রুদ্র রুক্ষতার দিনে

ছাইরাছ হেলাল ১৯ মে ২০২০, মঙ্গলবার, ১০:৫৮:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

লোভাতুর মন নিয়ে ঘরময় পায়চারি করে
কাটিয়ে দেই অলস সময়, আকাশ-পাতাল ভেবে,
কল্পনার হাঁটু-জলে অসম্ভব জেনেও ঝাঁপাতে চাই,
ডুব সাঁতারের কষ্ট-কল্পনা ও করি;
কুয়াশা নেই জেনেও কুয়াশার রঙিন চাদর
মুড়িয়ে গুটিসুটি খেলি;

এই সরাইখানায় কত কাল আছি
থাকবো বা কতকাল কে জানে!
অতি প্রিয় কাফকা ও প্রুস্তুর কথা ভাবি
নিজের মত করে, নিজ মনে,
এ-ও-বা কম কিসে?

আমি তো কুশলীদের কেউ নই,
ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল
তা তো ভাবি না, ভাবি-নি;

ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে
কী না সে ভাবনাও ভাবি!

রুক্ষ রুদ্রতার এ সময়ে এর থেকে আর বেশী
কি-ই-বা করা যেতে পারে?

ছবি নেটের।

৪৬১জন ৩৪১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ