শুভেচ্ছা সবাইকে

ব্লগ সঞ্চালক ২৩ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:০৮:৫৮অপরাহ্ন সোনেলা বার্তা ৩৯ মন্তব্য

২৩ সেপ্টেম্বর ২০১২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৪। সোনেলা ব্লগ পদযাত্রার দুই বছর অতিক্রান্ত।
বাংলা ব্লগ সাইটের বিশাল জগতে খুব ক্ষুদ্র এক নাম সোনেলা।
আমাদের অহংকার নেই, চাকচিক্য নেই, উজ্জ্বলতা নেই এমনটা ভাবি না আমরা ।
সোনেলার ব্লগারগন আমাদের অহংকার, ব্লগারদের আন্তরিকতা আমাদের চাকচিক্য
তাদের ভালোবাসা  আমাদের উজ্জ্বলতা।

সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার।
সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে
– এই আশায় আমরা বেঁচে থাকি ।

আজকের এই দিনে সোনেলা ব্লগের সমস্ত শুভাকাঙ্ক্ষী, পাঠক, ব্লগার এবং ব্লগ টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

লাইফ ইজ বিউটিফুল

আড্ডা চাই 

ঈশ্বর প্রশ্নোত্তর অফুরান আনন্দে সোনেলা

সোনেলায় দু’বছর

সোনেলা ব্লগ – স্বপ্নের শুরুটা যেভাবে

সোনেলার নিজের কথা – তারপরেও অদম্য আমরা

সোনেলাকে নিয়ে লিখুন। সবার পোষ্টের লিংক এখানে যোগ করা হবে। যাতে সোনেলা সম্পর্কে প্রিয় ব্লগারদের পোষ্ট সমূহের একটি সংকলন হয়ে যায় এই পোষ্ট।

৬৫৫জন ৬৫৬জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ