রাত্রির নৈকট্যে

জিসান শা ইকরাম ৯ মার্চ ২০১৯, শনিবার, ০৫:২০:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

আয়োজনটা ভালোই ছিল। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ, কক্ষের সমস্ত দেয়ালবাতি নেভানো। কেবল মাত্র ল্যাপটপের সাথে খুব অল্প পাওয়ারের লাইট জ্বলছে, যেন কক্ষের অন্য কোন বস্তুর উপর দৃষ্টি না পরে। অন্য কিছুতে দৃষ্টি দেয়া মানে সেদিকে কিছুটা হলেও মনোযোগ চলে যাওয়া। গভীর মনোযোগ কেবল ল্যাপটপ এর দিকে, লিখতে হবে কিছু একটা।

তবে কি লিখবো? লেখার বিষয়বস্তু কি? মৌলিক লেখা কোন কালেই ছিলনা আমার। আমি যৌগিক লেখক, যৌগিকত্বই আমার মৌলিকত্ব। সময়ের সিঁড়ি ধাপ বেয়ে উপরে উঠছি। রাত্রি আরো কাছে এলো, নিজকে পরিপূর্ণ ভাবে উপলব্ধি করতে হলে রাত্রিকে কাছে আসতেই হয়, গভীর ভাবে। চারদিকে সুনশান নিস্তব্ধতা, নিস্তব্ধতায় শ্রবণ শক্তিও বৃদ্ধি পায় কয়েকগুণ। দূরের রাত জাগা পাখির থেমে থেমে ডাক স্পষ্ট হয়। পাখির ডানা ঝাপটানোর শব্দ, হঠাৎ উড়ে গিয়ে গাছের আরেক ডালে যাবার সময় পাখার সাথে গাছের পাতার ঘষা লাগার খসখস শব্দ কিছুই কান এড়ায় না। হঠাৎ-ই বাসার লাগোয়া আম গাছ থেকে ডেকে ওঠে ঘুঘু। এত রাতে ঘুঘুর ডাক এই প্রথম শুনি। ডাকের ভিন্নতায় বুঝতে পারি দুটো ঘুঘু ওখানে। কী করে ওরা! আমার মত নির্ঘুম রাত কেন ওদের? শ্রবণ শক্তির পূর্ণ ব্যবহারে বুঝতে পারি ওদের ভালোবাসাবাসি।
কত ভালো আছে ওরা, উড়ে উড়ে যেখানে ইচ্ছে চলে যাওয়া, রাত হলেই পছন্দের কোনো ডালকে গৃহ বানিয়ে রাত্রি যাপন। জীবনের কোনো জটিলতা নেই, যন্ত্রনা নেই। অথচ নানান প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে আবদ্ধ আমাদের জীবন। এই জীবনে কত কিছুই পাওয়া হয়না আমাদের, তারপরেও মেনে নিয়ে অপেক্ষা করতে হয় জীবনাবসানের।

পাখিদেরই ইদানিং সবচেয়ে বেশি আপন মনে হয়। দিনের অধিকাংশ সময়ই থাকি এদের মাঝে। বৃক্ষগুলো রোপনের সময় ভেবেছি শুধু ছায়া দেবে এগুলো। সময়ে ছায়ার সাথে পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে আমাকে ঘিরে থাকা ঝাউ, কাঁঠাল, আম, পেয়ারা, ছবেদা, লকট, ডালিম, শিউলি গাছগুলো।
পাখির কলকাকলিতে মুখরিত থাকে আমার চারপাশ, ভয়ও তেমন পায়না আমাকে। প্রথম দিকের ভয়, দ্বিধা, সংকোচ কাটিয়ে উঠে কাছেই আসে এখন। ছবি তুলি, ভিডিও করি কিছু বলেনা। আস্থা, বিশ্বাস, ভালোবাসার অনুভুতি পাখি আর মানুষের একই।
দেখুন আমার পাখিদেরঃ
পাখি আমার প্রানের পাখি,
পাখি আমার মনের পাখি

একটি সময়ে খাঁচায় পাখি পুষতাম। এখন খাঁচা ফেলে দিয়েছি। খাঁচা ব্যতীতই তো কত পাখি আমার। যতই ভালোবাসা পাই আমি, আটকে রাখা অবস্থায় আমার দম বদ্ধ হয়ে যায়, নিশ্বাস নিতে হাসফাস করি। মুক্ত আমি বারবার ফিরে ফিরে আসি। পাখিরাও আমার মতই……..

কিছু একটা লিখতে চেয়েছিলাম, হলোনা আজকেও,

১০৮৫জন ৮১১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ