গতকাল ছিল আমাদের প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ এর জন্মদিন । এই দিনে হুমায়ুন আহমেদ ভক্তরা আন্তরিক ভাবে প্রিয় স্যারকে বিভিন্ন ভাবে স্মরণ করেছেন ।
সোনেলা ব্লগের ব্লগারগন বিভিন্ন সময়ে হুমায়ুন আহমেদ এবং তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিমুকে নিয়ে লিখেছেন । আমি এই পোস্টে তা সংকলিত করে রাখার চেস্টা করছি। এর বাইরে কোন পোস্ট থাকলে অনুগ্রহ করে জানাবেন ।
* নীলকন্ঠ জয় : শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ
* সীমান্ত উন্মাদ: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় হিমু।।
* মা মাটি দেশ: হুমায়ুন আহম্মেদ….
* প্রিন্স মাহমুদ : যাদুকর
* দিলরুবা মুন : দ্বীপ
* প্রিন্স মাহমুদ : লেখক নামদার
* নিশিথের নিশাচর :
হিমুর হাতে জ্বলন্ত সিগারেট (প্রথম পর্ব)
হিমুর হাতে জ্বলন্ত সিগারেট(দ্বিতীয় পর্ব)
আমার একটি রুপালি রাত এবং হিমু হবার গল্প
আমার একটি রুপালি রাত এবং হিমু হবার গল্প (২)
আমার একটি রুপালি রাত এবং হিমু হবার গল্প (৩) পর্ব
আমার হিমু হবার গল্প অথবা আমি কেন হিমু হতে চাই……
এই মেঘ এই রোদ্দুর : মেঘের মাঝে বাড়ি…….
জিসান শা ইকরাম : হিমেল
নুসরাত মৌরিন : আমার আপন আঁধার…একজন ম্যাজিশিয়ান ও কিছু কথা…
লেখার ক্রম যেটি সামনে এসেছে সে অনুযায়ী দিয়েছি। কাউকে ছোট বা বড় করার সামান্য তম ইচ্ছেও আমার নেই। এ ধরনের সংকলন পোস্ট আমি প্রথম দিলাম , তাই ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার জন্য অনুরোধ করছি ।
৪৬টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
সাধুবাদ সুন্দর একটি প্রচেষ্টার জন্য।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ
আদিব আদ্নান
এখানে প্রথম এমন প্রচেষ্টার জন্য অবশ্যই আন্তরিক ধন্যবাদ ।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ 🙂
মা মাটি দেশ
অবশ্য আপনি ধন্যবাদ পাবার যোগ্য। -{@ (y)
শিশির কনা
🙂 ধন্যবাদ
জিসান শা ইকরাম
এত লেখা সোনেলায় ? অবাক হলাম ।
ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
জি , আমাদের সোনেলায় অনেক লেখা :p
তওসীফ সাদাত
ধন্যবাদ আপনাকে এই পোস্টের জন্য। (y)
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ 🙂
খসড়া
ধন্যবাদ। দারুন একটি কাজ হয়েছে।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ খসড়া ভাই -{@
নীলকন্ঠ জয়
অসাধারণ। একসাথে প্রিয় স্যারের স্মরণে লেখাগুলো নিয়ে ভালো একটি আয়োজন।
শিশির কনা
খুজতে কিন্তু কষ্ট হয়েছে আমার :p
নীলকন্ঠ জয়
হ্যা শ্রমসাধ্য সফল প্রচেষ্টাই দেখছি। স্যালুট আপনাকে। (y)
শিশির কনা
আমাকে স্যালুট ? খুশিতে কিন্তু ড্যান্স দিতে ইচ্ছে করছে \|/
ছাইরাছ হেলাল
সংকলন পোস্ট আপনার হাত থেকেই এল এখানে ।
ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাইয়া -{@
নীলাঞ্জনা নীলা
একপোস্টেই সব পেলাম । ধন্যবাদ ।
শিশির কনা
ধন্যবাদ নীলাদি -{@
শুন্য শুন্যালয়
দারুণ প্রচেষ্টা …ধন্যবাদ শিশির কনা… -{@
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ শুন্য শুন্যালয় -{@
প্রিন্স মাহমুদ
কেউ যদি আপনার এই সংকলন দেখে এর একটা লেখাও পড়ে সেটাই প্রাপ্তি । কার নাম আগে কার নাম পড়ে সেটা ব্যাপার না আমার কাছে । আশা করি যারা লেখালেখি করে তাদের কারো কাছে সেটা মুখ্য হবেনা । কারন এখানের লেখা তো আমরাই পড়ি আর আমরা আমরাই তো -:-
শিশির কনা
। কারন এখানের লেখা তো আমরাই পড়ি আর আমরা আমরাই তো :D)
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ দিতে ভুলে গেছি । নতুন একটা ইতিহাস তৈরি করার জন্য সোনেলাতে ।
শিশির কনা
:p
প্রিন্স মাহমুদ
একটা ভুল শোধরাতে হবে অনেককে । তাঁর না ” হুমায়ুন আহমেদ ” ।
অনেকে আহম্মেদ লিখেছেন । স্যার নিজের নামের বানান
ভুল দেখতে পারতেন না ।
শিশির কনা
আমিও হুমায়ুন আহমেদ জানতাম । গুগলে সার্চ দিয়ে বিভ্রান্ত হয়েছি । ঠিক করে দিচ্ছি । ধন্যবাদ প্রিন্স ভাইয়া -{@
রিমি রুম্মান
সুন্দর আইডিয়া। ধন্যবাদ।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ আপু -{@
শাদমান সাকিব
অনেক অনেক দিন পর এসে প্রিয় হুমায়ুন আহমেদ নিয়ে এমন সংকলন
পোস্ট দেখে ভাল লাগল । কেমন আছেন ? পুরোনোদের অনেককেই দেখি না ,
যদিও অনেক নূতনদের এখানে দেখে ভাল লেগেছে ।
শিশির কনা
আমিও মিস করি পুরানোদের । কেমন আছেন সাদমান ভাই ? পুরানোদের তেমন দেখিনা । নতুন অনেক ব্লগার এসেছেন । দেখেও ভালো লাগছে । আমাদের সেই ছোট্ট সোনেলা এখন বড় হচ্ছে ধীরে ধীরে। ধন্যবাদ আপনাকে । -{@
স্বপ্ন
বুকমার্কস করে রাখলাম। কষ্ট করে সব পোস্ট গুলো এক পোষ্টে আনায় ধন্যবাদ আপনাকে (y) -{@
শিশির কনা
ধন্যবাদ আপনাকে -{@
ইখতামিন
চমৎকার পোস্ট 🙂
শিশির কনা
ধন্যবাদ ভাই -{@
জিসান শা ইকরাম
পোস্ট দিয়ে হাওয়া হয়ে গেলে কেমনে চলে ?
আমিও আরো এই পোস্টে জায়গা পাবার জন্য কত কষ্ট করে একটা হলুদ লেখা লিখলাম 😛
শিশির কনা
ব্যাস্ত থাকি প্রচন্ড , তারপরেও চোখ রাখি প্রিয় সোনেলায় । আপনার লেখাও পোস্টে নিয়ে নিচ্ছি । ধনবাদ দিন এবার :p
লীলাবতী
দারুন পোশট । কস্ট করেছেন অনেক ।
শিশির কনা
এটুকু কষ্ট তো করতেই হবে লীলা দিদি -{@
বনলতা সেন
কাজের কাজ করে ফেলেছেন , এখন কী শীত নিদ্রা !
অভিনন্দন আপনাকে এক গুচ্ছ ।
শিশির কনা
:p :p শীত নিদ্রার সময় কই দিদি ? ধন্যবাদ আপনাকে -{@
ওয়ালিনা চৌধুরী অভি
আগে বলবেন না < তাহলে আমিও একটি লেখা লিখে ফেলতাম :p
শিশির কনা
এখন লিখে ফেলুন আপু 🙂 -{@
তন্দ্রা
আপনি নিয়মিত পাঠক ভালভাবেই বোঝা যায়, অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
শিশির কনা
হ্যা , সব লেখাই পড়ি 🙂 আপনাকে ধন্যবাদ তন্দ্রা -{@