শীতের আমেজ

শাহ আজিজ ২৪ নভেম্বর ২০১৩, রবিবার, ০৬:৫৫:০৯অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

 

চারদিকে যে শীতের আমেজ
রসে ভরা ঘ্রাণ
মিষ্টি মিঠাই খেয়ে সবার
সতেজ হয় যে প্রাণ ।।

সকাল বেলায় শীতের ছোঁয়ায়
গায়ে যখন শাল
তখন যে মা নিয়ে এলো
পিঠা ভর্তি থাল ।।

শীতের আমেজ তখন যে ভাই
লাগলো মনে মাঝে
পিন্নি, পায়েস, চিতই,ভাঁপা
খাই যে সবার আগে ।।
শাহ আজিজ, ২১-১২-২০০৯
মা আমার সব ভালবাসা তোমার জন্য ।

৫০৪জন ৫০৪জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ