সেদিনের কথা বলি বরং…..
বকুলের তলায় টুপটাপ বৃষ্টির মত অসংখ্য ঝরা বকুল। শ্রাবণ পেরিয়ে গেছে দু’তিন দিন আগেই।
ভাদরের গুমটি মেঘ থেকে থেকে ঘনকালো। হঠাৎ হঠাৎ রোদ ঝলকায়। অচেনা চাষী আনমনে ক্ষেতের আলপথ ধরে হেঁটে যায়। আঙুলের কড় গুণে হিসেব কষে, আষাঢ় শাওন মিলে মোট ক’দিন বৃষ্টি ঝরেছে? ধানের চারারা ঠিকমত হেসে উঠবে কি তাতে?
সেদিনের কথা বলি বরং…..
যেদিনের কোনো হিসেব নেই হিসেবের খাতায়। চলে গেছে শেষমেশ সে দিনটি। হয়তো সে দিনটি খুব বেশি আনন্দের ছিল, না হয় বেদনার। গেছে চলে সে দিন। চলে যায়। যেমন তেমনভাবে সে দিনটিও চলে যায়। সব দিনের হিসেব থাকে না। সব দিনের হিসেবের প্রয়োজনও নেই।
সেদিনের কথা বলি বরং…..
কাঁটা হয়ে রাতের আঁধারে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় শৈশব। সেসময় সন্ধ্যে পেরোলেই রাত। গভীর রাত। হারিকেনের ঝাপসা কাঁচে পতঙ্গের উৎপাত। তেল ফুরোলেই পিদিমের শিখা নিভে যায় দপ্ করে। সাড়া শব্দহীন নিঝ্ঝুম আশপাশ। তারপর…. রাত পেরিয়েছে কী পেরোয়নি, উনুনের ধোঁয়া মিশে যায় ভোরের কুয়াশায়।
২৮টি মন্তব্য
তৌহিদ
পুরোনোদিনের অনেক কথাই আমাদের স্মৃতিপটে থেকে যায়। মাঝেমধ্যে মনে হলে প্রশ্ন আসে কত! কিছু স্মৃতি সুন্দর আর কিছু বেদনার।
স্মৃতিকথন দারুন লেগেছে আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই
বন্যা লিপি
সেদিনের কথা বড্ড মনে পড়ে আজো। শিউলি তলায় ফুল কুড়ানো দিনের কাছে স্মৃতী আছে কত! কেমন যেনো পেছনের দিনের স্মৃতীকথা পড়তে যেমন ভালো লাগে তেমন লিখতেও!!
প্রতিটি শব্দে আছে কোমলতা, শীতলতার স্পর্শ!
অনেক অনেক অনেক প্রিতী শুভেচ্ছা জানবেন।
রেহানা বীথি
অনেক ভালোবাসা ও শুভকামনা
আরজু মুক্তা
সেদিনের কথায় ভাপাপিঠা, একদম ধোঁয়া ওঠা কুয়াশা সকালের কথা মনে পরছে।
ভালো লাগলো
শুভকামনা।
রেহানা বীথি
মন্তব্যে খুশি হলাম খুুব।
শুভকামনা আপনার জন্যেও
শামীম চৌধুরী
সেদিনের কথায় আঙ্গুলের কড় গুনে গুনেই সব হিসবার কষা হতো। খুব সুন্দর উপস্থাপন আপু।
শামীম চৌধুরী
সেদিনের কথায় আঙ্গুলের কড় গুনে গুনেই সব হিসাব কষা হতো। খুব সুন্দর উপস্থাপন আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
নিতাই বাবু
আপনার লেখা পড়ে সেদিনের কথাগুলো ভীষণ মনে পড়ছে। যেদিন আরও দশজন সমবয়সীদের সাথে খেলতাম, দৌড়াতা, একসাথে স্কুলে যেতাম। খুব মনে পড়ে পড়ে গেল৷
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
মন্তব্যেে খুশি।
নাজমুল হুদা
সেদিনের কথা বলি বরং
এতেই ফুটে উঠেছে সেদিনের সময়গুলো কত স্মৃতিবিজড়িত।
সেদিনের কথা বলি বরং
যে দিনগুলোকে হাতের নাগালে ধরে আনা সম্ভব নয়।
ভালো লাগলো একান্ত অনুভূতি তবে এটাও কবিতা হতে সম্ভব।
রেহানা বীথি
কবিতার মতো করে যা কিছু লিখি, সেগুলোকে কবিতা বলার সাহস আমি পাই না। কারণ কবিতার ব্যকরণ জানি না মোটেই। তবুও মনের খেয়ালে কিছু শব্দ পর পর সাজিয়ে ফেলি মাঝে মাঝে ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সে দিন গুলো হারিয়ে গেছে হারানো দিনের মাঝে।
আপনি সব সময়-ই ভাল লেখেন।
রেহানা বীথি
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
ইঞ্জা
চমৎকার এক লেখা উপহার দিলেন প্রিয় আপু, বিমোহিত হলাম।
রেহানা বীথি
ভাইয়া, আপনার ভালো লাগায় আমি আনন্দিত ভীষণ
ইঞ্জা
দোয়ার দরখাস্ত রইলো আপু। 😊
জিসান শা ইকরাম
দিন চলে যায় দিনের নিয়মে,
যার হিসেব রাখা হয়না, অথবা রাখতে নেই।
খুব ভালো লেগেছে একান্ত অনুভুতি।
শুভ কামনা।
রেহানা বীথি
খুব ভালো লাগছে ভাইয়া, আপনার সুস্থতা, আপনার মন্তব্য। ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
হারিয়ে যাওয়া দিন আজ তা স্মৃতির স্রোতে ভাসে।
ভালো লেখনী দিদি।
রেহানা বীথি
ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি
সেদিনের কথা খুব মনে পড়ে যেমনটি আপনি বললেন। খুব সুন্দর উপস্থাপনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
শুভ কামনা আপু।
সাবিনা ইয়াসমিন
সেদিন গুলো কি আদৌ হারায়? সময়ের ফ্রেমে আটকে থাকে স্মৃতির মণিকোঠায়।
কবির ভাষায় বলে যাই, দিন গুলো মোর রইলো না, সেইযে আমার নানা রঙের দিন গুলি …
এদিন টাও একদিন সেদিন হয়ে যায়।
ভালোবাসা অবিরত বীথি আপু ❤❤
রেহানা বীথি
অনেক ভালোবাসা
সুরাইয়া পারভিন
সেদিনের স্মৃতি হয়নি আজো বিস্মৃত
হৃদয়ের মানসপটে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে
চমৎকার প্রকাশ