আমার মায়ের মোটা কাপড়ে বানানো শপিং ব্যাগের দিন শেষ অনেক আগেই, বাদামী কাগজের বস্ত্রসম্ভার মার্কা শপিং ব্যাগের দিনও শেষ।
এই বস্ত্রসম্ভার দোকান থেকে যাই কিনতাম না কেনো, অবধারিত ভাবে রাস্তায় ছিড়ে পরতো। দিন পাল্টেছে, এখন একটা কিনলে আরেকটা ফ্রি সিস্টেম চলে, তাই বিক্রেতারা এখন কিছু বিক্রি করলে সাথে সাথে বিনামূল্যে তাদের বিজ্ঞাপনটাও প্রচার করছেন।
খাবার দাবার যাই-ই কিনুন, মনে রাখতে হবে আমাদের পাকস্থলির কথা। চমৎকার একটি স্বাস্থসচেতনামূলক ব্যাগ। একবার ভাবুন তো আমাদের পাকস্থলীও যদি এইভাবে দেখা যেত? তাহলে সোনেলার সব ব্লগারদের পেটে এখন তেতুল আর তাল দেখা যেত 😛
এটি একটি ওজন কমানোর ঔষধ কোম্পানির ব্যাগ। ঔষধটি কেনার আগে এবং পরের অবস্থা দেখুন। বিনামূল্যে শুধুমাত্র শপিংব্যাগের মাধম্যেই এরা বিজ্ঞাপন প্রচার করছেন। কে কে ম্যাগ্নিফাইং গ্লাস দিয়ে ঔষধটির নাম খুঁজছেন?
এটির ডিজাইন কি ভেবে করা তা বুঝতে পারছিনা, তবে এমন ভাবা যেতে পারে, শপিং ব্যাগ পূর্ণ হয়ে গেলেই পুরুষের গলায় ফাঁসি পরে… তবে আমাদের মেয়েদের যতই অপবাদ দিন, আমরা খুবই মিতব্যয়ী। ঠিক কিনা বলুন?
অটিজম শিশুদের প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে দিন, এই স্লোগানের চিন্তাতেই এই শপিং ব্যাগের ডিজাইন করা হয়েছে, হাও কিউট না?
বাড়ি গিয়ে কত্তো কাজ করতে হবে, পথে ফিরতে ফিরতেই বিটিং কাজটা সেরে ফেলি।
বান্দরের বাচ্চা, তোরে কইছি মাইয়াগো টিজ করবিনা, তারপরেও? চল আজকে বাড়ি।
একটু পরেই জবাই করে খেয়ে ফেলবেন, তার পরেও এইরকম ঘেটি ধরে বাড়ি নিয়ে যাবার দরকার ছিলো?
এটাকে চেনা যাচ্ছে? ইহার নাম ক্যাসেট। আহারে টেনে টেনে ফিতে বের করা, আর কলম দিয়ে ঘুরানো মিস করি খুব।
আগেকার সময়ে লোকে ইলিশ মাছ কিনে দড়ি দিয়ে ঝুলিয়ে বাড়ি নিয়ে আসতো সবাইকে দেখিয়ে দেখিয়ে, আর আমি এত্তো দাম দিয়ে ক্যামেরা কিনছি, না দেখাইলে ক্যামনে চলে?
আমারে নাকি কেউ ভয় পায়না !!! হেহ, এইবার দেখি।
শুধুমাত্র বুদ্ধি খরচ করে এরা একই সাথে পন্য বিক্রি করছেন আবার অন্যের দৃষ্টি আকর্ষণ করে প্রচারনা চালাচ্ছেন। আর আমরা সব বুদ্ধি খরচ করছি ব্লগে আর ফেসবুকে। হয়ে উঠছি ব্লগার আর বুকার। মন্দ কি?
বিঃদ্রঃ ইহাও একটি বিনামূল্যে প্রচারনা।
৪৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন, হু আমরা কি করছি জানিনা।
(y)
শুন্য শুন্যালয়
নকল করছি, ইন্ডিয়ান আইডল, কৌন বনেগা ক্রোরপতি।
মোঃ মজিবর রহমান
(y)
খসড়া
মাথাটা বুদ্ধিতে ঠাসা , ব্যাপক মজা পাইলাম।
শুন্য শুন্যালয়
আপনারে কই খুঁজি বলেন তো? মিস করি তো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় শুণ্য শুণ্যালয়
জয় হোক সোনেলার
ধন্য তুমি পেয়ে তাদের
ধন্য করো ব্যাগগুলো দিয়ে আমায়।
-{@ -{@ -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
ব্যাগ দিয়ে কি করবেন? 🙂
নুসরাত মৌরিন
দারুন।কত অভিনব চিন্তা!! ওয়াও!!
শুন্য শুন্যালয়
হুম মানুষের মাথায় যে কতো বুদ্ধি। 🙂
মরুভূমির জলদস্যু
কিছু আগে দেখা ছিলো, কিছু নতুন, দারুন। -{@
শুন্য শুন্যালয়
হুম আমি অনেকগুলোই দেখেছিলাম অনেক আগে, কিন্তু পোস্টের কথা হঠাৎ মাথায় এলো।
জিসান শা ইকরাম
অত্যন্ত গোছানো, সুন্দর এবং পরিচ্ছন্ন পোষ্ট।
ফটোর সাথে মিলিয়ে পারফেক্ট শিরোনাম অনেকেই দিতে পারেননা।
বিনামুল্যে প্রচারনাটা কি শুন্য শুন্যালয়ের?
নাকি ব্যাগের ? 🙂
শুন্য শুন্যালয়
একটার সাথে আরেকটা ফ্রি ভাইয়া 😀
জিসান শা ইকরাম
আচ্ছা আচ্ছা, কোনটা ফ্রি তাইলে ?
ঔষধটির নাম উদ্ধার করতে পারলাম না,
একটু লেইখ্যা দেওন যায় ?
শুন্য শুন্যালয়
আসলে শুন্যের প্রচারনা, সাথে ব্যাগের প্রচারনা ফ্রি 🙂
ঔষধটার নাম উদ্ধার করতে ভাবছিলাম কোন মেয়ে আসলেও আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনি? হি হি হি।
ফি পাঠান, আমি ডাক্তার থাকতে আপনার এত্তো কস্ট চোক্ষে দেখতে পারতেছিনা। ফি টা একটু বেশিই পাঠান, নইলে কিন্তু ভেজাল মেডিসিনের নাম দেব।
জিসান শা ইকরাম
স্বাস্থ সচেতন কি শুধু মেয়েরা হবে ? আচ্ছা ফি কি ডলারে দিতে হবে ?
শুন্য শুন্যালয়
না বলে আর পারছিই না, একটা সময় পর স্বাস্থ্য সচেতন কখন হয় মানুষ জানেন? এক, অসুস্থ হলে, আর দুই প্রেমে পরলে। আল্লাহ্র রহমতে আশা করছি আপনার শরীর সুস্থ আছে, বাকি থাকে কোনটা? :p
ফি অবশ্যই ডলারে দিতে হবে।
সায়ন্তনু
বেশ সুন্দর করে লেখেন আপনি। বুঝতে কোন সমস্যা নেই। কঠিন হলে মাথা ঘুরে যায়। কঠিন লেখার সাথে নুতনদের জন্য সহজে মিনি লেখা জুড়ে দিলে ভাল হয়।পড়তে পড়তে পাকা হলে তখন আর না দিলেও হবে। আপনাকে কী করে ভয় পেতে হবে তা লিখে দিলে আরও ভাল হয়। পড়ে আসলাম আপনি নাকি মডুদের একজন। এদের কাজ নাকি হাপিস করা।
আমি হাপিস করব না ।তবে শিখতে চাই। অন্য মডুদের ও বলে এসেছি।
শুন্য শুন্যালয়
আমিতো কঠিন শব্দ জানিইইইইই না। এখানে যারা নতুন আসে তারা সবাই পাকা। কেউ পড়েনা, শুধু লেখে। আপনাকে ব্যতিক্রম দেখছি। মাথা যাতে না ঘোরে এজন্য সময় করে লীলাবতী আর ব্লগার সজিবের লেখা পড়ে ফেলুন, আর মাথা
একটু মাঝে মাঝে বিনোদনের জন্য ঘোরাতে চাইলে বনলতা সেন আর ছাইরাছ হেলাল ভাইয়ার লেখাগুলো পড়ে ফেলুন।
আমি কিন্তু মডু না। তবে হ্যাঁ তারা নাকি হাপিস করে ফেলতে পারেন। ভূতের আছর আছে। সাবধানে থেকেন।
সায়ন্তনু
আমিতো লিখতে পারি না।তাই পড়ি।লিখতে চাই।ভালোদের মত। এখনও পারিনা তবে আমি চেষ্টা করতে চাই। আপনি মডু না বলছেন।তা না হয় হল।কিন্তু যে দুজনের নাম বলেছেন তারাও নাকি মডু।শুধু মডুদের
দেখাচ্ছেন কেন? পড়ার চেষ্টা করছি তাদের লেখাও ।তেমন কিছু বুঝিনা। সময় নষ্ট।
সায়ন্তনু
আমি নূতন তা ঠিক আছে। তবে তা এখানে।লেখালেখি চর্চা করার চেষ্টা করি।
শুন্য শুন্যালয়
লেখা পড়ার মজাই অন্যরকম। আপনি দিয়ে দিন কোন লেখা জলদি। এখানে সময় নস্ট করার জন্যই তো আসা আমাদের। এতো সময় দিয়ে কি হবে?
ব্লগার সজীব
আপু খুবই ভালো লেগেছে পোষ্ট। আমার ক্যাসেটের আর রিভলবারের শপিং ব্যাগ চাইই চাই।
শুন্য শুন্যালয়
শপিং ব্যাগ আমি কোত্থেকে পাবো? আমি যে তাদের ব্যাগের প্রচারণা করছি, তাও আমারে একটা ব্যাগ ফ্রি দেয়নি 🙁
রিভলবারের শপিং ব্যাগ দিয়ে আপনি কি করবেন? লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছেনা।
সঞ্জয় কুমার
তেঁতুল আর তাল ।
তথ্য গুলো ভালোই সংগ্রহ করেছেন ।
তেঁতুল আর তালের শুভেচ্ছা ।
ব্যাগ গুলির ডিজাইন খুবই সুন্দর ।
শুন্য শুন্যালয়
কিসের তথ্য সংগ্রহ করলাম আবার?
শুধু ব্যাগের ডিজাইনই সুন্দর? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
অরণ্য
“ইহার নাম ক্যাসেট। আহারে টেনে টেনে ফিতে বের করা, আর কলম দিয়ে ঘুরানো মিস করি খুব।”
নিজেকে যেন দেখতে পেলাম বহুদিন পরে। আপনাকে একটা গান শেয়ার করলাম। ইদানিং বেশ শুনছি গানটি। http://www.youtube.com/watch?v=IxR-hPBqi3I
শুন্য শুন্যালয়
আপনাকে মনেহয় আজ প্রথম দেখলাম এখানে। অবশ্যই স্বাগতম আপনাকে আমাদের সোনেলায়। নতুন হিসাবে আপনারই উপহার পাওনা, কিন্তু আপনিই আগে দিলেন। গানটি খুব পছন্দের। অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। এবার একটি লেখাও পোস্ট দিয়ে দিন।
খেয়ালী মেয়ে
আপনার এই পোস্ট দেখে হরেক রকম ব্যাগের প্রয়োজনীয়তা অনুভব করছি…তার সাথে নতুন আর একটা আফসোস যোগ হল যে, কিছুই হতে পারলাম না জীবনে 🙁
শুন্য শুন্যালয়
পরীর হাতে ম্যাজিক কাঠি আছে। অনেক কিছুই হতে পারবে চাইলেই সে। তা, কি হবার ইচ্ছে হলো পরীর?
খেয়ালী মেয়ে
আবার পরী হবার স্বপ্ন দেখছি 🙂
ছাইরাছ হেলাল
আপনার ভিন্নধর্মী লেখা পেলাম। আপনি দেখছি আরও বেশি ভালো বাংলা লিখতে শুরু করেছেন।
ফেসবুকের বুদ্ধির কিছু অংশ এদিকে দিলে ব্লগের ভাগে আরও বেশিই পড়ে।
তা আপনি কার পক্ষে প্রচারণা চালালেন? আমরাও একটু প্রচারিত হতে চাই।
ভোর কে কোথায় কার কাছে রেখে আসলেন?
শুন্য শুন্যালয়
অন্য কোথাও যাবার উপায় আছে, ভোর গুনগুন শুরু করে। মাথায় ঘুরছে। শুধু কলমে আসতেই তার আপত্তি। ভিন্নধর্মী লেখা পছন্দ হলো কিনা তা কিন্তু বলেননি। ফেসবুকের বুদ্ধি কমে গেছে তো। যা আছে সব এই ব্লগে। রাত্রি জাগতে পারলে না হয় আরো কিছু বুদ্ধি বাড়তো। অবশ্য সবাই পারেনা।
আমি একটু নিজের প্রচারণা চালানোর চেস্টা করেছি তবে লাভ হয়নি। ব্যাগের প্রচারনাই বৃদ্ধি পেয়েছে।
ছাইরাছ হেলাল
অবশ্যই পছন্দ হয়েছে। মাঝে মাঝে এমন লেখা মন্দ নয় ।তবে ফাঁকি দিচ্ছেন কিনা
কে বলতে পারে।
অপেক্ষায় ভোরের।
শুন্য শুন্যালয়
ভোর যে কেনো আসছেনা !!! আরেকজন ও ভেগেছে, সেই-ই ভোরকে নিয়ে পালালো কিনা কে জানে?
ছাইরাছ হেলাল
সে তো আপনারা আপনারা ব্যাপার। সে ভেগেছে । বিরতির ভাব ভাল মনে হচ্ছে না।
ছিল আপনাদের সেরাম দিন। ফিরে আর আসবে কিনা কে জানে।
সোনেলার প্রতি ভালোবাসার যে প্রকাশ সে দেখিয়েছে তা ইচ্ছে হলেই করা সম্ভব নয় কারো পক্ষে।
শুন্য শুন্যালয়
সেরাম দিন ফিরে আসবেনা মানে কি? আর আপনি এমন ভাবে বলছেন যেন সে একবারে চলে গেছে। যাবে আর কোথায়? আমি আছি কি করতে? তাকে বের করে নিয়ে আসার কায়দা আমি জানি। বুনো দি ভীষণ হিংসুটে। আমি আবার ভোর লিখলেই দেখবেন সুরসুর করে চলে আসবে নিজের জিনিস কে গোছাতে। তাকে বিরক্ত করছিনা, হয়তো সে সত্যিই ব্যস্ত কোন কারনে। নইলে আমাদের বেশিদিন ছেড়ে থাকার মানুষ সে নয়।
ব্লগার সজীব
‘ একটু পরেই জবাই করে খেয়ে ফেলবেন, তার পরেও এইরকম ঘেটি ধরে বাড়ি নিয়ে যাবার দরকার ছিলো? ‘ এই ব্যগটির ক্যাপশন আর উপরের ব্যাগ এর ক্যাপশন এ কেমন একটা যোগসুত্র লক্ষ্য করা যাচ্ছে। চুলধরে বাসায় নিয়ে জবাই করার হুমকি নয়তো এটি? একটি তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব করছি মডুদের কাছে।
শুন্য শুন্যালয়
হা হা হা দুস্ট বুদ্ধি আপনাকে ছাড়বেনা কখনোই। একটা হাঁস আরেকটা বদমাশ, আর আপনি দুস্টের রাজা চন্ডীদাস।
ওয়ালিনা চৌধুরী অভি
শপিং ব্যাগ এ এমন ব্যাতিক্রমি বিজ্ঞাপন দেখে মুগ্ধ হলাম। আমার কিন্তু এই ব্যাগটা বেশি পছন্দ হইছে 🙂 https://sonelablog.com/wp-content/uploads/2014/11/images.jpg
শুন্য শুন্যালয়
হি হি আপনাকে গুন্ডা লেডি বলে মনে হচ্ছে। নিয়মিত কি একটু আসা যায়না? আমরা বুঝি কম ব্যস্ত?
লীলাবতী
ভালোই শপিং করা হচ্ছে 🙂 শ্লিমিং মেডিসিনের নামটা আমারো দরকার। তবে কোমড় এত শ্লিম হলে ভেঙ্গে যাবো নাতো ?
জাতি জানে আমি কিন্তু ফেইসবুকার না :p ছবি দিলে শিরোনাম শিখতে হবে আপনার কাছে। ক্যামেরা যে কিনেছেন, তা কায়দা করে জানালেন, এটি কিন্তু আমরা কেউ বুঝিনি :c
শুন্য শুন্যালয়
কোমর ভেঙে যাবে বলছেন? এই মেডিসিন আপনার জন্য নয়, আপনার কোমর তো এমনিতেই পাতলা যেইভাবে সেই কবে থেকে বাঁকা করে কলসি কাঁখে নিয়ে আছেন, এর বেশি পাতলা হলে ভেঙে পরার সম্ভাবনা আছে।
সবাই না বুঝলেও কি লীলাবতীর চোখ এড়াবে? যাক আমার ইলিশ মাছ থুক্কু ক্যামেরা কেনা স্বার্থক। 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
মানুষের কত বুদ্ধি। আমি কিন্তু ফেইসবুকার 🙂 সব গুলো ব্যাগই তো ভালো লাগছে।
শুন্য শুন্যালয়
ফেসবুকার ও দরকার আছে নইলে ব্যাং রাজকুমার কই পাবো? কিন্তু একেবারে আমাদের ভুলে গেলে তো চলবে না।
শিশির কনা
পাজস্থলিকে সুস্থ রাখুন। ক্যাসেটের ফিতা পেন্সিল দিয়ে কত ঘুড়িয়েছি। নস্টালজিক হয়ে গেলাম। দারুন পোষ্ট।
শুন্য শুন্যালয়
কতো দিন পর আপনাকে দেখলাম ম্যাডাম। কিভাবে পারেন এতোদিন আমাদের ছেড়ে থাকতে?
সোনিয়া হক
চমৎকার আইডিয়া। ১,২,৪ এ বিশেষ ভালো লাগা। স্লিম আমিও হতে চাই আপু। কোনভাবেই ঔষধের নাম পড়া গেলো না 😛
শুন্য শুন্যালয়
এত্তো এত্তো মজার আচার খেলে কিন্তু স্লিম হওয়া যাবেনা 🙂