হায়রে বোকা খাসনে ধোঁকা
লেখাপড়ায় মন দে,
অনেক কথাই বলবে লোকে
ভালো কথায় কান দে।
গাইতে গাইতে এমন করে
যুগ যে কতো পার হল,
হিসাব করে বলতো এবার
এতে কার কি লাভ হল?
বলছি শোন লিখতে গেলে
কাগজ কলম ফুড়াবে,
কার এতো সময় আছে
ওসব ভেবে কুড়াবে!
বিচার বুদ্ধি থাকলে সাথে
লাগিস না কারো পিছু?
বিবেক থেকে দীক্ষা দে’না
আমাদেরকে কিছু!
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বিবেকের দীক্ষা আমরা আসলে কেউ নেই না ।
অনেক সুন্দর ছন্দ ।
তামান্না রুবাইয়াত
ঠিক আসলেই না। তাহলে এতো হরতাল ,অবরোধ, জ্বালাও পুড়াও এসব হতো না। ধন্যবাদ। (y)
নীলকন্ঠ জয়
১ বছর ২ মাস পরে দ্বিতীয় পোষ্ট লিখলেন আপু। এত সুন্দর ছন্দময় কবিতা স্বাদ পাওয়া থেকে কেন আমাদের বঞ্চিত করছেন??? খুব বেশী অভিযোগ করে গেলাম?
ছন্দে ছন্দে দারুণ কবিতা। অনেক অনেক ভালো লাগা।। -{@
তামান্না রুবাইয়াত
শুকরিয়া নীলকণ্ঠ । 😀 অভিযোগ বেশী রাইখো না কাইন্দে দিমু। ;( ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হবো। :v ভালো থেকো। খুশী হলাম। 🙂
লীলাবতী
আহ , ভাগ্য ভালো যে কোন মেয়ের ছবি দেননি । তাহলে আমার সাথে মিলে যেতো :p খুব ভালো লেগেছে আপু। বিবেক থেকে আমরা তো কিছুই শিখি না । -{@ (y)
তামান্না রুবাইয়াত
ধন্যবাদ লীলাবতী। :v এখন থেকে তোমাদের লেখাও পড়বো ইনশাআল্লাহ্ । ভালো থেকো। নিজের বিবেক জাগ্রত রাইখ । :p -{@
জিসান শা ইকরাম
অনেক দিন পরে লিখলেন আবার সোনেলায় ।
নিজের ভালো কেউ বুঝতে চায়না এখন আর
পড়াশুনায় মনযোগ খুব কম
যখন এসব একজন বুঝে , তখন আএ সময় থাকে না নিজকে তৈরী করার।
আপনার লেখায় অসাধারণ ছন্দের মিল
কথায় কথায় ছন্দ লিখতে পারেন আপনি
আমার দেখা ছন্দের মিল রেখে এমন লেখকের মাঝে আপনি সেরা
আপনাকে ছন্দের রানী বলা যায় 🙂
এই নিন আপনার ” ছন্দের রানীর” মাথার মুকুট
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Crown_of_Saint_Edward_%28Heraldry%29.svg/266px-Crown_of_Saint_Edward_%28Heraldry%29.svg.png
তামান্না রুবাইয়াত
😀 ওয়াও জাযাকাল্লাহ খাইর। :v তয় এতো পাম -পাম্পটি দিলে চলবো নাকি? \|/
জিসান শা ইকরাম
আচ্ছা , পাম পট্টি উঠাইয়া নিলাম 🙂
তামান্না রুবাইয়াত
^:^ :p (-3
রাতুল
বিবেক ?? সেইটা কি জিনিস !!!
তামান্না রুবাইয়াত
আসলেই তো বিবেক সেটা আবার কি জিনিস? 😮 খায় নাকি পিন্দে? ;?
শুন্য শুন্যালয়
ছন্দে ছন্দে দারুণ ভালো লাগা আপু..
এই বিবেক কার কাছে গেলে পাবো? আমাদের সবারই এটার প্রয়োজন দেখা দিয়েছে ..
তামান্না রুবাইয়াত
যার যার বিবেক তার তার সাথেই থাকে। কিন্তু প্রবলেম হল বিবেক ভুতা হয়ে গিয়েছে 🙁 (9)
তার ছেঁড়া
😀 মজা পেলাম । সুন্দর লিখেছেন ।
তামান্না রুবাইয়াত
🙂 তাই নাকি? শুকরিয়া। \|/
স্বপ্ন নীলা
ভাল লেগেছে কবিতাটি,,,,,,,,,,,,
তামান্না রুবাইয়াত
শুকরিয়া।
তন্দ্রা
ছন্দের যাদু মেশান কবিতা খুব ভালো ল্গেছে।
হায়! পোড়া কপাল আমরা বিবেক খুজে পাইনা।
কেমনে পাব সব স্বার্থের কাছে জলাঞ্জলি দিয়েছি যে।
ব্যক্তি স্বার্থের বাহিরে যেতে না পারলে বিবেক ঘুমিয়ে থাকবে নিশ্চয়, টাই নই কি আপু।
তামান্না রুবাইয়াত
হুম আমাদের সবার বিবেক আজ ঘুমন্ত। কবে যে জাগবে ? 🙁 ;?
মা মাটি দেশ
🙂 বিবেক। (y)
তামান্না রুবাইয়াত
:v
এই মেঘ এই রোদ্দুর
দারুন হইছে
তামান্না রুবাইয়াত
প্রীত হইলাম। -{@
ব্লগার সজীব
সময় গেলে সাধন হবে না 🙁 ভালো লেগেছে খুব -{@ ধইন্যা পাতার ইমো দেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
তামান্না রুবাইয়াত
কি যে বলি আমি তো নতুন ব্লগে।। 😀 ;? -{@ \|/ শুকরিয়া
খসড়া
:p