মিথ্যেচারের শিকলে আমি লৌহকপাটে বন্দি
মৃত্যুর সাথে বহুপূর্বেই আমি করিয়াছি সন্ধি!
আমি বিশ্বজিতের রূপ শত চাপাতির কুপ গেঁথেছি আমার বুকে,
উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে।
নৃত্য করেছি লাশের বহরে তাজরিন ফ্যাশনে,
বিচার আমি পাইনি কো কভূ ঐ ক্ষমতার আসনে।
রানা প্লাজা ধসে মরেছি আমি সহস্র লাশের রূপে,
সেথায়ও বিচার ভেসেছে আমার কালোটাকারি তোপে।
আমি রাজনের রূপে মরেছি, আর আঘাতে করেছি চিৎকার,
বিচার সেথাও হয়েছে উধাও,মানবতায় দিয়েছি ধিক্কার।
আমি লোকালবাসে মাজেদা হয়ে সতীত্ব করেছি নাশ,
ভাইয়ের সামনে ধর্ষিতা হয়ে করেছি আশপাশ।
আমি খাদিজা হয়ে জনসম্মুখে হয়েছি ক্ষতবিক্ষত,
বেল্ডে কেটে পাষন্ডের দল নিয়েছে আমার সতীত্ব।
সাগর রুনির লাশ হয়েও তিক্ত আমার স্বাদ,
বিচারের দায় নেয় না কেহ, দোষীদের নিয়ে আহ্লাদ।
আমি নুসরাত হয়ে মাদ্রাসাতে দগ্ধ হয়ে জ্বলেছি,
আমি রিফাত হয়েও জনসমুদ্রে নৃশংসভাবে মরেছি।
জন্মলগ্ন থেকেই আমি মরেছি বারংবার,
লজ্জিত আমি বিচার চেয়ে,চাইবো না বিচার আর।
আমি শতসহস্রবার রাজা আর ক্ষমতার হাতে মরছি,
আমি একটি স্বাধীন দেশ হয়ে আজো রক্ত বমি করছি।
”””””””””””””””””””””””””””””””””””
জাহিদপুর, মোকামবাজার
রাজনগর, মৌলভীবাজার
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দেশের শাসন,ন্যায় বিচার, আইনশৃঙ্খলা , অবনতির করুন ইতিহাস এখানে লিপিবদ্ধ । ভাল লাগলো।
হাফেজ আহমেদ রাশেদ
গভীর ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন প্রিয়জন
মাসুদ চয়ন
বন্দি/গেঁথেছি/উন্মাদ/তোপে/উধাও/ব্লেড/পাষন্ড/
ভাই টাইপিং মিস্টেক গুলি ইডিট করে নিন।লেখায় দুঃসাহসী মনোভাব স্পষ্ট।মুক্তি আসুক তবে।
মাসুদ চয়ন
সম্পাদনায় ক্লিক করে ইডিট অপশন পেয়ে যাবেন
হাফেজ আহমেদ রাশেদ
একাকাশ ভালোবাসা
শিরিন হক
আমি যখন পড়ছিলাম আমার গায়ের পশম দাড়িয়ে গেছে। কিছু বলবার নেই। বানান টা ঠিক করে নিন টাইপ ভুল হয় অনেক সময়।
এভাবে আর কত? জাতির বিবেকের কাছে প্রশ্ন।
হাফেজ আহমেদ রাশেদ
অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
ছাইরাছ হেলাল
কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।
হাফেজ আহমেদ রাশেদ
ভালোবাসা প্রিয়
শামীম চৌধুরী
দেশের সুশাসনের অভাব হলে রক্ত বমি হবেই। তবে কিছু স্বার্থন্বেষী মহল সব সময় চায় দেশে সুশাসনের ঘাটতি ঘটুক।
হাফেজ আহমেদ রাশেদ
আন্তরিক ধন্যবাদ
মনির হোসেন মমি
উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে।
আপনার প্রতি একরাশ ভালবাসা।কেমন করে ছন্দময় কবিতায় অন্যায়ের প্রতিবাদ হয় আপনার কবিতায় পেলাম।আপনি সোনলায় অভিষেক কবিতাটাই ছিলো স্বদেশপ্রেম নিয়ে।আপনাকে আবারো অভিবাদন।
হাফেজ আহমেদ রাশেদ
একরাশ ভালোবাসা প্রিয়
সঞ্জয় মালাকার
কঠিন বাস্তবতা তুলে ধরেছেন দাদা ,,
ভাল লাগলো খুব, ধন্যবাদ দাদা শুভ কামনা।
আরজু মুক্তা
রাষ্ট্র কি ঘুমায়!! বিচার নিভৃতে কাঁদে।।
হাফেজ আহমেদ রাশেদ
জি,ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
চমৎকার লেখা। প্রতিটি লাইন, শব্দ কানে বেজে চলছে। আরও লিখুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
হাফেজ আহমেদ রাশেদ
শুভেচ্ছা ও ভালোবাসা
রেহানা বীথি
প্রতিবাদী লেখা।
ভালো লাগলো।
জিসান শা ইকরাম
প্রতিটি লাইন পড়ছি আর অসহায় বোধ করছি,
আমরা এমন দেশ চাইনি।
সব কিছু স্বাভাবিক, সুন্দর হোক।
ভালো লিখেছেন, শুভ কামনা।