সোনেলায় ই- ম্যাগাজিনের জন্য জমাকৃত লেখা বাছাই ও অন্যান্য কাজ অনেকটাই এগিয়েছে। আশাকরি ই- ম্যাগাজিন নির্ধারিত সময়েই প্রকাশিত হবে।

ই-বুকের জন্য লেখা জমা দেয়ার শেষ সময় আগামী ২৫ মে ধার্য্য করা হলো।

ইতিপূর্বে ই- ম্যাগাজিনের জন্য প্রকাশিত লেখা সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে, কয়েকজন ব্লগার তাঁদের লেখা মুছে ফেলেছেন। এতে আমরা ধারনা করতে পারি যে ই- ম্যাগাজিনে তাঁদের লেখা প্রকাশিত হোক তা তারা চান না। তাই তালিকা হতে তাঁদের লেখা বাদ দেয়া হলো। যদিও তারা মুছে ফেললেও সমস্ত লেখা সোনেলা ব্লগ টিমের কাছে সংরক্ষিত আছে। যদি তারা চান তবে তাঁদের লেখা প্রকাশিত হবে। মন্তব্যের মাধ্যমে তারা তাঁদের ইচ্ছের কথা জানাতে পারেন।

কবিতা
ছাইরাছ হেলাল এরঃ ঈদের অপেক্ষা-প্রহর
২। ফজলে রাব্বি সোয়েব এরঃ আমি যখন মানুষ হই
৩। বন্য এরঃ দুপুরের ছল
৪। বন্যা লিপিরঃ সেদিন
৫। আরজু মুক্তা: আকুলতা
৬। মনির হোসেন মমিঃ শান্তির সন্ধ্যান
৭। রাফি আরাফাতঃ অনুভূতি
৮। নীরা সাদিয়াঃ অণুগল্প
৯। আসিফ ইকবালঃ অণুগল্প

গল্প
১। জিসান শা ইকরামঃ সেই তুমি এই আমি
২। নীরা সাদীয়াঃ আমার মধুমতি
৩। আরজু মুক্তাঃ এক দুপুরে
৪। রেজওয়ানঃ এলোমেলো স্বপ্ন গুলো
৫। রাফি আরাফাতঃ অবন্তী বলেছিল কাল এসো
৬। ছাইরাছ হেলালঃ রাজন্য প্রাধিকার
৭। মনির হোসেন মমিঃ “খোকার লাল পাঞ্জাবী” 
৮। রাফি আরাফাতঃ আমি ও আমার সিরিয়াল

ছড়া

প্রবন্ধ
১। সাবিনা ইয়াসমিনঃ বাংলা ব্লগ ও সোনেলা
২। তৌহিদঃ মাদকাসক্তি সমস্যা এবং আমাদের করনীয় 

একান্ত অনুভুতি
১। নিতাই বাবুঃ গুড়া মাছ জাতীয় খেতাব না পাওয়ায় দুঃখ!


চিঠি
১। সাবিনা ইয়াসমিনঃ প্রাপক-ফাগুন

স্মৃতিচারণ
১। ইঞ্জাঃ আমার ঈদের টুকরো স্মৃতি
২। আসিফ ইকবালঃ
আম
৩। মনির হোসেন মমিঃ
“মা” এবং ঈদ

রম্য
১। তৌহিদ এরঃ একজন ফেসবুক সেলিব্রিটি!
২। ছাইরাছ হেলাল এরঃ বাহারি রান্নার রেসিপি  
৩। আরজু মুক্তাঃ কৌতুক ১ বেচারা চোর
৪। আরজু মুক্তাঃ কৌতুক ২, কাঁঠাল

রান্নাবান্না
১। শামীম চৌধুরীঃ রান্না একটি শিল্প।

ভ্রমণ কাহিনী
১। ইঞ্জাঃ নিউজিল্যান্ড ভ্রমণে ঈদ উদযাপন
২। শাহরিনঃ সুন্দরবনে মা মেয়েঃ

ছবি ব্লগ
১। শামীম চৌধুরীঃ “বাংলাদেশের পাখি”

সোনেলা ব্লগ এর পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা।

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ