চারদিকে যে শীতের আমেজ
রসে ভরা ঘ্রাণ
মিষ্টি মিঠাই খেয়ে সবার
সতেজ হয় যে প্রাণ ।।
সকাল বেলায় শীতের ছোঁয়ায়
গায়ে যখন শাল
তখন যে মা নিয়ে এলো
পিঠা ভর্তি থাল ।।
শীতের আমেজ তখন যে ভাই
লাগলো মনে মাঝে
পিন্নি, পায়েস, চিতই,ভাঁপা
খাই যে সবার আগে ।।
শাহ আজিজ, ২১-১২-২০০৯
মা আমার সব ভালবাসা তোমার জন্য ।
১১টি মন্তব্য
হলুদ পরী সাদা নাকফুল
অনেক আবেগ পুরনো … পড়তে গিয়ে চোখে জল চলে এলো ;(
অনেক, অনেক, অনেক ভাল লিখেছেন ভাইয়া।
খুব ভাল লেগেছে । 🙂
বাংলার কথা
ধন্যবাদ আপু
মা মাটি দেশ
(y) \|/
বাংলার কথা
:=
মর্তুজা হাসান সৈকত
অনাবিল ভালোলাগা কবিতায়। ভালো লিখেছেন।
বাংলার কথা
ধন্যবাদ ভাইয়া
খসড়া
শীতের হাওয়ার লাগলো কাঁপন
আমলকীর ঐ ডালে ডালে
নীলকন্ঠ জয়
দারুণ হয়েছে। এখন তো খেজুর রসের পিঠায় টান লাগিয়ে দিলেন । 😮
জিসান শা ইকরাম
শীতের পিঠার কথা ভুলেই গিয়েছিলাম 🙂
চলুক এখ থেকে শীতের পিঠা খাওয়া —-
মা আমার সব ভালবাসা তোমার জন্য -{@ (3
ছাইরাছ হেলাল
সত্যি অনবদ্য এই শীতের পিঠে ।
অবশ্যই সব ভালবাসা মায়ের জন্য ।
শুন্য শুন্যালয়
পিঠা খাবো… 🙁