যুগ যে কত পার হল

তামান্না রুবাইয়াত ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১০:৪০:৫৪অপরাহ্ন কবিতা, রম্য ২৭ মন্তব্য

হায়রে বোকা খাসনে ধোঁকা
লেখাপড়ায় মন দে,
অনেক কথাই বলবে লোকে
ভালো কথায় কান দে।
গাইতে গাইতে এমন করে
যুগ যে কতো পার হল,
হিসাব করে বলতো এবার
এতে কার কি লাভ হল?
বলছি শোন লিখতে গেলে
কাগজ কলম ফুড়াবে,
কার এতো সময় আছে
ওসব ভেবে কুড়াবে!
বিচার বুদ্ধি থাকলে সাথে
লাগিস না কারো পিছু?
বিবেক থেকে দীক্ষা দে’না
আমাদেরকে কিছু!

৭৫২জন ৭৫২জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ