সোনেলায় ই- ম্যাগাজিনের জন্য জমাকৃত লেখা বাছাই ও অন্যান্য কাজ অনেকটাই এগিয়েছে। আশাকরি ই- ম্যাগাজিন নির্ধারিত সময়েই প্রকাশিত হবে।
ই-বুকের জন্য লেখা জমা দেয়ার শেষ সময় আগামী ২৫ মে ধার্য্য করা হলো।
ইতিপূর্বে ই- ম্যাগাজিনের জন্য প্রকাশিত লেখা সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে, কয়েকজন ব্লগার তাঁদের লেখা মুছে ফেলেছেন। এতে আমরা ধারনা করতে পারি যে ই- ম্যাগাজিনে তাঁদের লেখা প্রকাশিত হোক তা তারা চান না। তাই তালিকা হতে তাঁদের লেখা বাদ দেয়া হলো। যদিও তারা মুছে ফেললেও সমস্ত লেখা সোনেলা ব্লগ টিমের কাছে সংরক্ষিত আছে। যদি তারা চান তবে তাঁদের লেখা প্রকাশিত হবে। মন্তব্যের মাধ্যমে তারা তাঁদের ইচ্ছের কথা জানাতে পারেন।
কবিতা
১। ছাইরাছ হেলাল এরঃ ঈদের অপেক্ষা-প্রহর
২। ফজলে রাব্বি সোয়েব এরঃ আমি যখন মানুষ হই
৩। বন্য এরঃ দুপুরের ছল
৪। বন্যা লিপিরঃ সেদিন
৫। আরজু মুক্তা: আকুলতা
৬। মনির হোসেন মমিঃ শান্তির সন্ধ্যান
৭। রাফি আরাফাতঃ অনুভূতি
৮। নীরা সাদিয়াঃ অণুগল্প
৯। আসিফ ইকবালঃ অণুগল্প
গল্প
১। জিসান শা ইকরামঃ সেই তুমি এই আমি
২। নীরা সাদীয়াঃ আমার মধুমতি
৩। আরজু মুক্তাঃ এক দুপুরে
৪। রেজওয়ানঃ এলোমেলো স্বপ্ন গুলো
৫। রাফি আরাফাতঃ অবন্তী বলেছিল কাল এসো
৬। ছাইরাছ হেলালঃ রাজন্য প্রাধিকার
৭। মনির হোসেন মমিঃ “খোকার লাল পাঞ্জাবী”
৮। রাফি আরাফাতঃ আমি ও আমার সিরিয়াল
ছড়া
প্রবন্ধ
১। সাবিনা ইয়াসমিনঃ বাংলা ব্লগ ও সোনেলা
২। তৌহিদঃ মাদকাসক্তি সমস্যা এবং আমাদের করনীয়
একান্ত অনুভুতি
১। নিতাই বাবুঃ গুড়া মাছ জাতীয় খেতাব না পাওয়ায় দুঃখ!
চিঠি
১। সাবিনা ইয়াসমিনঃ প্রাপক-ফাগুন
স্মৃতিচারণ
১। ইঞ্জাঃ আমার ঈদের টুকরো স্মৃতি
২। আসিফ ইকবালঃ আম
৩। মনির হোসেন মমিঃ “মা” এবং ঈদ
রম্য
১। তৌহিদ এরঃ একজন ফেসবুক সেলিব্রিটি!
২। ছাইরাছ হেলাল এরঃ বাহারি রান্নার রেসিপি
৩। আরজু মুক্তাঃ কৌতুক ১ বেচারা চোর
৪। আরজু মুক্তাঃ কৌতুক ২, কাঁঠাল
রান্নাবান্না
১। শামীম চৌধুরীঃ রান্না একটি শিল্প।
ভ্রমণ কাহিনী
১। ইঞ্জাঃ নিউজিল্যান্ড ভ্রমণে ঈদ উদযাপন
২। শাহরিনঃ সুন্দরবনে মা মেয়েঃ
ছবি ব্লগ
১। শামীম চৌধুরীঃ “বাংলাদেশের পাখি”
সোনেলা ব্লগ এর পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা।
১৯টি মন্তব্য
শাহরিন
জেনে খুশী হলাম। ই বুক সঠিক সময়ে প্রকাশ হলে আরো খুশী হব। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা মতামত দিতে চাই, সেটা হল এটা একটি বড় প্লাটফর্ম আমাদের মত ছোটখাট পাঠকদের জন্য। দু এক জনের জন্য সবার মনে কষ্ট দেয়া সঠিক হবে কি! যেমন একটি বড় প্রতিষ্ঠান এ অনেক বড় বড় পোস্টে মানুষ কাজ করে কিন্তু কোন কর্মকর্তা যদি চাকরি ছেড়ে দেন বা অসুস্থ হন তাহলে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ বা থেমে থাকে না। বরং তারা নিজেরাই বলেন কাজ এগিয়ে নেবার। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে ব্লগের স্বার্থ সমৃদ্ধি বিবেচনা করা উচিৎ। কিছু কিছু জায়গা অপূরনীয় কিন্তু কারো জন্যই কোন কাজ বা পৃথিবী থেমে থাকে না। আমি কাউকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে এটা লিখিনি। শুধুই আমার মতামত জানালাম। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ই- ম্যাগাজিন প্রকাশ করা সোনেলার ওয়াদা। ওয়াদা রক্ষা করা হবে ইনশ আল্লাহ।
ছাইরাছ হেলাল
কঠিন কাজের প্রচেষ্টা চালু থাকুক।
নিঠুর সময় কারো জন্য অপেক্ষা না করেই নিজ গতিতে এগিয়ে যায়।
সাফল্য কামনা করি।
জিসান শা ইকরাম
চালু থাকবে ইনশ আল্লাহ।
মনির হোসেন মমি
যতই বাধা আসুক সোনেলা তার আপণ গতিতেই চলবে এটাই চাওয়া।আর স্বার্থবাদি লোকদের সোনেলা চিনতে যেন আর ভুল না করেন। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
ই- ম্যাগাজিন প্রকাশ হবে ইনশ আল্লাহ।
শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
লিষ্টে আমার গল্পটা আসেেনি।
জিসান শা ইকরাম
আজ সন্ধ্যার পরে সব আপডেট করা হবে মনির ভাই।
জিসান শা ইকরাম
তালিকায় আপনার গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
মনির হোসেন মমি
ধন্যবাদ।
রাফি আরাফাত
ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই।
জিসান শা ইকরাম
ইনশাআল্লাহ হবেই।
সাবিনা ইয়াসমিন
সোনেলার সার্বিক সফলতা কামনা করি। যারা এই কঠিন কাজটিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইলো। সোনেলা তার গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখবে এটাই আশা করছি।
জিসান শা ইকরাম
সোনেলা তাঁর গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
ই-ম্যাগাজিন ইনশাআল্লাহ্ প্রকাশিত হবেই।
মোঃ মজিবর রহমান
আনন্দে পুলকিত! সবাই এক্কাতারে দাঁড়িয়ে আমরা গাইব মানবতার জয়গান।
জিসান শা ইকরাম
হ্যা মজিবর ভাই।
তৌহিদ
ই ম্যাগাজিনের সার্বিক সাফল্য কামনা করি। ভালো কাজে বাঁধা আসেই এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ আমাদের ই ম্যাগাজিন প্রকাশিত হবেই হবে। কবিতা দিয়েছি ম্যাগাজিনের জন্য। সেটা ছড়াতে অন্তর্ভুক্ত করলেই মনে হয় ভালো হবে। এডমিন প্যানেল যা ভালো মনে করেন।
শুভকামনা জানবেন।
নাজমুল হুদা
সোনেলায় দারুণ সব আয়োজন।
মুগ্ধতায় ভরপুর , সোনেলার জয় হোক ।
জাহিদ হাসান শিশির
অভিনন্দন সবাইকে