজিয়েছেনও সুন্দর করে -{@ কল্পনা আর বাস্তবে মিলে উড়ে স্বপ্ন ঘুড়ি -{@
স্বপ্ন
‘কল্পনা আর বাস্তবে মিলে উড়ে স্বপ্ন ঘুড়ি’ ভাল বলেছেন ভাইয়া -{@
জিসান শা ইকরাম
গানটি নতুন শুনলাম
কথা,সুর,সঙ্গীত,কন্ঠ দারুন।
ছবি কালেকশন ভালোই করতে পারেন দেখছি।
শুন্য ব্যান্ডের নামই এই প্রথম জানলাম।
স্বপ্ন
ব্যান্ডটি বেশ ভালো গান গাচ্ছে বর্তমানে।ছবি তো গুগলের সব।
লীলাবতী
স্বপ্ন ভাইয়া খুবই সুন্দর হয়েছে।যার ভাললাগাটা আপনার কাছে সবচেয়ে প্রত্যাশিত তাকে দেখিনা অনেকদিন।
স্বপ্ন
ধন্যবাদ আপনাকে -{@ সে কিছুটা ব্যাস্ত 🙂
লীলাবতী
শুন্য ব্যান্ড আমারো প্রিয়।
স্বপ্ন
আমারো 🙂
নুসরাত মৌরিন
গানের কথার সাথে মিলিয়ে মিলিয়ে ছবি,বাহ্ কী ভাল লাগলো!!
এক কথায় অনবদ্য।
গানটা এমনিতেই সুন্দর।আজ যেন আরো বেশি ভাল লাগলো…। (y)
নুসরাত মৌরিন
মনটা অনেক খারাপ ছিল গানটা শুনে মনটা ভাল হয়ে গেল।ছবির সাথে মিলিয়ে গানটা শুনতে খুব বেশি ভাল লাগলো।
ধন্যবাদ ভাইয়া,এমন মন ভাল করা পোস্টের জন্য।
স্বপ্ন
আমার পোষ্ট আপনার মন ভাল করে দিল,পোষ্ট দেয়াটা সার্থক হল আপু।মন ভালো থাকুক সারাক্ষণ।
রিমি রুম্মান
বাহ্ প্রতিটি লাইনের সাথে মানানসই ছবি… চমৎকার লাগলো।
স্বপ্ন
ধন্যবাদ আপু।
শিশির কনা
মন ভালো করে দেয়ার মত একটি পোষ্ট দিলেন স্বপ্ন 🙂
স্বপ্ন
ভাল করে দিতে পেরেছি জেনে ধন্য আমি।
ছাইরাছ হেলাল
ছবি আর গান মিলিয়ে দারুণ একটি লেখা ।
শুনলাম গানটি।
স্বপ্ন
আপনার প্রশংসা ভালই লাগে -{@
প্রজন্ম ৭১
দারুন দারুন দারুন এক পোষ্ট।
স্বপ্ন
ধন্যবাদ প্রজন্ম ভাইয়া।
মিথুন
খুব গান শোনা হচ্ছে বুঝি? স্বপ্নঘুড়ি হবেন বলে ঘুমিয়ে পরেন? আমি তো জেগে জেগেই স্বপ্ন দেখতে পারি 🙂
খুব সুন্দর প্রত্যেকটি ছবি, গানের লাইনগুলোর সাথে মিলে মিশে গেছে। ছবি দেখেতো বৃষ্টিতে ভিজতে করছে। গানটা খুব খুব ভালো লেগেছে। বেশী করে গান শুনুন, আমাদেরও শোনান।
স্বপ্ন
খুব শব্দটি চার বার ব্যবহার করলেন।জেগে জেগে স্বপ্ন দেখা যায় বুঝি?আমাকে একটু শিখিয়ে দিলেও পারতেন।আপনার আপত্তি না থাকলে একসাথে বসে ইচ্ছে মত স্বপ্ন বানিয়ে দেখতাম।ভিজুন বৃষ্টিতে,বৃষ্টি হোক আপনার আকাশে।স্বপ্নের মাঝে পাওয়া কিছু গান নিয়ে পোষ্ট দেব ভাবছি।আপনার ভাল লাগতে পারে।বেশী করে গান শোনার ফলাফল এটি 🙂
মিথুন
কি বললেন? খুব শব্দটা কম ব্যবহার করেছি? আরো চাই?
আপনি খুব পঁচা লোক, বেশি বেশি গান শুনছেন, আর আমাদের শোনাচ্ছেন একটা।
খুব সুন্দর করে আরো কয়েকটা গান শেয়ার করুন, খুব সুন্দর ছবি দিয়ে।
জেগে জেগে স্বপ্ন দেখতে হলে আমারে মতো খুব পাগল হতে হবে। 🙂
স্বপ্ন
আচ্ছা আচ্ছা গানের পোষ্ট দিচ্ছি ম্যাডাম 🙂
অনিকেত নন্দিনী
স্বপ্নঘুড়ি তো এক্কেবারে সাত আকাশের উপরে নিয়ে গেলো! কখন কী করে এতো উপরে চলে গেছি টেরই পাইনি। শেষ ছবিতে পৌঁছে বুঝলাম অনেক উপরে পৌঁছে গেছি। একরাশ ভালো লাগা দিলো ছবিগুলো। এমন আরও অনেক গান-ছবি দেখতে চাই।
স্বপ্ন
গানটি খুবই সুন্দর না আপু?আমার তো খুবই ভালো লাগে।সময় পেলে এখনো শুনি।দেবো আরো পোষ্ট।ধন্যবাদ আপু।
অরণ্য
গানটি প্রথম শুনলাম।
গানটি মানুষকে ঘোরে ফেলতেই পারে। 🙂
গুড শেয়ারিং। থ্যাঙ্কস্।
স্বপ্ন
ধন্যবাদ অরণ্য ভাইয়া।