সেদিনের কথা বলি বরং

রেহানা বীথি ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১০:৩৭:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

সেদিনের কথা বলি বরং…..
বকুলের তলায় টুপটাপ বৃষ্টির মত অসংখ্য ঝরা বকুল। শ্রাবণ পেরিয়ে গেছে দু’তিন দিন আগেই।
ভাদরের গুমটি মেঘ থেকে থেকে ঘনকালো। হঠাৎ হঠাৎ রোদ ঝলকায়। অচেনা চাষী আনমনে ক্ষেতের আলপথ ধরে হেঁটে যায়। আঙুলের কড় গুণে হিসেব কষে, আষাঢ় শাওন মিলে মোট ক’দিন বৃষ্টি ঝরেছে? ধানের চারারা ঠিকমত হেসে উঠবে কি তাতে?

সেদিনের কথা বলি বরং…..
যেদিনের কোনো হিসেব নেই হিসেবের খাতায়। চলে গেছে শেষমেশ সে দিনটি। হয়তো সে দিনটি খুব বেশি আনন্দের ছিল, না হয় বেদনার। গেছে চলে সে দিন। চলে যায়। যেমন তেমনভাবে সে দিনটিও চলে যায়। সব দিনের হিসেব থাকে না। সব দিনের হিসেবের প্রয়োজনও নেই।

সেদিনের কথা বলি বরং…..
কাঁটা হয়ে রাতের আঁধারে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় শৈশব। সেসময় সন্ধ্যে পেরোলেই রাত। গভীর রাত। হারিকেনের ঝাপসা কাঁচে পতঙ্গের উৎপাত। তেল ফুরোলেই পিদিমের শিখা নিভে যায় দপ্ করে। সাড়া শব্দহীন নিঝ্ঝুম আশপাশ। তারপর…. রাত পেরিয়েছে কী পেরোয়নি, উনুনের ধোঁয়া মিশে যায় ভোরের কুয়াশায়।

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ