লোভাতুর মন নিয়ে ঘরময় পায়চারি করে
কাটিয়ে দেই অলস সময়, আকাশ-পাতাল ভেবে,
কল্পনার হাঁটু-জলে অসম্ভব জেনেও ঝাঁপাতে চাই,
ডুব সাঁতারের কষ্ট-কল্পনা ও করি;
কুয়াশা নেই জেনেও কুয়াশার রঙিন চাদর
মুড়িয়ে গুটিসুটি খেলি;
এই সরাইখানায় কত কাল আছি
থাকবো বা কতকাল কে জানে!
অতি প্রিয় কাফকা ও প্রুস্তুর কথা ভাবি
নিজের মত করে, নিজ মনে,
এ-ও-বা কম কিসে?
আমি তো কুশলীদের কেউ নই,
ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল
তা তো ভাবি না, ভাবি-নি;
ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে
কী না সে ভাবনাও ভাবি!
রুক্ষ রুদ্রতার এ সময়ে এর থেকে আর বেশী
কি-ই-বা করা যেতে পারে?
ছবি নেটের।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনি কুশলী না এটা কে বলেছে? সোনেলার কাছে আপনি অ-নে-ক কিছু, মহারাজ। এই-বা কম কিসে। আপাতত ভাবনার রাজ্যে ডুবে থেকে প্রতিদিন একখানা কবিতা উপহার দিয়ে যান। অন্যকিছু ভেবে মন খারাপ করার দরকার নেই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ঘটনা কি? আপনি দেখি গুম মেরে গেলেন লিখিত অলিখিত লেখার ঝাঁপি নিয়ে। মন্তব্যের জায়গা খালি পড়ে আছে
ছাইরাছ হেলাল
সরি, ২৪ ঘন্টা বিদ্যুৎবিহীন, দুপুরের পড় এলো।
বান্দা হাজির।
সুপর্ণা ফাল্গুনী
তেমন কিছুই ভেবেছিলাম । যাক অবস্থা এখন ভালো মনে হচ্ছে। সেটাই ডুব সাঁতারে ডুবে ডুবে মুক্ত আনছেন প্রতিদিন । ধন্যবাদ আপনার প্রাপ্য
ছাইরাছ হেলাল
মুক্তো না ছাই!
শুধু মনের কথা শুনে শুনে শুধুই লিখে যাই।
আপনি আপনারা আছেন বলেই।
ছাইরাছ হেলাল
নাহ্, একদম মন খারাপ না, তবে কুশলি-ফুশলী কিচ্ছু না, তবে আমরা এখানে আমরাই।
আচ্ছা হেভভি ডুবা ডুবি চালাচ্ছি বলেই তো নিত্য হাজিরা দিচ্ছি।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ডুব সাতারে ব্যস্ত আছেন
মোদের মহারাজ।
করোনাকালে বাসায় থেকে
করেন লেখার সাজ।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হা হা হা,
এত্ত সুন্দর মন্তব্যের পর আরও আরও বিরক্ত হওয়ার জন্য তৈরি
হতে পারেন। ভাল থাকুন।
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কালের পথে হেটে যেতে-যেতে
নক্ষত্র-নদীর ঢেউ গুনে-গুনে,
সাতরে-উৎরে পাড় হয়ে যায় মহাকালের ধূমকেতু..
হিসেব কষে, সময়ের বাঁক পেরিয়ে
ভেসে উঠে দূর আকাশে আপন উজ্জ্বলতায়..
দারুন একটা ঝাপ দিয়েছেন! এমন করে ভাবনায় ঝাপ দিতে কুশলী না কৌশল জানতে হয়। আর আপনি তো মহারাজ 🙂
ছাইরাছ হেলাল
এমন করে মন্তব্যের উত্তর দিতে অবশ্যই কৌশল চিবিয়ে খেতে হয়।
এজন্য আপনাকে কবিতা জ্বি বলি।
নক্ষত্রেরা থাকুক দূর নীলিমায়
উজ্জ্বল হাতছানিতে,
সময়ের বাঁক এড়িয়ে, কুহক এড়িয়ে
সময়ের গুঞ্জন তুলে, নিজ মহিমায়।
মাহবুবুল আলম
হেলাল ভাই!
কবিতা খুব ভাল লেগেছে।
শুভেচ্ছা জানবেন। ইদের আগাম শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনাকেই ইদের শুভেচ্ছা।
নিরাপদে থাকবেন, ভাল থেকে।
তৌহিদ
ঘরবন্দী জীবনে এই সময়ে কত কত ইচ্ছে জাগে! দেখা যাবে যখন বাইরে যাবো এসব আর পূরনের কথা মনেই আসবেনা নিত্য ব্যস্ততায়।
ভালো থাকুন ভাইজান।
ছাইরাছ হেলাল
তা ঠিক কঠিন ব্যস্ততায় কত কিছুই তো এলোমেল হয়ে যায়।
কতশত ভাবনা হারিয়ে যায়।
আপনিও নিরাপদে থাকবেন।
জিসান শা ইকরাম
আল্লাহ্ আমাদের সব কিছু থেকে রক্ষা করবেন, এই আশা করতেই হবে আমাদের।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা একমাত্র তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।
রেহানা বীথি
মন আমাদের বড়ই লোভাতুর, কতকিছু করে ফেলতে ইচ্ছে করে!
জীবন কি সেসময় দেবে?
ছাইরাছ হেলাল
জীবন সময় দিক বা না দিক আমাদের মনের চাওয়ার তো বারণ হয় না।
আশা আমাদের থেকেই যায়।
ধন্যবাদ আপনাকে।
বন্যা লিপি
ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে
কী না সে ভাবনাও ভাবি!…….
ভাবনারা ভাবনার মতো যদি সরব হয়েই ওঠে! তবে প্রার্থনাই হোক সরব। কৌশলের কুশলী যে হতে জানে, ভাবনার হাুটুজলে ডুব সাঁতারে সেই বিজয়ী হতে পারে। আপনি সে ঝাঁপাঝাঁপিতে মহারাজ। আমরা সবাই জানি।
ছাইরাছ হেলাল
ভাবনাদের নিয়ে এই এক সমস্যা, কিছুতেই লাগাম পড়ানো যায় না,
দড়ি-ছুট সে হবেই।
আপনজনের বলায় একটু বাড়াবাড়ি থাকে/থাকবেও।
সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন।
শামীম চৌধুরী
এই সরাইখানায় কত কাল আছি
থাকবো বা কতকাল কে জানে!
আসলেই তো। কখনো তা ভাবিনি। খুব ভাল লাগলো।
ছাইরাছ হেলাল
কে কখন কতক্ষণ আছি তা আমরা কেউ জানি না,
এটাই জীবন,
ভাল থাকবেন।
হালিম নজরুল
আমি তো কুশলীদের কেউ নই,
ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল
তা তো ভাবি না, ভাবি-নি;
———এইকথা দিয়েই প্রমাণ করলেন যে আপনি কুশলীদের মধ্যে আপনি দক্ষ।
ছাইরাছ হেলাল
সত্য কথাও বলে দিচ্ছে না,
‘বাক্যু’ স্বাধীনতা হরণ করে দিচ্ছে প্রিয় কবি।
ভাল থাকুন।