শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না।।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম না।
ফুলের আসন ফুলের বসনরে,
আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।।
(ও তোমার) হৃদকমলে চুয়াচন্দন রে বন্ধু ছিটাইয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।
ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,
আরে ও বন্ধু, রসের ও কমলা।।
(ওই আমার) দুই হস্তে চান্দ মুখ রে বন্ধু তুলিয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।
ভাইবে রাধারমণ বলেরে, আরে ও বন্ধু
মনে যেই বাসনা।।
(ওরে) তোমারও পিরীতে আমায় রে বন্ধু নিরাশা কইরো না
নিরলে তোমারে পাইলাম না।
১৬টি মন্তব্য
লীলাবতী
গানটি এই প্রথম শুনলাম । অসাধারন লাগলো -{@ (y)
শিশির কনা
এত আবেগ এর গান এনার কন্ঠেই মানায় ।
জিসান শা ইকরাম
রাধারমনে ভালোই মজেছেন বুঝা যাচ্ছে 🙂 -{@
শিশির কনা
জি :p
অদ্ভুত শূন্যতা
একটা বিষয় ভাবিয়া আমি যারপরনাই অবাক..
শিশির কনা
কি বিষয় ভাবিয়া অবাক আপনি ? জানতে মঞ্চায় 🙂
ছাইরাছ হেলাল
ফাতেমাতুজ্জোহরা এই গান গায় জানা ছিল না ।
শুনলাম মন দিয়ে ।
শিশির কনা
আমারও জানা ছিল না , ইউটিউবে সার্চ দেয়ায় পেলাম ।
খসড়া
এই প্রথম শুনলাম এই গান।ধন্যবাদ শেয়ার করার জন্য।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ ।
মিসু
রাধা হতে মঞ্চায় ।
শিশির কনা
😛 হয়ে যান মিসু আপু ।
আদিব আদ্নান
চালু থাকুক রাধা রমন।
শুনলাম ।
শিশির কনা
চলবে ইনশ-আল্লাহ 🙂
প্রিন্স মাহমুদ
এই গানটি আমি প্রায় গাই , খুব দরদ দিয়ে গাই , কারন আমার গলায় সুর , তাল নেই , দরদ দিয়ে তা ভিজিয়ে দেই ।
শিশির কনা
গান দরদ দিয়েই গাইতে হয় । শুনুন 🙂