স্বপ্নঘুড়ি

স্বপ্ন ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ০৯:২৭:৪৭অপরাহ্ন ছবিব্লগ, সঙ্গীত ৪৩ মন্তব্য
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে / ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি / ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি/ হব বলে স্বপ্নঘুড়ি।
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।
জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।

 

গানটিতে পেয়ে বসেছে আমাকে।বারবার শুনছি এই গান।মোবাইল,ল্যাপটপে চলছে চলছে বারবার।যখন সব কিছুর সাউন্ড অফ করে রাখি,তখনো শুনছি।সাউন্ড বক্স ছারাও যে গান বাজে এই গান শুনে প্রথম বুঝলাম। শুনে দেখুন আপনাদেরও ভাল লাগবে আশাকরি।

ইচ্ছে ছিল ফটোগুলোর মধ্যে গানের লেখা গুলো দিয়ে দেই।কিন্তু ফটো এডিটে বড্ড আনাড়ি আমি তাই দিতে পারলাম না।অভিজ্ঞজনেরা যদি একট্টু পরামর্শ দিতেন,তাহলে ভবিষ্যতে কোন এক পোষ্টে চেষ্টা করে দেখতাম ফটোর মাঝেই লেখা দেয়ার।

গানটি শুনুন এখানে ক্লিক করে

শিরোনামঃ স্বপ্নঘুড়ি
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য

ছবি গুলো সব গুগল থেকে নেয়া।

১১৭৩জন ১১৭৬জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ