এই যে ভাই, শুনলাম আজকে নাকি আপনার বিয়ে?
টাকা-পয়সা কি নিচ্ছেন কিছু হবু শ্বশুড়কে ফাঁদে ফেলে?
না, না ভাই, কি যে বলেন শিক্ষিত মানুষ আমি
যৌতুকের ধারে কাছেও যে নাই
যৌতুক নিলে মান যাবে যে তখনি।
তাই নাকি! ভালোই বলেছেন, এমন মানুষ কজনেই বা আছে
কনের একখান কপাল বটে আপনার মতো বর পাচ্ছে।
তা বটে, বলেছেন ঠিক বুদ্ধিমানের মতন কথা।
আসলেই ভাই নিচ্ছেন না কিছুই? বিশ্বাস হচ্ছে না কোন মতে
শ্বশুড়ের হাতে দাবী-দাওয়ার ফর্দী দেননি তুলে?
না, না ভাই ও সব লাগে না এ যুগে
শ্বশুড় আমার দিল দরিয়ার মানুষ
কথার আগেই কথা যান যে বুঝে।
শুধু মেয়ের সুখের জন্য তিনি লাখ পাঁচেক টাকা দিচ্ছেন
গা ভরে গয়না দিচ্ছেন, খাট-পালঙ্ক সবই দিচ্ছেন
মেয়ে সকাল-বিকাল হাওয়া খাবে বলে একটা পাজেরো জীপও দিচ্ছেন,
বিশ্বাস করেন আমি নিচ্ছি না কিছুই শুধু
মেয়ের সুখের জন্য শ্বশুড় মশাই দিচ্ছেন সব কিছুই।
কি হল ভাই এসব শুনে মুখখানি কেন বাঁকাচ্ছেন?
মুখ তো বাঁকাই না ভাই ঘৃনায় নিচ্ছি সরিয়ে
আপনার মতো শিক্ষিত জন এ ধরায় যেন না আসে।
১৫টি মন্তব্য
তন্দ্রা
নারে ভাই আমি অতো ভালো না, যোতুক নেবই নেব।
বৈশাখী ঝড়
আইনের চোখে দোষী হয়ে যাবেন তো?
মর্তুজা হাসান সৈকত
যৌতুক ব্যাধি। আপনি কবিতায় একে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ।
বৈশাখী ঝড়
আমার পাতায় আসার জন্য অনেক ধন্যবাদ জানাই
শুন্য শুন্যালয়
সবই তো বদলায় ভাই, যৌতুকের ধরন কেনো নয়?
বৈশাখী ঝড়
যৌতুকের ধরন বদলেছে ঠিকই কিন্তু এর বিষবাষ্প থেকে সমাজ কবে মুক্ত হবে
নীলকন্ঠ জয়
সময়ের সাথে সাথে যৌতুকের ধারণাও বদলেছে। অনেক ভালো লাগা কবিতায়। যৌতুককে না বলুন সবাই। -{@
বৈশাখী ঝড়
যৌতুককে না বলুন সবাই।
ধন্যবাদ পাশে থাকার জন্য
শিশির কনা
আমাদের এখানে যৌতুকের সিস্টেম উল্টো । আরবে যৌতুক নেয় মেয়ে পক্ষ । আর আমাদের দেশে ছেলে পক্ষ । চরম একটা অভিশাপ এই যৌতুক । কবিতায় একে তুলে এনেছেন বলে ধন্যবাদ আপনাকে ।
বাংলার কথা
(y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ
খসড়া
যৌতুক নিয়ে কাব্য বা মজা করা যায় না কারন এটা শুধু একটি অসুখ নয় এ মরন ব্যাধিও কত জন এর বলি প্রতি বছর জানেন? প্রায় ২লাখ।!
বৈশাখী ঝড়
এটা কোন মজা নয় সমাজের ব্যাধিটাকে এখানে তুলে ধরতে চেষ্টা করছি মাত্র। ধন্যবাদ
জিসান শা ইকরাম
এই সামাজিক ব্যধি থেকে আমাদের মনে হয় মুক্তি নেই ।
ভালো লেগেছে ।
বৈশাখী ঝড়
ভাল লেগেছে জেনে খুশি হলাম