যেতে যেতে–বাস,ট্রেন,স্টিমার বা আকাশ পোতে দেখা হয়।হয়ে যায়।গন্তব্যের নির্দিষ্টতা জেনে,এমন কি না জেনেও আলাপে আলাপ হয়।
এন্তার গাল-গল্প হয়,ঝাঁক বাঁধা হুল্লোড় হুলাহুলি হাসি-ঠাট্টার ছলে হয় হৃষ্ট হৃদ্যতা।জিন চাপানো সময়ের ঝানু তাগড়া ঘোড়ায় চেপে চলে যাব যে যার গন্তব্যে,ভেজা চোখে আর রোরুদ্যমান মুখে পেছন ফিরে তাকাতে তাকাতে।জাতিস্মর হয়ে আবার হবে জম্পেশ আড্ডা কোন না কোন দিনে কোথাও না কোথাও।

সোনেলায় শুন্য শুন্যালয়ের জন্মদিনে এই শুভেচ্ছা।

সুদূর,বিপুল সুদূর নয়। এই তো সেদিনের গুড়িসুড়ি লিখিয়েটি গুটিগুটি হাঁটি হাঁটি পা পা করে আজ বিপুল উজ্জ্বলতায় উচ্ছল চূড়োয়। চিকমিকে সুন্দরের সৌন্দর্য নিজেই শুধু দেখেননি, চোস্ত দেখক আমাদেরও ভাগে নিয়েছেন। এ যেন চেটেপুটে খাই বিসমিল্লার সানাই। একান্ত তাঁরই ভোর আমাকে (আমাদের) দেখতে দিয়েছেন বলে অশেষ কৃতজ্ঞতা। এহেন বেসামাল রিনিঝিনি নূপুর নিক্কনে(আমি নিজে) ঢাকা পড়ে গেলেও গাঁইগুঁই করব না কিছুতেই তা আগাম জানান দিচ্ছি। আমরা তো আমরাই।

৫০৮জন ৫০৮জন
0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ