২৩ সেপ্টেম্বর ২০১২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৪। সোনেলা ব্লগ পদযাত্রার দুই বছর অতিক্রান্ত।
বাংলা ব্লগ সাইটের বিশাল জগতে খুব ক্ষুদ্র এক নাম সোনেলা।
আমাদের অহংকার নেই, চাকচিক্য নেই, উজ্জ্বলতা নেই এমনটা ভাবি না আমরা ।
সোনেলার ব্লগারগন আমাদের অহংকার, ব্লগারদের আন্তরিকতা আমাদের চাকচিক্য
তাদের ভালোবাসা আমাদের উজ্জ্বলতা।
সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার।
সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে
– এই আশায় আমরা বেঁচে থাকি ।
আজকের এই দিনে সোনেলা ব্লগের সমস্ত শুভাকাঙ্ক্ষী, পাঠক, ব্লগার এবং ব্লগ টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ঈশ্বর প্রশ্নোত্তর অফুরান আনন্দে সোনেলা
সোনেলা ব্লগ – স্বপ্নের শুরুটা যেভাবে
সোনেলার নিজের কথা – তারপরেও অদম্য আমরা
সোনেলাকে নিয়ে লিখুন। সবার পোষ্টের লিংক এখানে যোগ করা হবে। যাতে সোনেলা সম্পর্কে প্রিয় ব্লগারদের পোষ্ট সমূহের একটি সংকলন হয়ে যায় এই পোষ্ট।
৩৯টি মন্তব্য
প্রহেলিকা
সোনেলার রোদ জ্বলুক, এগিয়ে যাক সকলের ভালবাসায় নিরন্তর যেমনটি করে পার করে এসেছে গতদুটি বছর। ভাল থাকুক সোনেলা সবসময় এই কামনা করি।
এককের ঘর ছেড়ে বাহিরে এসো,
ছুঁয়ে দাও দশক, শতক, হাজার, অযুত,
গাঢ় ভালবাসায় মাখিয়ে সোনেলার রোদ,
আলিঙ্গনে প্রস্ফুটিত হও নক্ষত্র হয়ে,
থাকো কালো আঁধারে হয়ে একটি চাঁদ।
সোনেলা দীর্ঘজীবি হোক।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা সবাইকে ।
লিখবো অবশ্যই সবার প্রিয় সোনেলাকে নিয়ে।
আগুন রঙের শিমুল
শুভেচ্ছা জন্মদিনের প্রিয় সোনেলা 🙂
আজিম
সোনেলা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিকভাবে কামনা করি সোনেলা দেশের ব্লগিংয়ে অনেক উচ্চ আসনে প্রতিষ্ঠিত হোক।
অনেক উঁচুমানের লেখকের সমাহার হোক এখানে।
ভাল থাকুক সুন্দর নামের “সোনেলা” আর অবশ্যই দীর্ঘজীবি হোক।
প্রহেলিকা’র মতো উচ্চমার্গের কবিতা উপহার দিতে না পারার জন্য দুঃখিত।
ছাইরাছ হেলাল
সবাইকে অনেক অনেক উষ্ণ শুভেচ্ছা ।
ব্লগার সজীব
দুই বছর হয়ে গেলো ? মনে হচ্ছে এইত সেদিন শুরু হলো। সময় কিভাবে চলে যায় ! কত কথা স্মৃতি মনে ভেসে আসে। সোনেলার সাথে আমার এই পথ চলাতেই আনন্দ। সোনেলা দিনদিন আরো উজ্জ্বল হোক।
শুন্য শুন্যালয়
সোনেলার শুরু থেকে থাকতে পারিনি, আমার শেষটা সোনেলাতেই হয়। সোনেলার আশে পাশে যে যেভাবে জুড়ে আছেন, সমস্ত ব্লগার এবং আড়ালে আবডালে থাকা ভূত মোডারেটর বাহিনী, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
জাগিয়ে তুলুক সকল বাধা বিপত্তির বিরুদ্বে সাধারণ মানুষকে সোনেলা এই কামনা।
হোক সুন্দর ও চাকচিক্যময় সোনেলা ।
শুভেচ্ছা অবিরত।
বনলতা সেন
সঞ্চালক যষ্ঠিমধু খেয়ে এ লেখাটি লিখেছে।
মরুভূমির জলদস্যু
অভিনন্দন
শরিফুল ইসলাম শরীফ
শুভেচ্ছা সোনেলা!
ওগো প্রিয়তমা,সোনেলা এগিয়ে চলো বাপের বাড়ির দিকে (মানে সামনের দিকে) যৌতুক আনতে (মানে সফলতা আনতে) আর আমি আধাপঁচা মিষ্টির হাঁড়ি নিয়ে আসছি! সকল শালা-শালীকে (মানে ব্লগারদেরকে) আজ জম খাওয়ান খাওয়াবো৷
(এটি নিছক হাস্যরস কিন্তু,So,নো ক্যাচাক্যাচি!)
নীলাঞ্জনা নীলা
কোন কিছু প্রাপ্তির আশায় সোনেলায় লেখিনা। মনের আনন্দে আসি সোনেলায়। আনন্দ নেই, দেই। জানিনা কতটুকু দিতে পেরেছি। শুভেচ্ছা সবাইকে।
স্বপ্ন নীলা
সোনেলার জন্য হৃদয়ের টান অনুভব করি — ওরে সোনেলা তুই ভাল থাকিস সব সময় ——-তোর জন্য আসমান সমান শুভকামনা রইল
খসড়া
দুবছর হয়ে গেল চোখের পলকে, অনেক অনেক শুভেচ্ছা। চলুক নিজস্বধারায় অনন্তকাল ধরে সোনেলা।
আজিজুল ইসলাম
সোনেলাকেও অনেক অনেক শুভেচ্ছা।
সোনেলা’র এই প্ল্যাটফর্ম রাজনৈতিক লেখা প্রকাশে অসহায়তা করেনা, বিধিনিষেধ আরোপ করেনা।
অন্য কিছু ব্লগ এই বিধিনিষেধ আরোপ করে থাকে।
এখানেই সোনেলার মাহাক্ম খুজে পাই আমি।
অনেক ধন্যবাদ সোনেলা’র কর্নধারগনকে। আমি বলব এভাবে সোনেলা একধরনের দেশসেবাও করছে।
আন্তরিকভাবেই এই ব্লগের আমি উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি।
বন্দনা কবীর
সোনেলা ব্লগ খুব খ্রাফ, ব্লগিং আর নয় এই সিদ্ধান্ত নিয়েছিলাম। বাদই দিয়ে দিয়েছিলাম ব্লগিং, সোনেলা আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। আর এটি এখন আমার নিজের ব্লগ এটি মনে করিয়ে দিচ্ছে।
সোনেলার সবাইকে শুভেচ্ছা।
শিশির কনা
দুই বছর চলে গেলো ? মনে হচ্ছে এইত সেদিন। কিভাবে সময় চলে যায়। কত স্মৃতি সোনেলাকে নিয়ে। নতুন বছরে সোনেলাকে দেখছি নতুন সাঁজে। সাথে আছি সোনেলার। সবাইকে শুভেচ্ছা।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ভালোবাসা জেনো প্রিয় সোনেলা ————- ।।
মোকসেদুল ইসলাম
শুভেচ্ছা প্রিয় ব্লগ
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলার দু’বছর অবশ্যই অভিনন্দন আর শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞ রইল যারা আমার মত ক্ষুদ্র একজনকে মত প্রকাশের খাতা তৈরী করে দিল…
আমি ঘুড়েছি বহু
ঘুড়েছি আমি কত না ব্লগে ব্লগে
শান্তি নেই, সর্বত্র মত প্রকাশের অশান্তি আর গালাগালে
কোথাও পাইনি খুজে শীতল বট বৃক্ষের ছায়া
অবশেষে শিপু ভাইয়ের পোষ্টে ঢুকলাম সোনেলায়
এখানে আমার মা আমার মাটি আমার দেশ
করি চাষ কৃষকের মতন ফলাই ফল বার মাস।
লীলাবতী
সোনেলার ব্লগারগন আমাদের অহংকার, ব্লগারদের আন্তরিকতা আমাদের চাকচিক্য
তাদের ভালোবাসা আমাদের উজ্জ্বলতা। আমিও এর অংশীদার । সাথে ছিলাম থাকবো। সবার জন্য ভালোবাসা।
রাজ্জাক সরকার
আমি নতুন তাই কিছু লেখলাম না :=
মেহেরী তাজ
প্রিয় সোনেলা সবার কাছে আরো প্রিয় হয়ে উঠুক।
কৃন্তনিকা
সোনেলাতে শুরু
সোনেলাভর্তি গুরু
ভালোবাসি সোনেলা
মন করেছে রোদেলা
সোনেলা সোনেলা… (3
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপনাদেরও শুভেচ্ছা ও ধন্যবাদ এত ভালো একটি লেখার স্থান তৈরি করে দেয়ার জন্য।
অলিভার
ছোট পরিসরে চেনা অচেনা কয়েকজন মিলে অসাধারণ একটা পরিবারের নাম সোনেলা। ছোট পরিসর থেকে একদিন অনেক বড় পরিসরে পৌঁছে যাক। অন্যতম ব্লগ হিসেবে অর্জন করুক তার খ্যাতি আপন মহিমায়, এই কামনায়।
ব্লগ সঞ্চালক
আলাদা করে আর জবাব দেয়া হলো না। সোনেলার সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সবাইকে। লেখা লেখি চলুক সবার। আপনাদের সাথে আছে সোনেলা সারাক্ষন।
জি.মাওলা
শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি হলাম চোর, এসেই পালিয়ে যায়। তার পরও আসিত ,
সীমান্ত উন্মাদ
উন্মাদীও শুভেচ্ছা সবাইকে। কাজের পাগলামির জন্য শুভেচ্ছা জানাইতে দেরি হইলো।
বোকা মানুষ
শুভেচ্ছা সোনেলাকে 🙂
রিমি রুম্মান
ভালোবাসি সোনেলাকে … তাইতো অনেক ব্যস্ততার মাঝেও ফিরে ফিরে আসি
একজন আইজুদ্দিন
সোনেলা কে তার দু বছর পূর্তিতে অভিনন্দন।
আমি খুব বেশি পুরাতন নই আবার খুব বেশি কিছু লিখেছি সোনেলাতে এমনও নয়
তবে স্বাতন্ত্র্যতার বিবেচনায় সোনেলা অবশ্যই অন্যদের চাইতে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত যা অন্য আর কোন ব্লগের নেই।
আমি সোনেলার দীর্ঘায়ু কামনা করি।
আর সোনেলার সাথে তো অবশ্যই থাকতে চাই। আমৃত্যু নিরবধি।
পুষ্পবতী
শুভেচ্ছা রইলো।
সোনেলা রোদের আলোর মত ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
বেচে থাকুক যুগ যুগ ধরে এই কামনা করি।
নুসরাত মৌরিন
সোনেলাকে অনিঃশেষ শুভকামনা।
সোনেলার এই পথ চলা হোক আরো সুদীর্ঘ ,…অনন্তের পথে নিরন্তর যাত্রা শুভহোক। সাথে আছি…থাকব। 🙂
মিথুন
সোনেলাকেও শুভেচ্ছা। সোনেলা আছে বলেই যা ইচ্ছে লিখতে পারছি।
প্রজন্ম ৭১
সোনেলার সাথেই আছি। আমার কোথাও কোনো শাখা নেই।
স্বপ্ন
নিজকে ব্লগার ভাবতে ভালোই লাগে এখন। সোনেলা আমাকে এই পরিচয় দিয়েছে। কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সবাইকে।
ব্লগ সঞ্চালক
আপনাদের সবার প্রিয় সোনেলার সাথে থাকার জন্য কৃতজ্ঞ আমরা। সোনেলা আপনাদেরই ব্লগ। একে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব শুধু সোনেলার নয়, আপনাদেরও। সবাইকে আবারো শুভেচ্ছা।
নাটোর শূন্য কিলোমিটার
সুভকামনা